প্রতিনিধি উল্লাপাড়া (সিরাজগঞ্জ)
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের আগরপুর গ্রামে মাটি কেটে বিক্রি করছে একটি চক্র। প্রতিদিন ট্রাকে মাটি বহন করে ইটভাটা ও বসতবাড়ির মালিকদের কাছে বিক্রি করছে তারা। তবে মাটি বহনের জন্য যে সড়ক ব্যবহার করা হচ্ছে সেই সড়কের এখন বেহাল দশা। ফলে ভোগান্তিতে পড়েছেন পথচারীরা।
সরেজমিনে দেখা যায়, প্রতিদিন এই রাস্তায় ট্রাকে করে মাটি বহন করার ফলে দুই কিমি কাঁচা ও পাকা সড়ক ভেঙে গেছে। এই মাটি নেওয়া হয় সুতাহাটি ভাটাসহ বিভিন্ন স্থানে। ট্রাকের চাকায় রাস্তায় নালার মতো তৈরি হয়েছে। কাদা পথ চলতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারীদের।
স্থানীয়রা জানান, রাস্তা নষ্ট করে মাটির ব্যবসা করছেন আরিফ ও তাঁর লোকজন। মাটিভর্তি ট্রাক চলাচল করায় বড় বড় গর্ত ও খানাখন্দ হয়েছে। বৃষ্টির দিনে কাদা হয়ে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বারবার বলা সত্ত্বেও তিনি কারও কথা শোনেননি।
স্থানীয়রা আরও জানান, সরকারি বিধিনিষেধ অমান্য করে মাটি বিক্রি করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন আরিফ। আর বেহাল সড়কের ভোগান্তিতে পড়তে হচ্ছে তাঁদের।
এ বিষয়ে জানতে চাইলে আরিফ বলেন, `আমি মৃত মোজাহার আলীর ছেলে রইচ উদ্দিনের জমি লিজ নিয়ে মাটি কেটে বিক্রি করছি।' বেহাল রাস্তার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, রাস্তার কিছু স্থানে ক্ষতি হচ্ছে; তবে শ্রমিক দিয়ে সেগুলো আবার মেরামত করে দেওয়া হবে।
উল্লাপাড়া সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান খান জানান, মাটি কেটে নেওয়ার বিষয়টি জানা নেই। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের আগরপুর গ্রামে মাটি কেটে বিক্রি করছে একটি চক্র। প্রতিদিন ট্রাকে মাটি বহন করে ইটভাটা ও বসতবাড়ির মালিকদের কাছে বিক্রি করছে তারা। তবে মাটি বহনের জন্য যে সড়ক ব্যবহার করা হচ্ছে সেই সড়কের এখন বেহাল দশা। ফলে ভোগান্তিতে পড়েছেন পথচারীরা।
সরেজমিনে দেখা যায়, প্রতিদিন এই রাস্তায় ট্রাকে করে মাটি বহন করার ফলে দুই কিমি কাঁচা ও পাকা সড়ক ভেঙে গেছে। এই মাটি নেওয়া হয় সুতাহাটি ভাটাসহ বিভিন্ন স্থানে। ট্রাকের চাকায় রাস্তায় নালার মতো তৈরি হয়েছে। কাদা পথ চলতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারীদের।
স্থানীয়রা জানান, রাস্তা নষ্ট করে মাটির ব্যবসা করছেন আরিফ ও তাঁর লোকজন। মাটিভর্তি ট্রাক চলাচল করায় বড় বড় গর্ত ও খানাখন্দ হয়েছে। বৃষ্টির দিনে কাদা হয়ে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বারবার বলা সত্ত্বেও তিনি কারও কথা শোনেননি।
স্থানীয়রা আরও জানান, সরকারি বিধিনিষেধ অমান্য করে মাটি বিক্রি করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন আরিফ। আর বেহাল সড়কের ভোগান্তিতে পড়তে হচ্ছে তাঁদের।
এ বিষয়ে জানতে চাইলে আরিফ বলেন, `আমি মৃত মোজাহার আলীর ছেলে রইচ উদ্দিনের জমি লিজ নিয়ে মাটি কেটে বিক্রি করছি।' বেহাল রাস্তার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, রাস্তার কিছু স্থানে ক্ষতি হচ্ছে; তবে শ্রমিক দিয়ে সেগুলো আবার মেরামত করে দেওয়া হবে।
উল্লাপাড়া সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান খান জানান, মাটি কেটে নেওয়ার বিষয়টি জানা নেই। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নেত্রকোনার খালিয়াজুরি উপজেলার ধনু নদে বিয়েবাড়ির স্পিডবোটডুবির ঘটনায় ঊষামণি (৫) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ মিটার দূরে লাশটি ভেসে উঠলে ডুবুরি দল তা উদ্ধার করে। বাকি তিনজনের সন্ধান এখনো মেলেনি। এদিকে স্পিডবোটডুবিতে বেঁচে ফেরা লোকজন অভিযোগ করেছেন,
৩ মিনিট আগেবাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোনের যৌথ অভিযানে আজ শনিবার বিকেলে রূপগঞ্জের তারাব শবনম মিলসংলগ্ন নদী থেকে দুই ছাত্রের লাশ উদ্ধার করা হয়।
২০ মিনিট আগেমালয়েশিয়ায় তিনতলা ভবন থেকে পড়ে আবু মশিউর রহমান কাকন (২৩) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) কুয়ালালামপুরে একটি ভবনে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।
৩০ মিনিট আগেভোলায় আলোচিত মাদ্রাসাশিক্ষক ও মসজিদের খতিব মাওলানা আমিনুল হক নোমানী হত্যার রহস্য উন্মোচিত হয়েছে। হত্যাকাণ্ডের এক সপ্তাহ পর ১৩ সেপ্টেম্বর এ ঘটনা উন্মোচন করে পুলিশ। আমিনুল হক নোমানীকে তাঁর ছেলে হত্যা করেছে। ছেলে রেদোয়ান হক (১৭) পুলিশের হাতে আটকের পর হত্যারহস্য উন্মোচিত হয়।
৩২ মিনিট আগে