Ajker Patrika

উল্লাপাড়ায় গ্রামীণ রাস্তার বেহাল দশা, দুর্ভোগ চরমে 

প্রতিনিধি উল্লাপাড়া (সিরাজগঞ্জ) 
আপডেট : ০৬ জুলাই ২০২১, ১১: ৫৫
উল্লাপাড়ায় গ্রামীণ রাস্তার বেহাল দশা, দুর্ভোগ চরমে 

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের আগরপুর গ্রামে মাটি কেটে বিক্রি করছে একটি চক্র। প্রতিদিন ট্রাকে মাটি বহন করে ইটভাটা ও বসতবাড়ির মালিকদের কাছে বিক্রি করছে তারা। তবে মাটি বহনের জন্য যে সড়ক ব্যবহার করা হচ্ছে সেই সড়কের এখন বেহাল দশা। ফলে ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। 

সরেজমিনে দেখা যায়, প্রতিদিন এই রাস্তায় ট্রাকে করে মাটি বহন করার ফলে দুই কিমি কাঁচা ও পাকা সড়ক ভেঙে গেছে। এই মাটি নেওয়া হয় সুতাহাটি ভাটাসহ বিভিন্ন স্থানে। ট্রাকের চাকায় রাস্তায় নালার মতো তৈরি হয়েছে। কাদা পথ চলতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারীদের।

স্থানীয়রা জানান, রাস্তা নষ্ট করে মাটির ব্যবসা করছেন আরিফ ও তাঁর লোকজন। মাটিভর্তি ট্রাক চলাচল করায় বড় বড় গর্ত ও খানাখন্দ হয়েছে। বৃষ্টির দিনে কাদা হয়ে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বারবার বলা সত্ত্বেও তিনি কারও কথা শোনেননি।

স্থানীয়রা আরও জানান, সরকারি বিধিনিষেধ অমান্য করে মাটি বিক্রি করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন আরিফ। আর বেহাল সড়কের ভোগান্তিতে পড়তে হচ্ছে তাঁদের।

এ বিষয়ে জানতে চাইলে আরিফ বলেন, `আমি মৃত মোজাহার আলীর ছেলে রইচ উদ্দিনের জমি লিজ নিয়ে মাটি কেটে বিক্রি করছি।' বেহাল রাস্তার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, রাস্তার কিছু স্থানে ক্ষতি হচ্ছে; তবে শ্রমিক দিয়ে সেগুলো আবার মেরামত করে দেওয়া হবে।

উল্লাপাড়া সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান খান জানান, মাটি কেটে নেওয়ার বিষয়টি জানা নেই। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রের প্রস্তাব বিপুল ভোটে পাস, বিপক্ষে ভোট দিল যারা

উপদেষ্টা পরিষদের ভেতরে মাহফুজকে হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে: নাহিদ

রপ্তানিতে দ্বিতীয় থেকে ১০ নম্বরে নামল চিংড়ি

২০ শতাংশ অতিরিক্ত ভোটার কারা, প্রশ্ন অধ্যাপক মাফরুহী সাত্তারের

লাখ টাকা চুরি সন্দেহে গাড়িচালকের বাসায় তল্লাশি: চুনারুঘাট থানার ওসি প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত