Ajker Patrika

সিরাজগঞ্জে দুই মহল্লার সংঘর্ষে ১ জনের মৃত্যু, আহত ১০ 

প্রতিনিধি, সিরাজগঞ্জ 
সিরাজগঞ্জে দুই মহল্লার সংঘর্ষে ১ জনের মৃত্যু, আহত ১০ 

সিরাজগঞ্জ শহরের ভাঙ্গাবাড়ি ও দিয়ার ধানগড়া মহল্লাবাসীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় চলা সংঘর্ষে এক যুবক নিহত এবং উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। আজ বুধবার এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

নিহত সাজ্জাদ হোসেন (১৮) পুরোনো ভাঙ্গাবাড়ি মহল্লার আবু সাঈদের ছেলে। এদিকে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার রাত থেকে দিয়ারধানগড়া ও ভাঙ্গাবাড়ি মহল্লা বাসির মধ্যে সংঘর্ষ শুরু হয়। আজ দুপুরে উভয় পক্ষের কথা-কাটাকাটির একপর্যায়ে আবারও সংঘর্ষ শুরু হয়। তখন দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। এতে দু পক্ষের অন্তত ১১ জন আহত হয়। এদিকে দুপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে প্রতিপক্ষের ফলার আঘাতে সাজ্জাদ হোসেন নিহতের খবর ছড়িয়ে পড়লে দিয়ার ধানগড়ার বেশ কয়েকটা বাড়িঘর ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এ ব্যাপারে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, বুধবার দুপুরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে সাজ্জাদ হোসেনসহ অন্তত ১১ জন আহত হয়। তাকে সিরাজগঞ্জ বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে সে মারা যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই মহল্লায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মেঘমল্লারের জবাবের পর ডাকসু ও বাংলাদেশের রাজনীতি নিয়ে যা লিখলেন শশী থারুর

সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডে স্থায়ী বসবাসের আবেদন করবেন যেভাবে

নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দুই উপদেষ্টার পদত্যাগ চাইলেন ফখরুল

শ্বশুরবাড়ি যাওয়া হলো না জাবি শিক্ষক মৌমিতার

অনিয়মের অভিযোগ এনে জাকসু নির্বাচন কমিশন সদস্যের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত