Ajker Patrika

ডিমের বাজারে অস্থিরতা সৃষ্টি, সিরাজগঞ্জে ৩ খামার-আড়তকে জরিমানা 

সিরাজগঞ্জ প্রতিনিধি
ডিমের বাজারে অস্থিরতা সৃষ্টি, সিরাজগঞ্জে ৩ খামার-আড়তকে জরিমানা 

ডিমের বাজারে অস্থিরতা তৈরি, সরকার নির্ধারিত যৌক্তিক মূল্যের বাইরে ডিম বিক্রি না করায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি পোলট্রি খামার ও দুটি আড়তকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার দুপুরে সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অভিযান চালায়।

অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহমুদ হাসান রনির নেতৃত্বে উপজেলার মোহনপুর বাজারে এই অভিযান চালানো হয়। এ সময় একটি খামার ও দুটি ডিমের আড়তকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানা আদায় করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে মুন এগ্রোভিট নামের পোলট্রি খামারকে ২০ হাজার টাকা, কোরবান ডিমের আড়তকে ১০ হাজার এবং সিরাজ ডিমের আড়তকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহমুদ হাসান রনি আজকের পত্রিকাকে বলেন, ডিমের বাজার অস্থিরতা রোধে আজ জেলার বিভিন্ন বাজারে অভিযান চালানো হয়। এ সময় উল্লাপাড়ার মোহনপুর বাজারে ডিমের দাম সরকার নির্ধারিত যৌক্তিক মূল্যের বাইরে বিক্রি করা, ক্যাশ মেমো না দেওয়া এবং ডিমের বাজারে অস্থিরতা তৈরির অপরাধে মুন এগ্রোভিট নামের পোলট্রি খামারকে ২০ হাজার টাকা, কোরবান ডিমের আড়তকে ১০ হাজার টাকা এবং সিরাজ ডিমের আড়তকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া তাদের সরকার নির্ধারিত যৌক্তিক মূল্যে ডিম বিক্রির নির্দেশ দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৌকীর-বিপাশা বিদেশে স্থায়ী হয়েছেন যে কারণে

মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ফাইল বাসায় নিয়ে গায়েব করেন উপদেষ্টা— আসিফ মাহমুদের বিরুদ্ধে চট্টগ্রামের মেয়রের অভিযোগ

চীনা যুদ্ধবিমান থেকে এলএস-৬ বোমা ফেলে কেন নিজ দেশে ‘হত্যাযজ্ঞ’ চালাল পাকিস্তান

ফিলিস্তিনকে আজই রাষ্ট্রের স্বীকৃতি দেবে আরও ৬ দেশ, বিরোধিতা ইসরায়েল–যুক্তরাষ্ট্রের

ধর্ষণের শিকার শিশুর স্বজনকে মারতে উদ্যত হওয়া সেই চিকিৎসক বরখাস্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত