Ajker Patrika

উল্লাপাড়ায় মাদ্রাসা ছাত্রী ধর্ষণ, গ্রেপ্তার দুই

প্রতিনিধি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) 
উল্লাপাড়ায় মাদ্রাসা ছাত্রী ধর্ষণ, গ্রেপ্তার দুই

সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলায় ৬ষ্ঠ শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে থানা–পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার পূর্নিমাগাতী ইউনিয়নের ভেংড়ী গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে গোলাম হোসেন (৬০) এবং মৃত নুর কবিরের ছেলে ওমর আলী (৫০)। 

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস জানান, গত বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেলে গরুর ঘাস কাটার জন্য পাশের মাঠে যায় ওই ছাত্রী। এ সময় গোলাম হোসেন ও ওমর আলী তার মুখ চেপে ধরে পাটখেতে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করে তাঁরা পালিয়ে যান। এরপর মেয়েটির আত্ম চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এসে তাকে উদ্ধার করেন। 

এরপর এ নিয়ে কোনো বিচার না পাওয়ায় গতকাল বৃহস্পতিবার (১৫ জুলাই) ওই ছাত্রীর মা বাদী হয়ে উল্লিখিত দুই ব্যক্তির বিরুদ্ধে উল্লাপাড়া মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। এই মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে। আজ শুক্রবার সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মেঘমল্লারের জবাবের পর ডাকসু ও বাংলাদেশের রাজনীতি নিয়ে যা লিখলেন শশী থারুর

জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রের প্রস্তাব বিপুল ভোটে পাস, বিপক্ষে ভোট দিল যারা

২০ শতাংশ অতিরিক্ত ভোটার কারা, প্রশ্ন অধ্যাপক মাফরুহী সাত্তারের

রপ্তানিতে দ্বিতীয় থেকে ১০ নম্বরে নামল চিংড়ি

উপদেষ্টা পরিষদের ভেতরে মাহফুজকে হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে: নাহিদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত