শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের নড়িয়ায় মসজিদের জমি দখল করে দলীয় ক্লাব নির্মাণের অভিযোগে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জেলা শাখার সহসভাপতিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দলীয় প্যাডে স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শরীয়তপুর জেলা শাখার সহসভাপতি মো. রেজাউল হাওলাদারকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হলো। দলের নেতা-কর্মীদের তাঁর সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান এই সিদ্ধান্ত অনুমোদন দেন।
স্বেচ্ছাসেবক দলের শরীয়তপুর জেলা শাখার সভাপতি আমিনুর রহমান আমান আজকের পত্রিকাকে এই বহিষ্কারাদেশের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘড়িষার বাজারের শত বছরের পুরোনো ঘড়িষার জামে মসজিদের জমি দখল করে ক্লাবঘর নির্মাণের অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় কমিটি তাঁকে বহিষ্কার করেছে।
আমিনুর রহমান আমান আরও বলেন, স্বেচ্ছাসেবক দলে কোনো অপরাধীর স্থান নেই। কারও ব্যক্তিগত কোনো অপরাধের দায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নেবে না।
এ বিষয়ে জানতে চাইলে রেজাউল হাওলাদার বলেন, ‘বহিষ্কারাদেশের কপি এখনো আমি পাইনি। আমার বিরুদ্ধে মসজিদের জমি দখল করে ক্লাব নির্মাণের যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। মসজিদের বেশ কিছু দোকান ঘর রয়েছে, যেগুলো ভাড়া দেওয়া হয়। আমি অনুমতি নিয়ে পরিত্যক্ত একটি ঘর সংস্কার করেছি।’
শরীয়তপুরের নড়িয়ায় মসজিদের জমি দখল করে দলীয় ক্লাব নির্মাণের অভিযোগে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জেলা শাখার সহসভাপতিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দলীয় প্যাডে স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শরীয়তপুর জেলা শাখার সহসভাপতি মো. রেজাউল হাওলাদারকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হলো। দলের নেতা-কর্মীদের তাঁর সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান এই সিদ্ধান্ত অনুমোদন দেন।
স্বেচ্ছাসেবক দলের শরীয়তপুর জেলা শাখার সভাপতি আমিনুর রহমান আমান আজকের পত্রিকাকে এই বহিষ্কারাদেশের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘড়িষার বাজারের শত বছরের পুরোনো ঘড়িষার জামে মসজিদের জমি দখল করে ক্লাবঘর নির্মাণের অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় কমিটি তাঁকে বহিষ্কার করেছে।
আমিনুর রহমান আমান আরও বলেন, স্বেচ্ছাসেবক দলে কোনো অপরাধীর স্থান নেই। কারও ব্যক্তিগত কোনো অপরাধের দায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নেবে না।
এ বিষয়ে জানতে চাইলে রেজাউল হাওলাদার বলেন, ‘বহিষ্কারাদেশের কপি এখনো আমি পাইনি। আমার বিরুদ্ধে মসজিদের জমি দখল করে ক্লাব নির্মাণের যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। মসজিদের বেশ কিছু দোকান ঘর রয়েছে, যেগুলো ভাড়া দেওয়া হয়। আমি অনুমতি নিয়ে পরিত্যক্ত একটি ঘর সংস্কার করেছি।’
লক্ষ্মীপুরে জেলা স্টেডিয়ামের পাশে রাশেদা বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে বটি দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার ভোরে এই হত্যাকাণ্ড ঘটে। এ হত্যার ঘটনায় ইমন হোসেন নামে এক যুবককে আটক করা হয়েছে।
২০ মিনিট আগেটাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের দর্শনীয় স্থান যোগীর ঘোপায় মাদকবিরোধী অভিযান চালানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ ও প্রশাসন সেখানে যৌথ অভিযান চালায়।
১ ঘণ্টা আগেময়মনসিংহের গৌরীপুর উপজেলায় নিজ প্রতিষ্ঠানে ভূটিয়ারকোণা আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ ওঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
১ ঘণ্টা আগেনোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ২ নম্বর চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশুর নাম সাইম (৪) ও লাবিব (২)। তারা আপন দুই ভাই। তারা চরমজিদ গ্রামের রেনু বাজারের উত্তর পাশে কুট্টিয়াবাড়ির সাহেদের ছেলে।
২ ঘণ্টা আগে