শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরে এক কলেজছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে একাধিকবার ধর্ষণ এবং সেই ধর্ষণের দৃশ্য গোপনে মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সুলাইমান মুন্সি (২৬) নামে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ রোববার (৬ জুলাই) বিকেলে তাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায় পুলিশ।
সুলাইমান মুন্সি শরীয়তপুর সদর উপজেলার কাশাভোগ গ্রামের মোতালেব মুন্সির ছেলে। তার স্ত্রী ও এক ছেলে রয়েছে।
সুলাইমান পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ক্যাম্পে সিপাহী পদে কর্মরত বলে জানান পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন।
মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, শরীয়তপুর সদর উপজেলার মেয়ে ও একটি কলেজের অনার্স ৪র্থ বর্ষের ছাত্রীর সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন সুলাইমান মুন্সি।
প্রেমের সম্পর্কের জের ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে বিভিন্ন জায়গায় নিয়ে একাধিকবার ধর্ষণ করে সুলাইমান। গত ২৮ জুন বিকেল পৌনে ৫টার দিকে শরীয়তপুর জেলা শহরের হোটেল মেরিডিয়ান এর ৫ম তলায় রুম ভাড়া নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে সুলাইমান।
ধর্ষণের সময় কৌশলে অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে সুলাইমান। একপর্যায়ে ওই ছাত্রী জানতে পারে সুলাইমান বিবাহিত এবং তার একটি পুত্র সন্তান আছে।
পরে ওই ছাত্রী তাকে বিয়ের চাপ দিলে সে টালবাহানা করে এবং একপর্যায়ে বিয়ে করতে অস্বীকৃতি জানায়।
এরপরেও সুলাইমান ওই ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক বজায় রাখতে চাপ প্রয়োগ করে। এতে ওই ছাত্রী রাজী না হওয়ায় তার ওপর ক্ষিপ্ত হয় সুলাইমান।
পরবর্তীতে পরিবার ওই ছাত্রীর অন্যত্র বিয়ে ঠিক করে। আজ রোববার (৬ জুলাই) ছিল ওই ছাত্রীর বিয়ের অনুষ্ঠানের দিন।
সুলাইমান এ খবর জানতে পেরে সামাজিক যোগযোগ মাধ্যম ব্যবহার করে ওই ছাত্রীর আত্মীয় স্বজনসহ বিভিন্ন ব্যক্তির নিকট উক্ত অশ্লীল ছবি ও ভিডিও ছড়িয়ে দেয়। এতে ওই ছাত্রী ও তার পরিবারের মান সম্মান ক্ষুণ্ন হয় এবং বিয়ে ভেঙে যায়।
আজ সকালে সুলাইমান ওই ছাত্রীর বাড়ি গিয়ে বিভিন্ন লোকজনকে অশ্লীল ছবি ও ভিডিও দেখাতে থাকে। এ সময় এলাকাবাসী তাকে ধরে বেঁধে রাখে এবং পুলিশে খবর দেয়। খবর পেয়ে পালং মডেল থানা পুলিশ সুলাইমানকে আটক করে থানায় নিয়ে আসে।
পরে ওই ছাত্রী বাদী হয়ে পালং মডেল থানায় সুলাইমনের বলে বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা করলে বিকেলে সুলাইমানকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় পুলিশ।
এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় আজ এক বিজিবি সদস্যকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।
শরীয়তপুরে এক কলেজছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে একাধিকবার ধর্ষণ এবং সেই ধর্ষণের দৃশ্য গোপনে মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সুলাইমান মুন্সি (২৬) নামে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ রোববার (৬ জুলাই) বিকেলে তাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায় পুলিশ।
সুলাইমান মুন্সি শরীয়তপুর সদর উপজেলার কাশাভোগ গ্রামের মোতালেব মুন্সির ছেলে। তার স্ত্রী ও এক ছেলে রয়েছে।
সুলাইমান পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ক্যাম্পে সিপাহী পদে কর্মরত বলে জানান পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন।
মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, শরীয়তপুর সদর উপজেলার মেয়ে ও একটি কলেজের অনার্স ৪র্থ বর্ষের ছাত্রীর সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন সুলাইমান মুন্সি।
প্রেমের সম্পর্কের জের ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে বিভিন্ন জায়গায় নিয়ে একাধিকবার ধর্ষণ করে সুলাইমান। গত ২৮ জুন বিকেল পৌনে ৫টার দিকে শরীয়তপুর জেলা শহরের হোটেল মেরিডিয়ান এর ৫ম তলায় রুম ভাড়া নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে সুলাইমান।
ধর্ষণের সময় কৌশলে অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে সুলাইমান। একপর্যায়ে ওই ছাত্রী জানতে পারে সুলাইমান বিবাহিত এবং তার একটি পুত্র সন্তান আছে।
পরে ওই ছাত্রী তাকে বিয়ের চাপ দিলে সে টালবাহানা করে এবং একপর্যায়ে বিয়ে করতে অস্বীকৃতি জানায়।
এরপরেও সুলাইমান ওই ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক বজায় রাখতে চাপ প্রয়োগ করে। এতে ওই ছাত্রী রাজী না হওয়ায় তার ওপর ক্ষিপ্ত হয় সুলাইমান।
পরবর্তীতে পরিবার ওই ছাত্রীর অন্যত্র বিয়ে ঠিক করে। আজ রোববার (৬ জুলাই) ছিল ওই ছাত্রীর বিয়ের অনুষ্ঠানের দিন।
সুলাইমান এ খবর জানতে পেরে সামাজিক যোগযোগ মাধ্যম ব্যবহার করে ওই ছাত্রীর আত্মীয় স্বজনসহ বিভিন্ন ব্যক্তির নিকট উক্ত অশ্লীল ছবি ও ভিডিও ছড়িয়ে দেয়। এতে ওই ছাত্রী ও তার পরিবারের মান সম্মান ক্ষুণ্ন হয় এবং বিয়ে ভেঙে যায়।
আজ সকালে সুলাইমান ওই ছাত্রীর বাড়ি গিয়ে বিভিন্ন লোকজনকে অশ্লীল ছবি ও ভিডিও দেখাতে থাকে। এ সময় এলাকাবাসী তাকে ধরে বেঁধে রাখে এবং পুলিশে খবর দেয়। খবর পেয়ে পালং মডেল থানা পুলিশ সুলাইমানকে আটক করে থানায় নিয়ে আসে।
পরে ওই ছাত্রী বাদী হয়ে পালং মডেল থানায় সুলাইমনের বলে বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা করলে বিকেলে সুলাইমানকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় পুলিশ।
এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় আজ এক বিজিবি সদস্যকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় একই সঙ্গে গলায় রশি পেঁচিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীসহ স্বামী আত্মহত্যা করেছেন। গতকাল সোমবার রাতে উপজেলার গোতামারী ইউনিয়নের কুমার পাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। মৃতরা হলেন উপজেলার গোতামারী ইউনিয়নের কুমার পাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে...
৮ মিনিট আগেসোমবার মধ্যরাতে নারিকেলবাগ এলাকায় মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ছয়জন আহত হয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। বাকি চারজনের চিকিৎসা চলছে।
৩১ মিনিট আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে গতকাল সোমবার প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে কেন্দ্রীয় সংসদে দুজন সহসভাপতি (ভিপি), একজন সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থীসহ বাদ পড়েছেন ১৯ প্রার্থী। অন্যদিকে হল সংসদ নির্বাচনে কোনো
৬ ঘণ্টা আগেবেতন-ভাতা বাড়ানোর দাবিতে পশ্চিমাঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজার রুটে চলাচলকারী বেশ কিছু পরিবহনশ্রমিকেরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। ফলে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ থেকে বেশির ভাগ পরিবহনের দূরপাল্লার বাস চলছে না।
৭ ঘণ্টা আগে