Ajker Patrika

দুই সন্তানসহ বিষপান, গৃহবধূর মৃত্যু

প্রতিনিধি, শরীয়তপুর
দুই সন্তানসহ বিষপান, গৃহবধূর মৃত্যু

শরীয়তপুরে দুই সন্তানসহ বিষপান করেছেন সুমাইয়া বেগম (২৫) নামে এক গৃহবধু। এ ঘটনায় সুমাইয়ার মৃত্যু হলেও দুই শিশু সন্তানের অবস্থা আশঙ্কাজনক।

আজ রোববার দুপুরে মেয়ে হালিমা আক্তার (৪) ও ছেলে আবু হেরাকে (২) বিষপান করিয়ে নিজেও পান করেন সুমাইয়া বেগম।

স্থানীয় সূত্র জানায়, জেলার গোসাইরহাট উপজেলার দাসের জঙ্গল গ্রামের ভ্যানচালক সাইফুল ইসলাম হাওলাদারের সাথে সুমাইয়া বেগমের দাম্পত্য কলহ চলছিল। আজ দুপুরে তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসে। এরপর তাদের প্রথমে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে শরীয়তপুর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুমাইয়া বেগমকে মৃত ঘোষণা করেন। দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক।

শরীয়তপুর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুনীর আহমদ খান বলেন, মায়ের মৃত্যু হলেও দুই শিশু এখনও বেঁচে আছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

সুমাইয়ার স্বামী সাইফুল ইসলাম বলেন, দুই দিন আগে স্ত্রীর সঙ্গে আমার ঝগড়া হয়। প্রতিদিনের মতো সকালে কাজের সন্ধানে বের হয়ে গিয়েছিলাম। দুপুরে শুনতে পাই সুমাইয়া দুই সন্তানকে নিয়ে বিষপান করেছে।

গোসাইরহাট থানার ওসি মোল্লা সোয়েব আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণেই সুমাইয়া তার দুই সন্তানকে বিষাক্ত কিছু সেবন করিয়ে নিজেও আত্মহত্যা করেছেন। এখনও কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বেসরকারি স্কুল-কলেজে কর্মচারী নিয়োগের কর্তৃত্ব হারাল পরিচালনা পর্ষদ

৪ দিন ধরে পুলিশ ফাঁড়িতে আটক যুবকের মৃত্যু, ইনচার্জ গ্রেপ্তার

খাগড়াছড়ি সহিংসতা: ‘ভুয়া ধর্ষণ’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন হান্নান মাসউদ

টিকটকে পরিচয়, মোবাইল উপহার দিতে ডেকে দলবদ্ধ ধর্ষণ

বিসিবিতে কাজ করতে আগ্রহী ওয়াসিম আকরাম, তবে...

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত