Ajker Patrika

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় শরীয়তপুরে ২৬ জেলে আটক

শরীয়তপুর প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ১০: ৫৩
শরীয়তপুর জেলার নড়িয়া ও জাজিরা উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে ২৬ জন জেলেকে ৪টি নৌকাসহ আটক করা হয়। ছবি: সংগৃহীত
শরীয়তপুর জেলার নড়িয়া ও জাজিরা উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে ২৬ জন জেলেকে ৪টি নৌকাসহ আটক করা হয়। ছবি: সংগৃহীত

নিষেধাজ্ঞা অমান্য করে শরীয়তপুরের পদ্মা নদীতে ইলিশ শিকারের অপরাধে ২৬ জেলেকে আটক করা হয়েছে। এ ছাড়া চারটি মাছ ধরার নৌকা ও ২ লাখ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।

গতকাল বুধবার বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শরীয়তপুর জেলার নড়িয়া ও জাজিরা উপজেলার পদ্মা নদীতে চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমানের নেতৃত্বে মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ ছাড়া অভিযানে অংশ নেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া বিনতে সোলাইমান, জেলা মৎস্য কর্মকর্তা মো. হাদিউজ্জামান, চাঁদপুর নৌ অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহম্মেদ, সুরেশ্বর ও মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ অন্য কর্মকর্তারা।

জেলা মৎস্য কর্মকর্তা মো. হাদিউজ্জামান বলেন, বুধবার বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শরীয়তপুর জেলার নড়িয়া ও জাজিরা উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে মোট ২৬ জন জেলেকে চারটি নৌকাসহ আটক করা হয়। এদের মধ্যে ১১ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। বাকি ১৫ জনের বিরুদ্ধে নড়িয়া ও জাজিরা থানায় মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নিয়ে বিএনপি নেতার বিতর্কিত মন্তব্য

শিশুকে হত্যা করে সেপটিক ট্যাংকে ফেলে রাখেন স্কুলশিক্ষক চাচি: পুলিশ

হাজি সেলিমের আজিমপুরের বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, ৬টি বিলাসবহুল গাড়ি উদ্ধার

গ্যালারিতে বসে দেখার দিন শেষ, আমরা এখন নিজে খেলব: প্রধান উপদেষ্টা

সহকারী অ্যাটর্নি জেনারেলের ওপর হামলার ঘটনায় মামলা, যুবদল নেতা গ্রেপ্তার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত