প্রতিনিধি (শরিয়তপুর) ডামুড্যা
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে শরিয়তপুরের ডামুড্যা উপজেলার ৬০ জন ভিক্ষুককে নতুন জুতা উপহার দিলেন এক ব্যাক্তি। ভিক্ষুকদের জুতা উপহার দেওয়া ব্যাক্তির নাম খালেদ রহমান সিকদার। তার বাড়ি ডামুড্যা উপজেলায়।
আজ সোমবার সকালে ডামুড্যা বাজারে ভিক্ষা করতে আসা ৬০ জন ভিক্ষুকের মাঝে খালেদ রহমান সিকদারের পক্ষ থেকে তাদের নতুন জুতা তুলে দেওয়া হয়।
ডামুড্যা বাজারে ভিক্ষা করতে আসা ভিক্ষুকদের বেশির ভাগেরই পায়ে জুতা থাকে না, তাঁরা এক প্রকার খালি পায়ে হেঁটে হেঁট ভিক্ষা করে বেড়ায়। তাছাড়া এ সকল ভিক্ষুকেরা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে টাকা, চাল, পুরোনো কাপড় ইত্যাদি পেয়ে থাকে। কিন্তু কেউ তাদেরকে নতুন জুতা দেয় না। এ বিষটি খালেদ রহমান সিকদার মনে দাগ কাটে তাই তাদেরকে নতুন জুতা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
সেভ দ্যা কমিউনিটি বিডির সভাপতি ডা. নূরুল ইসলাম খোকন সিকদার বলেন, ‘ঈদুল ফিতরকে সামনে রেখে ভিক্ষুকদের মাঝে জুতা উপহারের ঘটনা আমার দেখা মতে এই প্রথম। আমি খালেদ রহমান সিকদারের এ ব্যতিক্রমধর্মী কার্যক্রমকে স্বাগত জানাই।’
ভিক্ষুক হনুফা রাঁনী বলেন, ‘আমগোরে হগলতেই খালি ফুরান জিনিস দেয়। জীবনে কোন দিনও নতুন জুতা কিনিয়া ফরতে পারি নাই, সব সময় মানুষের বাড়ির তনে ছিড়া জুতা, সেন্ডেল আনিয়া হিলায়া ঠিক কইরা হেরফর পায়ে দেই। জীবনে এই পথম কেউ আমারে ঈদে নতুন জুতা দিল। দোয়া করি আল্লায় হেরে বাছায়া রাখুক।’
মুঠোফোনে কথা হয় খালেদ রহমান সিকদারের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রমাদান মাসে গরীব দুঃখির মাঝে উপহার বিতরণের প্রশান্তিই আলাদা। তাছাড়া আমি সব সময় চেষ্টা করি মানুষের জন্য একটু ব্যতিক্রম কিছু করতে। এরই ধারাবাহিকতায় এই ঈদে ভিক্ষুকদের জন্য আমার এ ক্ষুদ্র আয়োজন।’
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে শরিয়তপুরের ডামুড্যা উপজেলার ৬০ জন ভিক্ষুককে নতুন জুতা উপহার দিলেন এক ব্যাক্তি। ভিক্ষুকদের জুতা উপহার দেওয়া ব্যাক্তির নাম খালেদ রহমান সিকদার। তার বাড়ি ডামুড্যা উপজেলায়।
আজ সোমবার সকালে ডামুড্যা বাজারে ভিক্ষা করতে আসা ৬০ জন ভিক্ষুকের মাঝে খালেদ রহমান সিকদারের পক্ষ থেকে তাদের নতুন জুতা তুলে দেওয়া হয়।
ডামুড্যা বাজারে ভিক্ষা করতে আসা ভিক্ষুকদের বেশির ভাগেরই পায়ে জুতা থাকে না, তাঁরা এক প্রকার খালি পায়ে হেঁটে হেঁট ভিক্ষা করে বেড়ায়। তাছাড়া এ সকল ভিক্ষুকেরা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে টাকা, চাল, পুরোনো কাপড় ইত্যাদি পেয়ে থাকে। কিন্তু কেউ তাদেরকে নতুন জুতা দেয় না। এ বিষটি খালেদ রহমান সিকদার মনে দাগ কাটে তাই তাদেরকে নতুন জুতা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
সেভ দ্যা কমিউনিটি বিডির সভাপতি ডা. নূরুল ইসলাম খোকন সিকদার বলেন, ‘ঈদুল ফিতরকে সামনে রেখে ভিক্ষুকদের মাঝে জুতা উপহারের ঘটনা আমার দেখা মতে এই প্রথম। আমি খালেদ রহমান সিকদারের এ ব্যতিক্রমধর্মী কার্যক্রমকে স্বাগত জানাই।’
ভিক্ষুক হনুফা রাঁনী বলেন, ‘আমগোরে হগলতেই খালি ফুরান জিনিস দেয়। জীবনে কোন দিনও নতুন জুতা কিনিয়া ফরতে পারি নাই, সব সময় মানুষের বাড়ির তনে ছিড়া জুতা, সেন্ডেল আনিয়া হিলায়া ঠিক কইরা হেরফর পায়ে দেই। জীবনে এই পথম কেউ আমারে ঈদে নতুন জুতা দিল। দোয়া করি আল্লায় হেরে বাছায়া রাখুক।’
মুঠোফোনে কথা হয় খালেদ রহমান সিকদারের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রমাদান মাসে গরীব দুঃখির মাঝে উপহার বিতরণের প্রশান্তিই আলাদা। তাছাড়া আমি সব সময় চেষ্টা করি মানুষের জন্য একটু ব্যতিক্রম কিছু করতে। এরই ধারাবাহিকতায় এই ঈদে ভিক্ষুকদের জন্য আমার এ ক্ষুদ্র আয়োজন।’
মাদারীপুর জেলার শিবচরে বৃদ্ধা রানু বেগমকে হত্যার ঘটনায় রাসেল মাহমুদ সবুজ (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে শিবচর উপজেলার পাঁচ্চর চর কান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
২ মিনিট আগেফরিদপুরে কুমার নদে গোসলে নেমে ডুবে যাওয়ার ২০ ঘন্টা পর শিশু সোয়াদের (৭) লাশ ভেসে ওঠেছে। আজ শুক্রবার সকালে লাশটি ভাসতে দেখে উদ্ধার করেন স্থানীয়রা।
২ ঘণ্টা আগেনীলফামারীতে কালী মন্দিরের চারটি প্রতিমা ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার সংগলশী ইউনিয়নের সুবর্ণখুলী গ্রামের ডারার পার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এরফান আলী (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
২ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে জেলা স্টেডিয়ামের পাশে রাশেদা বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে বটি দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার ভোরে এই হত্যাকাণ্ড ঘটে। এ হত্যার ঘটনায় ইমন হোসেন নামে এক যুবককে আটক করা হয়েছে।
৩ ঘণ্টা আগে