শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে সড়ক কার্পেটিংয়ের সময় বিটুমিনের ড্রাম বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার কালিকাপুর এলাকায় তালতালা-খেয়াঘাট সংযোগ সড়কে বিটুমিন ও ডিজেলের মিশ্রণকালে এ বিস্ফোরণ ঘটে।
আহতরা হলেন—রঘুনাথপুরের নাজমুল (২৩), গণপতির বদরুজ্জামান (৩৫), পাইকাড়ার রেহাউল (৩৩), জাহিদ (৩৫) ও রহিমপুরের আবুল হোসেন (৪৫) এবং মোনাজাত (৫৫)। আহতদের মধ্যে চারজনকে তাৎক্ষণিক খুলনা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত বদরুজ্জামানসহ অন্য শ্রমিকেরা জানান, কলারোয়ার আহমদ ট্রেডার্সের পক্ষে তাঁরা কালিকাপুর তালতলা-খেয়াঘাট সংযোগ সড়কে কার্পেটিংয়ের কাজ করছিলেন। মঙ্গলবার নির্মাণাধীন উক্ত সড়কে ‘প্রাইম কোটের’ কাজ শুরু করেন তাঁরা। বিকেল ৪টার দিকে প্রায় ১০০ ডিগ্রি তাপমাত্রায় বিটুমিনের সঙ্গে ডিজেল মেশানোর সময় বড় বিস্ফোরণে বয়লারে আগুন লেগে যায়। এ সময় সেখানে উপস্থিত ১০-১২ জন শ্রমিক আহত হন। তাঁদের মধ্যে ছয়জন মারাত্মকভাবে দগ্ধ হন। ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন স্থানীয়দের সহায়তায় তাঁদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তা বদরুল ইসলাম জানান, প্রাইম কোটিংয়ের জন্য জ্বলন্ত বিটুমিনের সঙ্গে ডিজেল মেশাতে হয়। জ্বলন্ত বিটুমিনের সঙ্গে ডিজেল মেশানোর সময় আকস্মিক বয়লার বিস্ফোরণে শ্রমিকেরা দগ্ধ হয়েছেন।
বদরুল ইসলাম আরও বলেন, ‘আমরা ধারণা করছি, ডিজেলের পরিবর্তে দোকানদার ভুলবশত শ্রমিকদের পেট্রল দিয়েছিল। যার কারণে প্রচণ্ড তাপের মধ্যে জ্বলন্ত বিটুমিনের সঙ্গে পেট্রলের মিশ্রণের ফলেই বিস্ফোরণ ঘটেছে।’ আহতদের মধ্যে দুজনের অবস্থায় আশঙ্কাজনক বলেও তিনি জানিয়েছেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত সহকারী মেডিকেল অফিসার শাকির হোসেন জানান, দগ্ধদের মধ্যে রেজাউল এবং মোনাজাতের মুখ-মণ্ডলসহ বুক ও পেটের নিচের অংশের প্রায় ৬০ ও ২৫ ভাগ পুড়ে গেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওই দুজনসহ মোট চারজনকে উন্নত চিকিৎসার প্রয়োজনে জরুরি ভিত্তিতে খুলনা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সাতক্ষীরার শ্যামনগরে সড়ক কার্পেটিংয়ের সময় বিটুমিনের ড্রাম বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার কালিকাপুর এলাকায় তালতালা-খেয়াঘাট সংযোগ সড়কে বিটুমিন ও ডিজেলের মিশ্রণকালে এ বিস্ফোরণ ঘটে।
আহতরা হলেন—রঘুনাথপুরের নাজমুল (২৩), গণপতির বদরুজ্জামান (৩৫), পাইকাড়ার রেহাউল (৩৩), জাহিদ (৩৫) ও রহিমপুরের আবুল হোসেন (৪৫) এবং মোনাজাত (৫৫)। আহতদের মধ্যে চারজনকে তাৎক্ষণিক খুলনা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত বদরুজ্জামানসহ অন্য শ্রমিকেরা জানান, কলারোয়ার আহমদ ট্রেডার্সের পক্ষে তাঁরা কালিকাপুর তালতলা-খেয়াঘাট সংযোগ সড়কে কার্পেটিংয়ের কাজ করছিলেন। মঙ্গলবার নির্মাণাধীন উক্ত সড়কে ‘প্রাইম কোটের’ কাজ শুরু করেন তাঁরা। বিকেল ৪টার দিকে প্রায় ১০০ ডিগ্রি তাপমাত্রায় বিটুমিনের সঙ্গে ডিজেল মেশানোর সময় বড় বিস্ফোরণে বয়লারে আগুন লেগে যায়। এ সময় সেখানে উপস্থিত ১০-১২ জন শ্রমিক আহত হন। তাঁদের মধ্যে ছয়জন মারাত্মকভাবে দগ্ধ হন। ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন স্থানীয়দের সহায়তায় তাঁদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তা বদরুল ইসলাম জানান, প্রাইম কোটিংয়ের জন্য জ্বলন্ত বিটুমিনের সঙ্গে ডিজেল মেশাতে হয়। জ্বলন্ত বিটুমিনের সঙ্গে ডিজেল মেশানোর সময় আকস্মিক বয়লার বিস্ফোরণে শ্রমিকেরা দগ্ধ হয়েছেন।
বদরুল ইসলাম আরও বলেন, ‘আমরা ধারণা করছি, ডিজেলের পরিবর্তে দোকানদার ভুলবশত শ্রমিকদের পেট্রল দিয়েছিল। যার কারণে প্রচণ্ড তাপের মধ্যে জ্বলন্ত বিটুমিনের সঙ্গে পেট্রলের মিশ্রণের ফলেই বিস্ফোরণ ঘটেছে।’ আহতদের মধ্যে দুজনের অবস্থায় আশঙ্কাজনক বলেও তিনি জানিয়েছেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত সহকারী মেডিকেল অফিসার শাকির হোসেন জানান, দগ্ধদের মধ্যে রেজাউল এবং মোনাজাতের মুখ-মণ্ডলসহ বুক ও পেটের নিচের অংশের প্রায় ৬০ ও ২৫ ভাগ পুড়ে গেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওই দুজনসহ মোট চারজনকে উন্নত চিকিৎসার প্রয়োজনে জরুরি ভিত্তিতে খুলনা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম নগরের বাকলিয়াতে সাজন মিয়া (৪৭) নামের এক গ্যারেজের মালিককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ বলছে, পূর্বশত্রুতার জেরে এক দফা মারামারির পর দলবল নিয়ে সাজন মিয়ার গ্যারেজে হামলা চালান আসামি বায়েজিদ। তিনি নিজেই সাজন মিয়াকে ছুরিকাঘাত করেন।
৭ মিনিট আগেরাজশাহীর মোল্লাপাড়ার মালপাহাড়িয়া সম্প্রদায়ের পরিবারের সদস্যদের আশ্বস্ত করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, ‘তাঁদের কেউ উচ্ছেদ করতে পারবে না।’ যাঁরা এই জমি দখলের চেষ্টা করছেন, তাঁদের ‘লালঘরে’ যাওয়ার জন্য প্রস্তুত থাকার কথা বলেছেন তিনি। আজ সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায়...
১৭ মিনিট আগেপূর্ব সুন্দরবনের আলোরকোল এলাকায় অবৈধভাবে মাছ ধরায় একটি ট্রলারসহ তিন জেলেকে আটক করেছেন বনরক্ষীরা। জব্দ করা হয়েছে ইলিশসহ মাছ ধরার জাল। আজ সোমবার সকালে এই অভিযান চালানো হয়।
৩৬ মিনিট আগেগ্রাহকের দেড় শ কোটি টাকা আত্মসাতের অভিযোগে হবিগঞ্জের মাধবপুরে নিশান নামের একটি এনজিওর প্রধান নির্বাহীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার উপজেলার তেলিয়াপাড়া ওই সংস্থার অফিস থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩৮ মিনিট আগে