কুড়িগ্রাম প্রতিনিধি
গতকাল বৃহস্পতিবার সকালে গরু নিয়ে কুড়িগ্রামের ধরলা নদীর পূর্ব পাড়ে গিয়েছিলেন আজগর আলী (৬০)। সন্ধ্যার আগেই আজগরের সঙ্গে থাকা সেই গরু চেনা পথ ধরে নদী পার হয়ে বাড়িতে ফিরলেও এখনো নিখোঁজ তিনি। এদিকে নিখোঁজ আজগর আলীর স্বজনদের আশঙ্কা অনুযায়ী জিজ্ঞাসাবাদের জন্য দুজন নারীকে থানায় নিয়েছে কুড়িগ্রাম সদর থানার পুলিশ।
আজ শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ দল অনুসন্ধান চালালেও খোঁজ মেলেনি আজগর আলীর। স্বজন ও স্থানীয়দের আশঙ্কা, গরু নিয়ে ফেরার পথে নদীতে নিখোঁজ হয়ে থাকতে পারেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার।
নিখোঁজ আজগরের বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নওয়াবশ গ্রামে।
আজগর আলীর প্রতিবেশী কবীর হোসেন বলছেন, ‘বৃহস্পতিবার ধরলার চরে গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যাওয়ার পর সন্ধ্যার আগে গরুগুলো বাড়িতে ফিরেছে, কিন্তু আজগর ফেরেননি। তাঁর স্ত্রী-সন্তানেরা উদ্বিগ্ন হয়ে আছে। তিনি নদীতে পরে গেছেন, নাকি কেউ তাঁর কোনো ক্ষতি করেছে সেটা নিশ্চিত হতে পারছে না তাঁর পরিবার।’
স্থানীয় বাসিন্দা আজিজ বলেন, ‘নদীতে পানি কম, স্রোতও নেই। গরু পারাপারের সময় ভেসে যাওয়ার সম্ভাবনা কম। অন্য কোনো ঘটনা থাকতে পারে।’
এদিকে পরিবারের বরাতে একই আশঙ্কার কথা জানিয়ে ওসি খান মো. শাহরিয়ার বলেন, ‘তাঁর খোঁজে নদী ও আশপাশের চরগুলোতে অনুসন্ধান চলছে। তাঁর সঙ্গে আরও দু-তিনজন ছিল বলে শোনা যাচ্ছে। তাঁর স্বজনদের আশঙ্কা বিবেচনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে থানায় নেওয়া হয়েছে। আজগরের খোঁজে অনুসন্ধানের পাশাপাশি পুলিশ গুরুত্বের সঙ্গে বিষয়টি তদন্ত করছে।’
গতকাল বৃহস্পতিবার সকালে গরু নিয়ে কুড়িগ্রামের ধরলা নদীর পূর্ব পাড়ে গিয়েছিলেন আজগর আলী (৬০)। সন্ধ্যার আগেই আজগরের সঙ্গে থাকা সেই গরু চেনা পথ ধরে নদী পার হয়ে বাড়িতে ফিরলেও এখনো নিখোঁজ তিনি। এদিকে নিখোঁজ আজগর আলীর স্বজনদের আশঙ্কা অনুযায়ী জিজ্ঞাসাবাদের জন্য দুজন নারীকে থানায় নিয়েছে কুড়িগ্রাম সদর থানার পুলিশ।
আজ শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ দল অনুসন্ধান চালালেও খোঁজ মেলেনি আজগর আলীর। স্বজন ও স্থানীয়দের আশঙ্কা, গরু নিয়ে ফেরার পথে নদীতে নিখোঁজ হয়ে থাকতে পারেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার।
নিখোঁজ আজগরের বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নওয়াবশ গ্রামে।
আজগর আলীর প্রতিবেশী কবীর হোসেন বলছেন, ‘বৃহস্পতিবার ধরলার চরে গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যাওয়ার পর সন্ধ্যার আগে গরুগুলো বাড়িতে ফিরেছে, কিন্তু আজগর ফেরেননি। তাঁর স্ত্রী-সন্তানেরা উদ্বিগ্ন হয়ে আছে। তিনি নদীতে পরে গেছেন, নাকি কেউ তাঁর কোনো ক্ষতি করেছে সেটা নিশ্চিত হতে পারছে না তাঁর পরিবার।’
স্থানীয় বাসিন্দা আজিজ বলেন, ‘নদীতে পানি কম, স্রোতও নেই। গরু পারাপারের সময় ভেসে যাওয়ার সম্ভাবনা কম। অন্য কোনো ঘটনা থাকতে পারে।’
এদিকে পরিবারের বরাতে একই আশঙ্কার কথা জানিয়ে ওসি খান মো. শাহরিয়ার বলেন, ‘তাঁর খোঁজে নদী ও আশপাশের চরগুলোতে অনুসন্ধান চলছে। তাঁর সঙ্গে আরও দু-তিনজন ছিল বলে শোনা যাচ্ছে। তাঁর স্বজনদের আশঙ্কা বিবেচনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে থানায় নেওয়া হয়েছে। আজগরের খোঁজে অনুসন্ধানের পাশাপাশি পুলিশ গুরুত্বের সঙ্গে বিষয়টি তদন্ত করছে।’
মুন্সিগঞ্জের সিরাজদিখান ও শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ছয়টি ফুটওভার ব্রিজ বা পদচারী-সেতু সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে যায়। রাতে যাতায়াতের জন্য সেতুগুলোতে নেই কোনো বাতির ব্যবস্থা। ফলে আঁধারের মধ্যেই সেখান দিয়ে এক্সপ্রেসওয়ের এক পাশ থেকে অপর পাশে যেতে হচ্ছে পথচারীদের।
৭ মিনিট আগেভাঙন রোধে করা হয়েছিল নদী খনন; কিন্তু সেটাই এখন নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা নদীর তীরের মানুষের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। খননের পর নদীগর্ভে বিলীন হয়েছে উপজেলার তিনটি ইউনিয়নের মানুষের বসতভিটা, কৃষিজমি, বাঁধ, সড়ক ও সরকারি অবকাঠামো।
১৩ মিনিট আগেঅত্যন্ত ব্যয়বহুল ও সুরক্ষিত ‘চট্টগ্রাম হতে ঢাকা পর্যন্ত পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন প্রকল্পে’র (সিডিপিএল) কুমিল্লা ডিপোর দুটি ট্যাংকে পানি ঢুকে পড়েছে। এতে আলোড়ন সৃষ্টি হয় জ্বালানি খাতে।
২ ঘণ্টা আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে প্রক্টর ও রেজিস্ট্রারের অব্যাহতি চেয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রদল। এদিকে নির্বাচনী কমিটিতে না থেকেও অব্যাহতির বিষয়ে ছাত্রদলের এমন বক্তব্য মানহানিকর দাবি করে
৩ ঘণ্টা আগে