Ajker Patrika

গরু ফিরেছে, আজগর ফেরেননি 

কুড়িগ্রাম প্রতিনিধি
আপডেট : ০১ এপ্রিল ২০২২, ২০: ১৪
গরু ফিরেছে, আজগর ফেরেননি 

গতকাল বৃহস্পতিবার সকালে গরু নিয়ে কুড়িগ্রামের ধরলা নদীর পূর্ব পাড়ে গিয়েছিলেন আজগর আলী (৬০)। সন্ধ্যার আগেই আজগরের সঙ্গে থাকা সেই গরু চেনা পথ ধরে নদী পার হয়ে বাড়িতে ফিরলেও এখনো নিখোঁজ তিনি। এদিকে নিখোঁজ আজগর আলীর স্বজনদের আশঙ্কা অনুযায়ী জিজ্ঞাসাবাদের জন্য দুজন নারীকে থানায় নিয়েছে কুড়িগ্রাম সদর থানার পুলিশ। 

আজ শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ দল অনুসন্ধান চালালেও খোঁজ মেলেনি আজগর আলীর। স্বজন ও স্থানীয়দের আশঙ্কা, গরু নিয়ে ফেরার পথে নদীতে নিখোঁজ হয়ে থাকতে পারেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার। 

নিখোঁজ আজগরের বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নওয়াবশ গ্রামে। 

আজগর আলীর প্রতিবেশী কবীর হোসেন বলছেন, ‘বৃহস্পতিবার ধরলার চরে গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যাওয়ার পর সন্ধ্যার আগে গরুগুলো বাড়িতে ফিরেছে, কিন্তু আজগর ফেরেননি। তাঁর স্ত্রী-সন্তানেরা উদ্বিগ্ন হয়ে আছে। তিনি নদীতে পরে গেছেন, নাকি কেউ তাঁর কোনো ক্ষতি করেছে সেটা নিশ্চিত হতে পারছে না তাঁর পরিবার।’ 

স্থানীয় বাসিন্দা আজিজ বলেন, ‘নদীতে পানি কম, স্রোতও নেই। গরু পারাপারের সময় ভেসে যাওয়ার সম্ভাবনা কম। অন্য কোনো ঘটনা থাকতে পারে।’ 

এদিকে পরিবারের বরাতে একই আশঙ্কার কথা জানিয়ে ওসি খান মো. শাহরিয়ার বলেন, ‘তাঁর খোঁজে নদী ও আশপাশের চরগুলোতে অনুসন্ধান চলছে। তাঁর সঙ্গে আরও দু-তিনজন ছিল বলে শোনা যাচ্ছে। তাঁর স্বজনদের আশঙ্কা বিবেচনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে থানায় নেওয়া হয়েছে। আজগরের খোঁজে অনুসন্ধানের পাশাপাশি পুলিশ গুরুত্বের সঙ্গে বিষয়টি তদন্ত করছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত