পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দুটি উপস্বাস্থ্যকেন্দ্র এবং আটটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক সংকটের কারণে স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। উপজেলা হাসপাতালটিতে জুনিয়র কনসালটেন্ট, সহকারী সার্জন, আরএমও ও মেডিকেল অফিসারের বেশ কয়েকটি পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় সিজারিয়ানসহ বিভিন্ন চিকিৎসা কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে। এই পরিস্থিতির সুযোগ নিচ্ছে স্থানীয় কয়েকটি বেসরকারি ক্লিনিক।
জানা যায়, ৫০ শয্যার পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের জন্য মোট ৩২টি পদ অনুমোদিত। এর মধ্যে ২৭টি পদ দীর্ঘদিন ধরে শূন্য পড়ে আছে।
শূন্য পদগুলোর মধ্যে রয়েছে—জুনিয়র কনসালটেন্ট (সার্জারি, মেডিসিন, গাইনি, অ্যানেসথেসিয়া, অর্থোপেডিকস, কার্ডিওলজি, চক্ষু, ইএনটি, চর্ম ও যৌন–প্রতিটি একটি করে)
জুনিয়র কনসালটেন্ট (শিশু–২টি), সহকারী সার্জন–১০টি, মেডিকেল অফিসার–৫টি, আরএমও–১টি।
এ ছাড়া সহকারী সার্জন তানজিলা খাতুন বর্তমানে মাতৃত্বকালীন ছুটিতে আছেন। বর্তমানে সহকারী সার্জন আব্দুর রহমান সোহান নিজ দায়িত্বের পাশাপাশি আরএমওর দায়িত্বও পালন করছেন। সহকারী সার্জন (ডেন্টাল) পিয়াস বৈদ্য নিজের দায়িত্বের পাশাপাশি আউটডোরে চিকিৎসাসেবা দিচ্ছেন। সহকারী সার্জন শাম্মী সাফিনাজ জরুরি বিভাগ ও আউটডোরে রোগীদের সেবা দিতে গিয়ে চরম চাপের মুখে পড়ছেন।
এদিকে হাসপাতালের আলট্রাসনোগ্রাম মেশিন দীর্ঘদিন ধরে বিকল অবস্থায় আছে। এনালগ এক্স-রে মেশিনেও পরিষ্কার ছবি আসছে না। ফলে উপজেলার প্রায় চার লাখ মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। জরুরি বিভাগের দায়িত্ব সামলাতে সেকমো ও ফার্মাসিস্টরা পালাক্রমে দায়িত্ব পালন করছেন।
চিকিৎসক সংকটের বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল জব্বার বলেন, ‘শূন্যপদগুলো পূরণের জন্য লিখিতভাবে জানানো হয়েছে। ডাক্তার না থাকায় প্রশাসনিক কাজের পাশাপাশি আমাকে নিজেকেও রোগী দেখতে হচ্ছে।’
পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দুটি উপস্বাস্থ্যকেন্দ্র এবং আটটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক সংকটের কারণে স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। উপজেলা হাসপাতালটিতে জুনিয়র কনসালটেন্ট, সহকারী সার্জন, আরএমও ও মেডিকেল অফিসারের বেশ কয়েকটি পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় সিজারিয়ানসহ বিভিন্ন চিকিৎসা কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে। এই পরিস্থিতির সুযোগ নিচ্ছে স্থানীয় কয়েকটি বেসরকারি ক্লিনিক।
জানা যায়, ৫০ শয্যার পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের জন্য মোট ৩২টি পদ অনুমোদিত। এর মধ্যে ২৭টি পদ দীর্ঘদিন ধরে শূন্য পড়ে আছে।
শূন্য পদগুলোর মধ্যে রয়েছে—জুনিয়র কনসালটেন্ট (সার্জারি, মেডিসিন, গাইনি, অ্যানেসথেসিয়া, অর্থোপেডিকস, কার্ডিওলজি, চক্ষু, ইএনটি, চর্ম ও যৌন–প্রতিটি একটি করে)
জুনিয়র কনসালটেন্ট (শিশু–২টি), সহকারী সার্জন–১০টি, মেডিকেল অফিসার–৫টি, আরএমও–১টি।
এ ছাড়া সহকারী সার্জন তানজিলা খাতুন বর্তমানে মাতৃত্বকালীন ছুটিতে আছেন। বর্তমানে সহকারী সার্জন আব্দুর রহমান সোহান নিজ দায়িত্বের পাশাপাশি আরএমওর দায়িত্বও পালন করছেন। সহকারী সার্জন (ডেন্টাল) পিয়াস বৈদ্য নিজের দায়িত্বের পাশাপাশি আউটডোরে চিকিৎসাসেবা দিচ্ছেন। সহকারী সার্জন শাম্মী সাফিনাজ জরুরি বিভাগ ও আউটডোরে রোগীদের সেবা দিতে গিয়ে চরম চাপের মুখে পড়ছেন।
এদিকে হাসপাতালের আলট্রাসনোগ্রাম মেশিন দীর্ঘদিন ধরে বিকল অবস্থায় আছে। এনালগ এক্স-রে মেশিনেও পরিষ্কার ছবি আসছে না। ফলে উপজেলার প্রায় চার লাখ মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। জরুরি বিভাগের দায়িত্ব সামলাতে সেকমো ও ফার্মাসিস্টরা পালাক্রমে দায়িত্ব পালন করছেন।
চিকিৎসক সংকটের বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল জব্বার বলেন, ‘শূন্যপদগুলো পূরণের জন্য লিখিতভাবে জানানো হয়েছে। ডাক্তার না থাকায় প্রশাসনিক কাজের পাশাপাশি আমাকে নিজেকেও রোগী দেখতে হচ্ছে।’
আদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
৭ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
৭ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
১৪ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
১৬ মিনিট আগে