Ajker Patrika

দিনাজপুরের সাবেক এমপি রেজিনা ইসলাম মারা গেছেন

দিনাজপুর প্রতিনিধি
রেজিনা ইসলাম। ছবি: সংগৃহীত
রেজিনা ইসলাম। ছবি: সংগৃহীত

দিনাজপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজিনা ইসলাম (৭২) ইন্তেকাল করেছেন। আজ শুক্রবার ভোর ৬টার দিকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দিনাজপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরী তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে দিনাজপুর ফেরার পথে অসুস্থ হয়ে পড়লে রেজিনা ইসলামকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। সেখানে পরিস্থিতির অবনতি হলে দিনাজপুরে স্থানান্তর করা হয়। অ্যাম্বুলেন্সে করে দ্রুত দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল নেওয়া হয়। আজ ভোর ৬টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আজ বাদ আসর লালবাগ দাখিল মাদ্রাসা মাঠে তাঁর জানাজা হবে। জানাজা শেষে লালবাগ গোরস্থানে তাঁর লাশ দাফন করা হবে।

এদিকে রেজিনা ইসলামের মৃত্যুতে দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মাফজ্জল হোসেন দুলাল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তাঁরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত