রংপুর প্রতিনিধি
‘জুলাই গণ-অভ্যুত্থান’-এর বর্ষপূর্তিতে আগামী ৪ জুলাই রংপুর জিলা স্কুল মাঠে জনসভার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। চার দফা দাবি সামনে রেখে এই জনসভা আয়োজন করা হচ্ছে। এই উপলক্ষে শহর থেকে গ্রামাঞ্চলে মাইকিং চলছে, যা নগরজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
আজ বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে জনসভা আয়োজনের বিষয়টি জানান জামায়াতের রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘গত বছরের এই সময়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে সারা দেশে ফ্যাসিবাদবিরোধী গণজাগরণ গড়ে ওঠে। সেই আন্দোলনে শহীদ হন রংপুরের সন্তান আবু সাঈদ। তাঁর রক্তদানের মধ্য দিয়ে দেশের ছাত্ররাজনীতি নতুন মোড় নেয়।’
চার দফা দাবি হলো—২০২৪ সালের ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদসহ নিহত ব্যক্তিদের হত্যার বিচার, অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ ও রাজনৈতিক সংস্কার, উত্তরাঞ্চলের বহুদিনের দাবি ‘তিস্তা মহাপরিকল্পনা’ দ্রুত বাস্তবায়ন এবং বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গঠনের অঙ্গীকার।
আবদুল হালিম বলেন, ‘গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে এই সমাবেশ একটি যুগান্তকারী বার্তা দেবে। এতে ছাত্র, শ্রমিক, সাধারণ মানুষসহ সব শ্রেণি-পেশার অংশগ্রহণ আশা করা হচ্ছে। এই মহাসমাবেশ মানবিক বাংলাদেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।’
আয়োজকেরা জানিয়েছেন, জনসভা সফল করতে ১৩টি বিভাগে বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যে রংপুর বিভাগের সাতটি জেলায় কর্মী সম্মেলন ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।
জনসভায় বক্তব্য দেবেন জামায়াত আমির শফিকুর রহমান, সদ্য মুক্তিপ্রাপ্ত কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম, সাবেক এমপি ও নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সাবেক এমপি ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
জনসভার সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছেন আয়োজকেরা।
‘জুলাই গণ-অভ্যুত্থান’-এর বর্ষপূর্তিতে আগামী ৪ জুলাই রংপুর জিলা স্কুল মাঠে জনসভার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। চার দফা দাবি সামনে রেখে এই জনসভা আয়োজন করা হচ্ছে। এই উপলক্ষে শহর থেকে গ্রামাঞ্চলে মাইকিং চলছে, যা নগরজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
আজ বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে জনসভা আয়োজনের বিষয়টি জানান জামায়াতের রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘গত বছরের এই সময়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে সারা দেশে ফ্যাসিবাদবিরোধী গণজাগরণ গড়ে ওঠে। সেই আন্দোলনে শহীদ হন রংপুরের সন্তান আবু সাঈদ। তাঁর রক্তদানের মধ্য দিয়ে দেশের ছাত্ররাজনীতি নতুন মোড় নেয়।’
চার দফা দাবি হলো—২০২৪ সালের ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদসহ নিহত ব্যক্তিদের হত্যার বিচার, অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ ও রাজনৈতিক সংস্কার, উত্তরাঞ্চলের বহুদিনের দাবি ‘তিস্তা মহাপরিকল্পনা’ দ্রুত বাস্তবায়ন এবং বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গঠনের অঙ্গীকার।
আবদুল হালিম বলেন, ‘গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে এই সমাবেশ একটি যুগান্তকারী বার্তা দেবে। এতে ছাত্র, শ্রমিক, সাধারণ মানুষসহ সব শ্রেণি-পেশার অংশগ্রহণ আশা করা হচ্ছে। এই মহাসমাবেশ মানবিক বাংলাদেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।’
আয়োজকেরা জানিয়েছেন, জনসভা সফল করতে ১৩টি বিভাগে বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যে রংপুর বিভাগের সাতটি জেলায় কর্মী সম্মেলন ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।
জনসভায় বক্তব্য দেবেন জামায়াত আমির শফিকুর রহমান, সদ্য মুক্তিপ্রাপ্ত কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম, সাবেক এমপি ও নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সাবেক এমপি ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
জনসভার সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছেন আয়োজকেরা।
নাটোর চিনিকলে দুর্ধর্ষ ডাকাতি ঘটেছে। রাতভর কারখানার নিরাপত্তা প্রহরীদের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে বিপুল পরিমাণ সরঞ্জাম ও যন্ত্রাংশ লুট করেছে ৪০ থেকে ৫০ জনের একটি ডাকাতদল। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টা থেকে ভোর পর্যন্ত এ ডাকাতির ঘটনা ঘটে। চিনিকলের নিরাপত্তা প্রহরীদের বরাত দিয়ে নাটোর সদর থানার ভারপ্র
৬ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে পুড়িয়ে মেরেছে এক স্বামী। স্ত্রীকে ঘরের ভেতর রেখে বাইরে তালাবদ্ধ করে পেট্রল ঢেলে আগুন দিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় ঘাতক স্বামী। স্থানীয়রা বসতবাড়িতে আগুন দেখতে পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে পুড়ে অঙ্গার গার্মেন্টস কর্মী গৃহবধূর শরীর। গতকাল শনিবার দিবাগ
৩৬ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদ উপজেলায় মোসা. আইমিন (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বিন্না গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আইমিন একই গ্রামের ফাইজুল হক ও আখতারুননাহারের মেয়ে। তিনি মো. রাজু মাঝির স্ত্রী।
১ ঘণ্টা আগেপ্রতিষ্ঠার পরের বছর থেকে (২০২২ সাল) একাডেমিক কার্যক্রম শুরু করে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়। তবে তা নিজস্ব ক্যাম্পাসে নয়, কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের ১০ তলা ভবনের তৃতীয় ও চতুর্থ তলায়। কথা ছিল নির্দিষ্ট সময় পর নিজস্ব ক্যাম্পাসে চলে যাবে, কিন্তু তা হয়নি।
৭ ঘণ্টা আগে