Ajker Patrika

বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালীন লুটপাট করেছে: হুইপ ইকবালুর রহিম

দিনাজপুর প্রতিনিধি
বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালীন লুটপাট করেছে: হুইপ ইকবালুর রহিম

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, ‘মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের প্রতিটি উৎসবে অসহায় ও দুস্থ মানুষদের সহায়তা দিয়ে আসছেন। যাতে করে তারা উৎসবকে আনন্দের সঙ্গে পালন করতে পারে। বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালীন অসহায় মানুষেরা কোন সহযোগিতায় পায়নি। বরং তারা লুটপাট করেছে।’ 

আজ বৃহস্পতিবার পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সদর উপজেলার ৬৮ হাজার ৮৮৭ অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ভিজিএফের খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুইপ এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা যত দিন প্রধানমন্ত্রী থাকবেন দেশের মানুষের কোনো কষ্ট হতে দেবেন না। করোনার মহামারিতে বিশ্ব যখন হোঁচট খেয়েছে, তখন বাংলাদেশে কোন মানুষ না খেয়ে থাকেনি। শেখ হাসিনার নির্দেশনায় ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে খাদ্য। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের মধ্যে বাংলাদেশে কোন সংকট নেই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশ ও দেশের মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তাই দেশ আজ উন্নত দেশের কাতারে পৌঁছে যাচ্ছে।’ 

খাদ্য বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবাশীষ চৌধুরী, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রমিজ আলম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত