Ajker Patrika

বিরামপুরে টাস্কফোর্সের অভিযানে মদ তৈরির ট্যাবলেট উদ্ধার

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 
উদ্ধার হওয়া মদ তৈরির ট্যাবলেট। ছবি: আজকের পত্রিকা
উদ্ধার হওয়া মদ তৈরির ট্যাবলেট। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের বিরামপুর উপজেলার আদিবাসীপাড়া এলাকায় টাস্কফোর্স ফুলবাড়ী বিজিবি ব্যাটালিয়নের (২৯ বিজিবি) সহযোগিতায় অভিযান চালিয়ে দেশীয় মদ তৈরির ১ লাখ ৫ হাজার ট্যাবলেট ও ৪০ কেজি ভাং উদ্ধার করেছে।

গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) রাত ৯টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার।

এর আগে বিকেল ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুজহাত তাসনীম আওনের নেতৃত্বে টাস্কফোর্স অভিযান চালায়। অভিযানে ফুলবাড়ী ব্যাটালিয়নের অধীনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্পের হাবিলদার মো. মুর্তজা শাহীনসহ বিজিবির একটি টহলদল ও পুলিশ সদস্যরা অংশ নেন।

অভিযান চলাকালে আদিবাসীপাড়া এলাকায় রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় দেশীয় মদ তৈরির ১ লাখ ৫ হাজার ট্যাবলেট ও ৪০ কেজি ভাং উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৮২ হাজার ২০০ টাকা।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উদ্ধার করা মালামাল ধ্বংস করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত