দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর সদরের পল্লিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে আসামির উপস্থিতিতে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. যাবিদ হোসেন এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডের আদেশ পাওয়া আসামি হলেন জেলার সদর উপজেলার মাধবপুর চিরাকুঠিপাড়া এলাকার প্রভাত চন্দ্র রায়।
রায়ের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন আদালতে সরকারি কৌঁসুলি মো. রবিউল ইসলাম রবি। মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন মো. খলিলুর রহমান।
মামলা থেকে জানা গেছে, প্রভাত চন্দ্র রায়ের সঙ্গে ববিতা রানী রায়ের ২০০৯ সালে বিয়ে হয়। তাঁদের সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তানের জন্ম হয়। কিন্তু প্রভাত স্ত্রী-সন্তানদের ভরণ-পোষণ না দিয়ে নেশাগ্রস্ত হয়ে পড়েন। প্রভাত ২০১৪ সালে গৃহ থেকে পালিয়ে যান। এই অবস্থায় ববিতা সন্তানদের নিয়ে ভাইয়ের বাড়িতে আশ্রয় নেন। প্রায় তিন বছর নিরুদ্দেশ থাকার পর প্রভাত বাড়িতে এসে স্ত্রী-সন্তানদের নিজ বাড়িতে নিয়ে আসেন। কিছুদিন ভালোভাবে সংসার করার পর প্রভাত আবারও মাদক সেবন শুরু করেন। এ নিয়ে তাঁর স্ত্রী প্রতিবাদ করলে পারিবারিক কলহ শুরু হয়।
আবারও মাদক গ্রহণ ও নির্যাতনের বিষয়টি ববিতা ভাইকে জানান। তাঁর ভাই সন্তানদের নিয়ে ববিতাকে তাঁর বাড়িতে চলে আসতে বলেন। ২০১৭ সালের ২৮ ডিসেম্বর ববিতা সন্তানদের নিয়ে ভাইয়ের বাড়িতে যেতে চাইলে প্রভাত স্ত্রীকে শাবল দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। ওই দিন কথা-কাটাকাটির একপর্যায়ে প্রভাত ও অজ্ঞাতনামা কয়েকজন ববিতাকে মাথায় আঘাত করলে তিনি পড়ে যান। এ সময় ববিতার গলা চেপে ধরে মৃত্যু নিশ্চিত করেন প্রভাত। এই ঘটনায় নিহতের ভাই পরিতোষ চন্দ্র রায় বাদী হয়ে ঘটনার পরের দিন মামলা দায়ের করেন বলে আদালত থেকে জানা গেছে।
সাক্ষী-প্রমাণ শেষে আসামি প্রভাতকে স্ত্রী ববিতাকে শ্বাসরোধে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে মৃত্যু না হওয়া পর্যন্ত গলায় ফাঁসির রশি ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেন আদালত। সেই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
দিনাজপুর সদরের পল্লিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে আসামির উপস্থিতিতে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. যাবিদ হোসেন এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডের আদেশ পাওয়া আসামি হলেন জেলার সদর উপজেলার মাধবপুর চিরাকুঠিপাড়া এলাকার প্রভাত চন্দ্র রায়।
রায়ের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন আদালতে সরকারি কৌঁসুলি মো. রবিউল ইসলাম রবি। মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন মো. খলিলুর রহমান।
মামলা থেকে জানা গেছে, প্রভাত চন্দ্র রায়ের সঙ্গে ববিতা রানী রায়ের ২০০৯ সালে বিয়ে হয়। তাঁদের সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তানের জন্ম হয়। কিন্তু প্রভাত স্ত্রী-সন্তানদের ভরণ-পোষণ না দিয়ে নেশাগ্রস্ত হয়ে পড়েন। প্রভাত ২০১৪ সালে গৃহ থেকে পালিয়ে যান। এই অবস্থায় ববিতা সন্তানদের নিয়ে ভাইয়ের বাড়িতে আশ্রয় নেন। প্রায় তিন বছর নিরুদ্দেশ থাকার পর প্রভাত বাড়িতে এসে স্ত্রী-সন্তানদের নিজ বাড়িতে নিয়ে আসেন। কিছুদিন ভালোভাবে সংসার করার পর প্রভাত আবারও মাদক সেবন শুরু করেন। এ নিয়ে তাঁর স্ত্রী প্রতিবাদ করলে পারিবারিক কলহ শুরু হয়।
আবারও মাদক গ্রহণ ও নির্যাতনের বিষয়টি ববিতা ভাইকে জানান। তাঁর ভাই সন্তানদের নিয়ে ববিতাকে তাঁর বাড়িতে চলে আসতে বলেন। ২০১৭ সালের ২৮ ডিসেম্বর ববিতা সন্তানদের নিয়ে ভাইয়ের বাড়িতে যেতে চাইলে প্রভাত স্ত্রীকে শাবল দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। ওই দিন কথা-কাটাকাটির একপর্যায়ে প্রভাত ও অজ্ঞাতনামা কয়েকজন ববিতাকে মাথায় আঘাত করলে তিনি পড়ে যান। এ সময় ববিতার গলা চেপে ধরে মৃত্যু নিশ্চিত করেন প্রভাত। এই ঘটনায় নিহতের ভাই পরিতোষ চন্দ্র রায় বাদী হয়ে ঘটনার পরের দিন মামলা দায়ের করেন বলে আদালত থেকে জানা গেছে।
সাক্ষী-প্রমাণ শেষে আসামি প্রভাতকে স্ত্রী ববিতাকে শ্বাসরোধে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে মৃত্যু না হওয়া পর্যন্ত গলায় ফাঁসির রশি ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেন আদালত। সেই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
রাজধানীর মগবাজারের দিলু রোড এলাকায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ সোমবার (১১ আগস্ট) শিশুর নানা বাদী হয়ে থানায় মামলা করেছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৫ মিনিট আগেমাদকের সংঘাতে ফের অস্থির হয়ে উঠেছে মোহাম্মদপুরে আটকে পড়া পাকিস্তানিদের আবাসস্থল জেনিভা ক্যাম্প। মাদকের ব্যবসা দখলকে কেন্দ্র করে জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক ব্যবসায়ীদের মধ্যে টানা পাঁচ দিন ধরে ভয়াবহ সংঘর্ষ চলছে। একের পর এক ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা।
৬ মিনিট আগেফরিদপুরে যৌতুক না পেয়ে স্ত্রীকে নির্যাতনের পর পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন নিহতের স্বজনেরা। আজ সোমবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন
২০ মিনিট আগেরাজধানীর গুলিস্তান কাপ্তানবাজার এলাকায় বাসচাপায় অজ্ঞাতনামা (৪০) এক নারী নিহত হয়েছেন। আজ সোমবার (১১ আগস্ট) দুপুর ১২টার দিকে কাপ্তানবাজার মুরগিপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে