কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে বিক্ষোভ মিছিলের পর নাশকতার আশঙ্কায় জামায়াতের নেতা-কর্মীদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে জেলা পুলিশ। আজ রোববার সকালে বিক্ষোভ মিছিলের পর সোয়া ১০টা পর্যন্ত কুড়িগ্রাম সদর থেকে দলটির চারজন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার জামায়াতের কর্মীরা হলেন শামসুল হক, জাবিউর রহমান এনছানুর, নুরুল ইসলাম ও শহিদুল ইসলাম।
পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম ও সদর থানার ওসি ফরিদ হোসেন জামায়াতের নেতা-কর্মীদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অংশগ্রহণমূলক নির্বাচন, দলের আমিরসহ গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে ঝটিকা মিছিল করেছে জামায়াত। আজ সকাল সাড়ে ৭টার দিকে কুড়িগ্রাম শহরের দাদা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের করে দলটি। মিছিলে কয়েক শ নেত-কর্মী অংশ নেন।
জামায়াতের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সকালে শহরের দাদামোড় থেকে মিছিল শুরু হয়। এরপর তা জিয়াবাজার ও মজিদা কলেজ সড়ক হয়ে ডায়াবেটিক হাসপাতাল মোড় ঘুরে জাহাজ কোম্পানি মোড়ে শেষ হয়। মিছিলে জেলা ও শহর জামায়াতের নেতা-কর্মীরা অংশ নেন। মিছিলের খবর পাওয়ার পরই পুলিশ গ্রেপ্তার অভিযান শুরু করে।
নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াতের আরেক কর্মী বলেন, ‘গত ২৬ জুলাই পুলিশ সুপার বরাবর চিঠি দিয়ে বিক্ষোভ মিছিলের বিষয়টি অবগত করা হয়েছিল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে আমরা বিক্ষোভ মিছিল করেছি।’
ওসি ফরিদ হোসেন বলেন, ‘জামায়াতের চার কর্মীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তাদের পূর্বের নাশকতা সৃষ্টি চেষ্টার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।’
পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, অনুমতি ছাড়াই জামায়াত ঝটিকা মিছিল করেছে। ইতিমধ্যে তাদের চার কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতা ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের আশঙ্কা থেকে গ্রেপ্তার অভিযান চলছে।
কুড়িগ্রামে বিক্ষোভ মিছিলের পর নাশকতার আশঙ্কায় জামায়াতের নেতা-কর্মীদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে জেলা পুলিশ। আজ রোববার সকালে বিক্ষোভ মিছিলের পর সোয়া ১০টা পর্যন্ত কুড়িগ্রাম সদর থেকে দলটির চারজন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার জামায়াতের কর্মীরা হলেন শামসুল হক, জাবিউর রহমান এনছানুর, নুরুল ইসলাম ও শহিদুল ইসলাম।
পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম ও সদর থানার ওসি ফরিদ হোসেন জামায়াতের নেতা-কর্মীদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অংশগ্রহণমূলক নির্বাচন, দলের আমিরসহ গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে ঝটিকা মিছিল করেছে জামায়াত। আজ সকাল সাড়ে ৭টার দিকে কুড়িগ্রাম শহরের দাদা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের করে দলটি। মিছিলে কয়েক শ নেত-কর্মী অংশ নেন।
জামায়াতের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সকালে শহরের দাদামোড় থেকে মিছিল শুরু হয়। এরপর তা জিয়াবাজার ও মজিদা কলেজ সড়ক হয়ে ডায়াবেটিক হাসপাতাল মোড় ঘুরে জাহাজ কোম্পানি মোড়ে শেষ হয়। মিছিলে জেলা ও শহর জামায়াতের নেতা-কর্মীরা অংশ নেন। মিছিলের খবর পাওয়ার পরই পুলিশ গ্রেপ্তার অভিযান শুরু করে।
নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াতের আরেক কর্মী বলেন, ‘গত ২৬ জুলাই পুলিশ সুপার বরাবর চিঠি দিয়ে বিক্ষোভ মিছিলের বিষয়টি অবগত করা হয়েছিল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে আমরা বিক্ষোভ মিছিল করেছি।’
ওসি ফরিদ হোসেন বলেন, ‘জামায়াতের চার কর্মীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তাদের পূর্বের নাশকতা সৃষ্টি চেষ্টার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।’
পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, অনুমতি ছাড়াই জামায়াত ঝটিকা মিছিল করেছে। ইতিমধ্যে তাদের চার কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতা ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের আশঙ্কা থেকে গ্রেপ্তার অভিযান চলছে।
রাজধানী কদমতলী পাটেরবাগ এলাকায় ছুরিকাঘাতে শান্ত আহমেদ বাবু (৩০) নামে এক যুবক খুন হয়েছে। সোমবার (২৫ আগস্ট) রাত সারে ১০টার দিকে বন্ধুরা ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৩৭ মিনিট আগেমুন্সিগঞ্জের সিরাজদিখান ও শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ছয়টি ফুটওভার ব্রিজ বা পদচারী-সেতু সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে যায়। রাতে যাতায়াতের জন্য সেতুগুলোতে নেই কোনো বাতির ব্যবস্থা। ফলে আঁধারের মধ্যেই সেখান দিয়ে এক্সপ্রেসওয়ের এক পাশ থেকে অপর পাশে যেতে হচ্ছে পথচারীদের।
১ ঘণ্টা আগেভাঙন রোধে করা হয়েছিল নদী খনন; কিন্তু সেটাই এখন নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা নদীর তীরের মানুষের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। খননের পর নদীগর্ভে বিলীন হয়েছে উপজেলার তিনটি ইউনিয়নের মানুষের বসতভিটা, কৃষিজমি, বাঁধ, সড়ক ও সরকারি অবকাঠামো।
১ ঘণ্টা আগেঅত্যন্ত ব্যয়বহুল ও সুরক্ষিত ‘চট্টগ্রাম হতে ঢাকা পর্যন্ত পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন প্রকল্পে’র (সিডিপিএল) কুমিল্লা ডিপোর দুটি ট্যাংকে পানি ঢুকে পড়েছে। এতে আলোড়ন সৃষ্টি হয় জ্বালানি খাতে।
৩ ঘণ্টা আগে