ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দূরপাল্লার একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বসত ঘরে ঢুকে পড়েছে। এতে বাড়ির কেউ হতাহত না হলেও বাস চালকের সহকারী মারাত্মক আহত হয়েছেন। আজ রোববার উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের সড়ককাটা এলাকায় এই ঘটনা ঘটে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেনি।’
বাসযাত্রী আবুল কাশেম বলেন, ‘ঢাকা থেকে ভূরুঙ্গামারীর উদ্দেশ্যে ছেড়ে আসা মাইশা পরিবহনের বাসটি সড়ককাটা এলাকায় একটি অটো রিকশাকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষের উপক্রম হয়। চালক বাসটিকে সড়কের বাম দিক সরিয়ে নিলে ট্রাকটি বাসের পেছনে প্রচণ্ড জোরে ধাক্কা দেয়।
এ সময় বাসচালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটির সামনের অংশ সড়কের পাশের ঘরের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে যায়। এ ঘটনায় বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।’
তিনি বলেন, ‘আমরা বাসের জানালা দিয়ে বাইরে বেরিয়ে আসি। বাস চালকর সহকারী দেয়ালের ইটরে নিচে চাপা পড়ে মারাত্মক আহত হন।’
ক্ষতিগ্রস্ত ঘরের মালিক আসর আলী আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল ৯টার দিকে মাইশা পরিবহনের একটি বাস আমার ঘরের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে যায়। এ সময় ঘরের ভেতরে কেউ ছিল না। বাস ঘরের ভেতর ঢুকে পড়ায় ঘরে দেয়াল ও আসবাবপত্র ভেঙে গেছে।’
মাইশা পরিবহনর ভূরুঙ্গামারী কাউন্টার (ম্যানেজার) ব্যবস্থাপক নুরআলম আজকের পত্রিকাকে বলেন, ‘বাস চালকের সহকারী নাহিদ (২১) মারাত্মক আহত হয়ে হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দূরপাল্লার একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বসত ঘরে ঢুকে পড়েছে। এতে বাড়ির কেউ হতাহত না হলেও বাস চালকের সহকারী মারাত্মক আহত হয়েছেন। আজ রোববার উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের সড়ককাটা এলাকায় এই ঘটনা ঘটে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেনি।’
বাসযাত্রী আবুল কাশেম বলেন, ‘ঢাকা থেকে ভূরুঙ্গামারীর উদ্দেশ্যে ছেড়ে আসা মাইশা পরিবহনের বাসটি সড়ককাটা এলাকায় একটি অটো রিকশাকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষের উপক্রম হয়। চালক বাসটিকে সড়কের বাম দিক সরিয়ে নিলে ট্রাকটি বাসের পেছনে প্রচণ্ড জোরে ধাক্কা দেয়।
এ সময় বাসচালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটির সামনের অংশ সড়কের পাশের ঘরের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে যায়। এ ঘটনায় বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।’
তিনি বলেন, ‘আমরা বাসের জানালা দিয়ে বাইরে বেরিয়ে আসি। বাস চালকর সহকারী দেয়ালের ইটরে নিচে চাপা পড়ে মারাত্মক আহত হন।’
ক্ষতিগ্রস্ত ঘরের মালিক আসর আলী আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল ৯টার দিকে মাইশা পরিবহনের একটি বাস আমার ঘরের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে যায়। এ সময় ঘরের ভেতরে কেউ ছিল না। বাস ঘরের ভেতর ঢুকে পড়ায় ঘরে দেয়াল ও আসবাবপত্র ভেঙে গেছে।’
মাইশা পরিবহনর ভূরুঙ্গামারী কাউন্টার (ম্যানেজার) ব্যবস্থাপক নুরআলম আজকের পত্রিকাকে বলেন, ‘বাস চালকের সহকারী নাহিদ (২১) মারাত্মক আহত হয়ে হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন।
রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
২ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৩ ঘণ্টা আগেমাদারীপুরের শিবচরে নিজের ১৫ বছর বয়সী প্রতিবন্ধী ছেলেকে আড়িয়াল খাঁ নদে ফেলে দিয়েছেন এক মা। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার পর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আড়িয়াল খাঁ নদের হাজি শরীয়তুল্লাহ সেতুতে এ ঘটনা ঘটে। প্রতিবন্ধী ছেলের বোঝা বইতে না পেরে ছেলেকে নদে ফেলে দিয়েছেন বলে জানিয়েছেন ওই নারী।
৩ ঘণ্টা আগেনোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসা থেকে জোবায়ের ইবনে জিদান (১২) নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটির পরিবারের অভিযোগ, মাদ্রাসার শিক্ষকেরা নির্যাতনে জিদানকে হত্যা করে লাশ শৌচাগারে ঝুলিয়ে রেখেছেন। আজ বুধবার সন্ধ্যায় নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মহব্বতপুর কাঞ্চন মেম্বারের পোল
৩ ঘণ্টা আগে