দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে সোহেল হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এ আদেশ দেন।
কোর্ট পুলিশের পরিদর্শক একেএম লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আজ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। এ সময় চারজন আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণা শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন–জুবিয়ার (৩৯), তনয় (৩৯), রিয়েল (৪১), রাকু (৪০) ও নাজমুল হোসেন ওরফে বাবু। আদালতে রায় ঘোষণার সময় নাজমুল হোসেন বাদে অপর চার আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০০৮ সালের ৩০ আগস্ট আব্দুস সালাম নামে এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে নিহত আলী রেজা সোহেল রামসাগরে ঘুরতে যাওয়ার উদ্দেশে বের হন। বেলা আড়াইটায় পূর্ব শত্রুতার জেরে রামসাগর এলাকার মহব্বতপুর হাজীর দীঘির মোড়ে আসামিরা তাদের গতিরোধ করেন। এ সময় সোহেলকে মোটরসাইকেল থেকে টেনে হিঁচড়ে নামায় তারা।
এরপর সড়কে চিৎ করে শোয়ায়ে দুই বাহুতে এলোপাতাড়ি রামদা ও ধারালো চাকু দিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় সোহেলকে হাসপাতালে নেওয়ার পর বেলা সাড়ে ৩টায় সোহেলের মৃত্যু হয়।
এ ঘটনায় ওই দিন রাতে নিহত সোহেলের বড় ভাই কাজী গোলাম জিলানী ৭ জনের নাম উল্লেখ করে ও ২ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
রায়ের বিষয়ে জানতে চাইলে আসামিপক্ষের আইনজীবী মো. সাহিদুল ইসলাম শাহিন আজকের পত্রিকাকে বলেন, ‘এ মামলায় পুলিশ তদন্তসাপেক্ষে ৫ জনের নামে অভিযোগ আদালতে দাখিল করে। আজকে শুনানি শেষে আদালত ৫ জনকেই যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। তবে আমরা এ রায়ে সন্তুষ্ট নই। রায়ের কপি হাতে পেলে উচ্চ আদালতে আপিল করা হবে।’
দিনাজপুরে সোহেল হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এ আদেশ দেন।
কোর্ট পুলিশের পরিদর্শক একেএম লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আজ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। এ সময় চারজন আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণা শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন–জুবিয়ার (৩৯), তনয় (৩৯), রিয়েল (৪১), রাকু (৪০) ও নাজমুল হোসেন ওরফে বাবু। আদালতে রায় ঘোষণার সময় নাজমুল হোসেন বাদে অপর চার আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০০৮ সালের ৩০ আগস্ট আব্দুস সালাম নামে এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে নিহত আলী রেজা সোহেল রামসাগরে ঘুরতে যাওয়ার উদ্দেশে বের হন। বেলা আড়াইটায় পূর্ব শত্রুতার জেরে রামসাগর এলাকার মহব্বতপুর হাজীর দীঘির মোড়ে আসামিরা তাদের গতিরোধ করেন। এ সময় সোহেলকে মোটরসাইকেল থেকে টেনে হিঁচড়ে নামায় তারা।
এরপর সড়কে চিৎ করে শোয়ায়ে দুই বাহুতে এলোপাতাড়ি রামদা ও ধারালো চাকু দিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় সোহেলকে হাসপাতালে নেওয়ার পর বেলা সাড়ে ৩টায় সোহেলের মৃত্যু হয়।
এ ঘটনায় ওই দিন রাতে নিহত সোহেলের বড় ভাই কাজী গোলাম জিলানী ৭ জনের নাম উল্লেখ করে ও ২ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
রায়ের বিষয়ে জানতে চাইলে আসামিপক্ষের আইনজীবী মো. সাহিদুল ইসলাম শাহিন আজকের পত্রিকাকে বলেন, ‘এ মামলায় পুলিশ তদন্তসাপেক্ষে ৫ জনের নামে অভিযোগ আদালতে দাখিল করে। আজকে শুনানি শেষে আদালত ৫ জনকেই যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। তবে আমরা এ রায়ে সন্তুষ্ট নই। রায়ের কপি হাতে পেলে উচ্চ আদালতে আপিল করা হবে।’
১৩ বছর আগে ২০১২ সালে মাথা ও বুকে ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের শিকার হন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. নারায়ণ চন্দ্র দত্ত (নিতাই)। আজ রোববার এ হত্যা মামলার রায় হয়েছে। রায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড, চারজনকে আমৃত্যু কারাদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়ে
৫ মিনিট আগেকেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ কয়েকজন নেতৃবৃন্দের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে আসাকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে উত্তেজনা এবং হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
৭ মিনিট আগেসিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে পাথর ব্যবসায়ীর বাড়ি থেকে অস্ত্র ও ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। শনিবার গভীর রাতে এই অভিযান পরিচালিত হয়। এ সময় চারজনকে আটক করা হয়েছে।
১৭ মিনিট আগেপটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গঙ্গামতি এলাকায় নাসির মাঝি নামের এক জেলের জালে ধরা পড়েছে ১ কেজি ৭০০ গ্রামের ওজনের একটি ইলিশ। আজ রোববার (১৭ আগস্ট) সকালে ইলিশটি তার জালে উঠে আসে। পরে কুয়াকাটা মেয়র বাজারে নিলে নিলামে মাছটি ৫ হাজার ১৭০ টাকায় মাছটি বিক্রি হয়। মাছটি কিনে নেন স্থানীয় ব্যবসায়ী
২১ মিনিট আগে