দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে সোহেল হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এ আদেশ দেন।
কোর্ট পুলিশের পরিদর্শক একেএম লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আজ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। এ সময় চারজন আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণা শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন–জুবিয়ার (৩৯), তনয় (৩৯), রিয়েল (৪১), রাকু (৪০) ও নাজমুল হোসেন ওরফে বাবু। আদালতে রায় ঘোষণার সময় নাজমুল হোসেন বাদে অপর চার আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০০৮ সালের ৩০ আগস্ট আব্দুস সালাম নামে এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে নিহত আলী রেজা সোহেল রামসাগরে ঘুরতে যাওয়ার উদ্দেশে বের হন। বেলা আড়াইটায় পূর্ব শত্রুতার জেরে রামসাগর এলাকার মহব্বতপুর হাজীর দীঘির মোড়ে আসামিরা তাদের গতিরোধ করেন। এ সময় সোহেলকে মোটরসাইকেল থেকে টেনে হিঁচড়ে নামায় তারা।
এরপর সড়কে চিৎ করে শোয়ায়ে দুই বাহুতে এলোপাতাড়ি রামদা ও ধারালো চাকু দিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় সোহেলকে হাসপাতালে নেওয়ার পর বেলা সাড়ে ৩টায় সোহেলের মৃত্যু হয়।
এ ঘটনায় ওই দিন রাতে নিহত সোহেলের বড় ভাই কাজী গোলাম জিলানী ৭ জনের নাম উল্লেখ করে ও ২ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
রায়ের বিষয়ে জানতে চাইলে আসামিপক্ষের আইনজীবী মো. সাহিদুল ইসলাম শাহিন আজকের পত্রিকাকে বলেন, ‘এ মামলায় পুলিশ তদন্তসাপেক্ষে ৫ জনের নামে অভিযোগ আদালতে দাখিল করে। আজকে শুনানি শেষে আদালত ৫ জনকেই যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। তবে আমরা এ রায়ে সন্তুষ্ট নই। রায়ের কপি হাতে পেলে উচ্চ আদালতে আপিল করা হবে।’
দিনাজপুরে সোহেল হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এ আদেশ দেন।
কোর্ট পুলিশের পরিদর্শক একেএম লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আজ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। এ সময় চারজন আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণা শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন–জুবিয়ার (৩৯), তনয় (৩৯), রিয়েল (৪১), রাকু (৪০) ও নাজমুল হোসেন ওরফে বাবু। আদালতে রায় ঘোষণার সময় নাজমুল হোসেন বাদে অপর চার আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০০৮ সালের ৩০ আগস্ট আব্দুস সালাম নামে এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে নিহত আলী রেজা সোহেল রামসাগরে ঘুরতে যাওয়ার উদ্দেশে বের হন। বেলা আড়াইটায় পূর্ব শত্রুতার জেরে রামসাগর এলাকার মহব্বতপুর হাজীর দীঘির মোড়ে আসামিরা তাদের গতিরোধ করেন। এ সময় সোহেলকে মোটরসাইকেল থেকে টেনে হিঁচড়ে নামায় তারা।
এরপর সড়কে চিৎ করে শোয়ায়ে দুই বাহুতে এলোপাতাড়ি রামদা ও ধারালো চাকু দিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় সোহেলকে হাসপাতালে নেওয়ার পর বেলা সাড়ে ৩টায় সোহেলের মৃত্যু হয়।
এ ঘটনায় ওই দিন রাতে নিহত সোহেলের বড় ভাই কাজী গোলাম জিলানী ৭ জনের নাম উল্লেখ করে ও ২ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
রায়ের বিষয়ে জানতে চাইলে আসামিপক্ষের আইনজীবী মো. সাহিদুল ইসলাম শাহিন আজকের পত্রিকাকে বলেন, ‘এ মামলায় পুলিশ তদন্তসাপেক্ষে ৫ জনের নামে অভিযোগ আদালতে দাখিল করে। আজকে শুনানি শেষে আদালত ৫ জনকেই যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। তবে আমরা এ রায়ে সন্তুষ্ট নই। রায়ের কপি হাতে পেলে উচ্চ আদালতে আপিল করা হবে।’
নীলফামারীর চিলাহাটি থেকে সৈয়দপুর হয়ে ঢাকা, খুলনা ও রাজশাহী রুটে ৬টি যাত্রীবাহী আন্তনগর ট্রেন চলাচল করছে। কম সময়ে স্বল্প খরচে উত্তরাঞ্চলের কৃষিসহ নানান পণ্য পরিবহনের লক্ষ্যে ট্রেনগুলোয় লাগেজ ভ্যান যুক্ত করা হয় দুই বছর আগে। তবে এ অঞ্চলের কৃষক ও ব্যবসায়ীদের কাছ থেকে মেলেনি আশানুরূপ সাড়া...
২ মিনিট আগেদাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না জবি শিক্ষার্থীরা। চলমান আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পক্ষে জবি ছাত্রদলের সদস্যসচিব সামসুল আরেফিন এ কথা বলেন...
১ ঘণ্টা আগেপুলিশি হেফাজত থেকে যুবক পালিয়ে যাওয়ার ঘটনায় আজ বুধবার বরিশাল স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির দুই কর্মকর্তাসহ চারজনকে প্রত্যাহার করা হয়েছে। কর্মকর্তারা হলেন উপপরিদর্শক (এসআই) রেজা ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহবুব। বাকি দুজন কনস্টেবল।
৩ ঘণ্টা আগেসিরাজগঞ্জে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিহত শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য (২৫)। আজ বুধবার রাত সোয়া ১০টার দিকে বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সরাতৈল গ্রামে সরাতৈল মাদ্রাসা মাঠে জানাজা হয়। পরে তাঁকে দাফন করা হয় পাশের জান্নাতুল বাকি...
৩ ঘণ্টা আগে