নীলফামারী প্রতিনিধি
জুয়ায় ৭০ হাজার টাকা হারিয়ে স্বেচ্ছায় আত্মগোপন করেন আবু বক্কর সিদ্দিক (২৩)। পরে অপহরণের নাটক সাজিয়ে পরিবারের কাছে ১ লাখ টাকার মুক্তিপণ দাবি করেন। পরিবার থেকে বিষয়টি থানায় জানালে পুলিশের অপরাধ তদন্ত সংস্থা (সিআইডি) তদন্তে নামে। গতকাল বুধবার রাতে ঢাকার সাভার সেনানিবাস এলাকা থেকে ওই যুবককে আটক করে সিআইডি।
আজ বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে ওই যুবককে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আবু বক্কর সিদ্দিক জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের বাদিয়ার মোড় এলাকার ময়নুল ইসলামের ছেলে।
সিআইডির ভাষ্য মতে, অনলাইন জুয়ায় ৭০ হাজার টাকা হারিয়ে নিজেই আত্মগোপনের পরিকল্পনা করে বাড়ি থেকে পালিয়ে যান আবু বক্কর সিদ্দিক। আত্মগোপনে থেকে মোবাইল অ্যাপের মাধ্যমে কণ্ঠস্বর পরিবর্তন করে মুক্তিপণ দাবি করেন। পরে মামলা করে তাঁর পরিবার। তদন্তের একপর্যায়ে গতকাল বুধবার রাতে ঢাকার সাভার সেনানিবাস এলাকা থেকে তাঁকে আটক করে সিআইডি নীলফামারী শাখা।
মামলা সূত্রে জানা যায়, ৯ সেপ্টেম্বর নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে নিখোঁজ হন আবু বক্কর সিদ্দিক। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো হদিস না পেয়ে ১২ সেপ্টেম্বর থানায় মামলা করেন তাঁর বাবা ময়নুল হক। একপর্যায়ে বক্কর তাঁর বড় ভাই ও মামার নম্বরে ফোনকল করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি সিআইডির কাছে গেলে ৯ দিনের চেষ্টায় আবু বকরের অবস্থান শনাক্ত করে সিআইডি।
নীলফামারী সিআইডির পরিদর্শক রেজাউল করিম রেজা বলেন, ‘আটক হওয়ার পর তাঁকে আজ আদালতে তোলা হলে বিচারকের কাছে জবানবন্দি দিয়েছেন। তিনি বলেন, পরিকল্পিতভাবে অপহরণের এই নাটক সাজান। চার মাস আগে মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা শুরু করেন। এর মধ্যে অনলাইন জুয়া চক্রের সঙ্গে জড়িয়ে পড়েন সিদ্দিক। আদালতে সিদ্দিকের মামা রবিউল ইসলাম ও পরিবারের অন্যদের উপস্থিতিতে তাঁকে হস্তান্তর করেছে সিআইডি।’
জুয়ায় ৭০ হাজার টাকা হারিয়ে স্বেচ্ছায় আত্মগোপন করেন আবু বক্কর সিদ্দিক (২৩)। পরে অপহরণের নাটক সাজিয়ে পরিবারের কাছে ১ লাখ টাকার মুক্তিপণ দাবি করেন। পরিবার থেকে বিষয়টি থানায় জানালে পুলিশের অপরাধ তদন্ত সংস্থা (সিআইডি) তদন্তে নামে। গতকাল বুধবার রাতে ঢাকার সাভার সেনানিবাস এলাকা থেকে ওই যুবককে আটক করে সিআইডি।
আজ বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে ওই যুবককে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আবু বক্কর সিদ্দিক জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের বাদিয়ার মোড় এলাকার ময়নুল ইসলামের ছেলে।
সিআইডির ভাষ্য মতে, অনলাইন জুয়ায় ৭০ হাজার টাকা হারিয়ে নিজেই আত্মগোপনের পরিকল্পনা করে বাড়ি থেকে পালিয়ে যান আবু বক্কর সিদ্দিক। আত্মগোপনে থেকে মোবাইল অ্যাপের মাধ্যমে কণ্ঠস্বর পরিবর্তন করে মুক্তিপণ দাবি করেন। পরে মামলা করে তাঁর পরিবার। তদন্তের একপর্যায়ে গতকাল বুধবার রাতে ঢাকার সাভার সেনানিবাস এলাকা থেকে তাঁকে আটক করে সিআইডি নীলফামারী শাখা।
মামলা সূত্রে জানা যায়, ৯ সেপ্টেম্বর নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে নিখোঁজ হন আবু বক্কর সিদ্দিক। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো হদিস না পেয়ে ১২ সেপ্টেম্বর থানায় মামলা করেন তাঁর বাবা ময়নুল হক। একপর্যায়ে বক্কর তাঁর বড় ভাই ও মামার নম্বরে ফোনকল করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি সিআইডির কাছে গেলে ৯ দিনের চেষ্টায় আবু বকরের অবস্থান শনাক্ত করে সিআইডি।
নীলফামারী সিআইডির পরিদর্শক রেজাউল করিম রেজা বলেন, ‘আটক হওয়ার পর তাঁকে আজ আদালতে তোলা হলে বিচারকের কাছে জবানবন্দি দিয়েছেন। তিনি বলেন, পরিকল্পিতভাবে অপহরণের এই নাটক সাজান। চার মাস আগে মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা শুরু করেন। এর মধ্যে অনলাইন জুয়া চক্রের সঙ্গে জড়িয়ে পড়েন সিদ্দিক। আদালতে সিদ্দিকের মামা রবিউল ইসলাম ও পরিবারের অন্যদের উপস্থিতিতে তাঁকে হস্তান্তর করেছে সিআইডি।’
দাবিকৃত টাকা না পেয়ে ইয়াবা মামলায় ফাঁসানোর অভিযোগে নগর গোয়েন্দা পুলিশের দুই কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক নারী। গতকাল সোমবার চট্টগ্রামে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালতে এই মামলাটি হয়।
২ মিনিট আগেরাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট খোলার সাত দিন পর বন্ধ করা হয়েছে। আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কেন্দ্রের ব্যবস্থাপক (প্রকৌশলী) মাহমুদ হাসান। তিনি জানান, গতকাল সোমবার রাত ৯টার দিকে কাপ্তাই লেকের পানির উচ্চতা ১০৭ দশমিক ৩৪ ফুট ‘মিন সি
৩ মিনিট আগেগোপন সংবাদের ভিত্তিতে অপারেশন ডেভিলহান্ট পরিচালনা করে রাঙামাটি জেলা যুবলীগ নেতা মো মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করেছে রাঙামাটি কোতোয়ালি থানা-পুলিশ। গ্রেপ্তার মিজান রাঙামাটি জেলা যুবলীগের সহসাধারণ সম্পাদক ও রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি।
১২ মিনিট আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশের চট্টগ্রামমুখী সার্ভিস লেনে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে চিটাগাংরোড থেকে মৌচাক এলাকা পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে মহাসড়কের আমিজউদদীন পেট্রল পাম্পের উল্টো পাশে চট্টগ্রামমুখী লেনে এ
১ ঘণ্টা আগে