Ajker Patrika

ঠাকুরগাঁওয়ে করোনায় তিনজনের মৃত্যু, শনাক্ত ৩৬

প্রতিনিধি, ঠাকুরগাঁও
আপডেট : ১০ জুলাই ২০২১, ১২: ০৪
ঠাকুরগাঁওয়ে করোনায় তিনজনের মৃত্যু, শনাক্ত ৩৬

উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে করোনা সংক্রমণ এবং মৃত্যু দুটোই লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সর্বাত্মক লকডাউনেও ঠেকানো যাচ্ছে না করোনার ভয়াবহ বিস্তার। এ জেলায় গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া একই সময়ে নতুন করে আরও ৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ১১১।

আজ শনিবার জেলা সিভিল সার্জনের কার্যালয় এসব তথ্য তাদের ফেসবুকে প্রকাশ করেছে। প্রকাশিত তথ্যে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ৯৫টি নমুনা পরীক্ষা করে জেলার ৩৬ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩৭ দশমিক ৮৯ শতাংশ। একই সময়ে বিভিন্ন হাসপাতালে মারা যান আরও তিনজন। মারা যাওয়া ব্যক্তিরা হলেন সদর উপজেলা, বালিয়াডাঙ্গী ও রাণীশংকৈল উপজেলার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার আজকের পত্রিকাকে বলেন, স্বাস্থ্যবিধি না মানার কারণে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলমান কঠোর লকডাউন ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত