Ajker Patrika

সিলেটে মাটি দিয়ে ঢেকে রাখা বিপুল পাথর উদ্ধার

সিলেট প্রতিনিধি
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকায় আজ বিপুল লুট করা পাথর উদ্ধার করা হয়। ছবি: আজকের পত্রিকা
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকায় আজ বিপুল লুট করা পাথর উদ্ধার করা হয়। ছবি: আজকের পত্রিকা

সিলেটে বালু ও মাটি দিয়ে ঢেকে রাখা বিপুল পাথর উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে এসব পাথর উদ্ধার করা হয়।

জানা যায়, সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর লুটপাটের পর সেগুলো ভোলাগঞ্জ ও ধোপাগুল এলাকায় ক্রাশার মেশিনে ভাঙার জন্য স্তূপ করে রাখা হয়। পরে যখন অভিযান শুরু হয়, তখন সেগুলো ওই ব্যবসায়ীরা বালু ও মাটি দিয়ে ঢেকে ফেলেন। আজ সেখানে অভিযান চালিয়ে পথরগুলো উদ্ধার করা হয়।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে আজকের পত্রিকার অনলাইনে ‘সাদাপাথর লুট: সড়কের দুই পাশের ক্রাশার মিলে মাটি-বালু দিয়ে ঢেকে রাখা ‘পাথর’’ শিরোনামে একটি নিউজ প্রকাশিত হয়। এতে নড়েচড়ে বসে প্রশাসন। পরে আজ এই অভিযান চালানো হয়।

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকায় আজ বিপুল লুট করা পাথর উদ্ধার করা হয়। ছবি: আজকের পত্রিকা
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকায় আজ বিপুল লুট করা পাথর উদ্ধার করা হয়। ছবি: আজকের পত্রিকা

ভোলাগঞ্জ ও আশপাশ এলাকায় সিলেটের সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব শাখা, জেলা ব্র্যান্ডিং ও পর্যটন সেল) মাহমুদ আশিক কবিরের নেতৃত্বে টাস্কফোর্সের এই অভিযান পরিচালিত হয়। উদ্ধার করা পাথরের মধ্যে আট ট্রাক পাথর ভোলাগঞ্জের ১০ নম্বর এলাকায় পাঠানো হয়েছে পুনঃস্থাপন করার জন্য। পর্যায়ক্রমে উদ্ধার করা বাকি ৫ হাজার ঘনফুট পাথরও পুনঃস্থাপন করা হবে।

মাহমুদ আশিক কবির বলেন, ‘লুট করা পাথর উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত আছে। আজ কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে অভিযান চালিয়ে বালু ও মাটি দিয়ে ঢেকে রাখা পাথর উদ্ধার করা হয়েছে। এ সময় এক স্থানে আট ট্রাক ও অন্যস্থানে স্তূপ করে রাখা ৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার করে জব্দ করা হয়েছে। আমাদের এই অভিযান চলমান থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত