Ajker Patrika

রংপুরে কৃষক দলের নেতাসহ ১০ জন গ্রেপ্তার

রংপুর প্রতিনিধি
রংপুরে কৃষক দলের নেতাসহ ১০ জন গ্রেপ্তার

চতুর্থ দফা অবরোধের শেষ দিনে রংপুরে কৃষক দলের কেন্দ্রীয় নেতাসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, নাশকতার প্রস্তুতিকালে তাদের হাতে নাতে গ্রেপ্তার করা হয়েছে।
 
পুলিশ সূত্রে জানা যায়, বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে রংপুর মহানগরীর বাস টার্মিনাল, লালবাগ, পশুরাম থানাধীন এলাকাসহ কয়েকটি এলাকায় নাশকতার প্রস্তুতির খবর আসে। এমন গোপন তথ্যের ভিত্তিতে সকাল সাড়ে ৮টার দিকে দিকে নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রংপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আজ সোমবার সকাল প্রাইম মেডিকেল কলেজ রোড এবং লালবাগ এলাকা থেকে নাশকতার প্রস্তুতির গোপন খবর আসে।
 
এরপর সকাল সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে নাশকতার প্রস্তুতির সময় হাতেনাতে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও মহানগর কমিটির আহ্বায়ক শাহ নেওয়াজ লাবুসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়।
 
এ ছাড়া নগরীর পরশুরাম থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছামছুজ্জামান ওরফে শুখীকে পৃথক অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। সে নাশকতা মামলার আসামি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১টা বাজলেই আর স্কুলে থাকে না শিক্ষার্থীরা, ফটকে তালা দিয়েও ঠেকানো গেল না

ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আসামে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বহাল থাকবে দুর্গাপূজা পর্যন্ত

জম্মু-কাশ্মীরে ধ্বংস করা হলো ৪৪ হাজার কেজি রসগোল্লা

সরকারের কমিটি পছন্দ হয়নি, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ‎প্রকৌশল শিক্ষার্থীদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত