লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্ত দিয়ে ভারতীয় গরু দেশে আনার সময় বাঁশের চরকার আঘাতে কামাল হোসেন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এর আগে গতকাল শনিবার রাতে গোড়ল ইউনিয়নের বলাইয়ের হাট সীমান্তের বুড়িরহাট বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৯১৩ থেকে ৯১৪-এর মধ্যবর্তী গঙ্গারগাছে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই এলাকার ছবুর উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, গতকাল রাতে গঙ্গারগাছ এলাকায় গরু পাচারের বাঁশের তৈরি চরকার মাধ্যমে ভারত থেকে গরু নিয়ে আসছিলেন ১০-১২ বাংলাদেশি। এ সময় হঠাৎ চরকার বাঁশ ভেঙে কামাল হোসেনের মাথায় আঘাত লাগে। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাঁর সহযোগীরা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে কয়েক ঘণ্টা চিকিৎসাধীন অবস্থায় কামাল হোসেনের মৃত হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গরু ব্যবসায়ী বলেন, চরকায় করে ভারতীয় গরু পারাপারের সময় চরকায় আটকে যান কামাল হোসেন। এ সময় চরকার একটি বাঁশ ভেঙে তাঁর মাথায় লেগে গুরুতর আহত হন। কামালের সহযোগীদের নাম প্রকাশ না করলেও তাঁরা সুস্থ রয়েছেন বলেও জানান ব্যবসায়ীরা।
গোড়ল ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান রমজান আলী বলেন, ‘স্থানীয়দের কাছে ঘটনাটি শুনতে পেয়েছি। কামাল হোসেনের পরিবার জানান সীমান্তের চরকার বাঁশ মাথায় লেগে তিনি মারা যান। মরদেহ হাসপাতালে রয়েছে।’
এ বিষয়ে জানতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫-ব্যাটালিয়নের অধিনায়কের সরকারি নম্বরে কল করা হলে ধরেননি।
গোড়ল পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোস্তাকিম বলেন, ‘সীমান্তে বাঁশের চরকার আঘাতে কামাল হোসেন নামে একজনের মৃত্যু হয়েছে শুনেছি। ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্ত দিয়ে ভারতীয় গরু দেশে আনার সময় বাঁশের চরকার আঘাতে কামাল হোসেন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এর আগে গতকাল শনিবার রাতে গোড়ল ইউনিয়নের বলাইয়ের হাট সীমান্তের বুড়িরহাট বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৯১৩ থেকে ৯১৪-এর মধ্যবর্তী গঙ্গারগাছে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই এলাকার ছবুর উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, গতকাল রাতে গঙ্গারগাছ এলাকায় গরু পাচারের বাঁশের তৈরি চরকার মাধ্যমে ভারত থেকে গরু নিয়ে আসছিলেন ১০-১২ বাংলাদেশি। এ সময় হঠাৎ চরকার বাঁশ ভেঙে কামাল হোসেনের মাথায় আঘাত লাগে। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাঁর সহযোগীরা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে কয়েক ঘণ্টা চিকিৎসাধীন অবস্থায় কামাল হোসেনের মৃত হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গরু ব্যবসায়ী বলেন, চরকায় করে ভারতীয় গরু পারাপারের সময় চরকায় আটকে যান কামাল হোসেন। এ সময় চরকার একটি বাঁশ ভেঙে তাঁর মাথায় লেগে গুরুতর আহত হন। কামালের সহযোগীদের নাম প্রকাশ না করলেও তাঁরা সুস্থ রয়েছেন বলেও জানান ব্যবসায়ীরা।
গোড়ল ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান রমজান আলী বলেন, ‘স্থানীয়দের কাছে ঘটনাটি শুনতে পেয়েছি। কামাল হোসেনের পরিবার জানান সীমান্তের চরকার বাঁশ মাথায় লেগে তিনি মারা যান। মরদেহ হাসপাতালে রয়েছে।’
এ বিষয়ে জানতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫-ব্যাটালিয়নের অধিনায়কের সরকারি নম্বরে কল করা হলে ধরেননি।
গোড়ল পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোস্তাকিম বলেন, ‘সীমান্তে বাঁশের চরকার আঘাতে কামাল হোসেন নামে একজনের মৃত্যু হয়েছে শুনেছি। ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে সংঘবদ্ধ পিটুনিতে রিপন মিয়া (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে। রিপন মিয়া ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আহম্মদাবাদ গ্রামের আব্দুল খালেকের ছেলে। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ...
৩ মিনিট আগে‘অধ্যাপক ড. রুবেল আনসার বলেন, ‘‘আমি কখনো এত দিন কারও পেছনে ঘুরিনি, কারও জন্য অপেক্ষা করিনি, তোমার জন্যই এত দিন অপেক্ষা করতে হয়েছে। আমি তোমার রেজাল্টও বাড়িয়ে দেব, তোমার রেজাল্ট ৩ দশমিক ৫০ হয়ে যাবে।’’ এসব শোনার পরে আমি দ্রুত তাঁর গাড়ি থেকে নেমে কোনো রকমে আত্মরক্ষা করি।’
৫ মিনিট আগেবর্জ্য থেকে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন কার্যক্রম দ্রুত শুরু করতে আগ্রহের কথা ব্যক্ত করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন। তিনি বলেছেন, বর্জ্য যথাযথ ব্যবস্থাপনা না হওয়ায় নগরে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজ সোমবার (১১ আগস্ট) টাইগারপাসের নগর ভবন কার্যালয়ে জাপানের
২৭ মিনিট আগেরাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় আহতদের মধ্যে এখন ২৪ জন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তাদের মধ্যে ২২ জনই শিশু। এখন পর্যন্ত ১৪ জনকে চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে।
২৯ মিনিট আগে