গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আলোচিত তিন সাঁওতাল হত্যা মামলার নারাজি শুনানি শেষ করেছেন আদালত। আজ বুধবার গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হাসানের বিচারিক আদালতে মামলার নারাজির ওপর শুনানির দিন ধার্য ছিল।
অন্যদিকে দুপুর ১২টা থেকে আদালত সংলগ্ন সড়কের সামনের ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটি।
মলার শুনানি শেষে আইনজীবী সিরাজুল ইসলাম বলেন, ‘আদালত নারাজির ওপর তিন দফা সময় পিছিয়ে দীর্ঘ শুনানি শেষ আজ করেছেন। আদেশের দিন পরবর্তীতে জানাবেন আদালত।’
আলোচিত তিন সাঁওতাল নাগরিক হত্যার বিচার, বসতবাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট ও সাঁওতালদের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সাঁওতাল ও স্থানীয় জনগোষ্ঠীর যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির আয়োজনে বুধবার দুপুর ১২টা থেকে ঘণ্টাব্যাপী গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল আদালত সংলগ্ন উপজেলার সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ‘সাঁওতাল হত্যাকাণ্ডে জড়িতরা প্রকাশ্যে ঘুরে বেড়ায় কিন্তু তাঁদের গ্রেপ্তার করা হয় না। উল্টো তাঁরা ঘটনার এলাকায় গিয়ে বিভিন্ন সভা-সমাবেশ করেন। তাদের অবাধ বিচরণে সাঁওতালদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। হত্যাকাণ্ডের ৭ বছর পেরিয়ে গেলেও ঘটনার সঙ্গে জড়িতদের আজও গ্রেপ্তার করা হয়নি। মামলার মূল ১১ আসামিকে বাদ দিয়ে চার্জশিট দেওয়া হয়েছে। আসামিরা দম্ভের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন।’
সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন—গাইবান্ধা আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ আহ্বায়ক আইনজীবী সিরাজুল ইসলাম বাবু, আইনজীবী ফারুক কবির, সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম মাস্টার, সাংগঠনিক সম্পাদক স্বপন শেখ, সহ সাংগঠনিক সম্পাদক সুফল হেমব্রম, কোষাধ্যক্ষ প্রিসিলা মুরমু ও মামলার বাদী থমাস হেমব্রম প্রমুখ।
উল্লেখ্য, ২০১৬ সালের ৬ নভেম্বর চিনিকল কর্তৃপক্ষ পুলিশকে সঙ্গে নিয়ে সাহেবগঞ্জ বাগদা ফার্ম ইক্ষু খামারে আখ কাটতে যান। এ সময় সাঁওতালেরা তাদের পৈতৃক সম্পত্তি দাবি করে বাধা দিলে পুলিশ সাঁওতালদের ওপর গুলি চালায়। এতে শ্যামল হেমব্রম, মঙ্গল মার্ডি ও রমেশ টুডু নামে তিন সাঁওতাল জনগোষ্ঠীর যুবক নিহত হন।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আলোচিত তিন সাঁওতাল হত্যা মামলার নারাজি শুনানি শেষ করেছেন আদালত। আজ বুধবার গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হাসানের বিচারিক আদালতে মামলার নারাজির ওপর শুনানির দিন ধার্য ছিল।
অন্যদিকে দুপুর ১২টা থেকে আদালত সংলগ্ন সড়কের সামনের ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটি।
মলার শুনানি শেষে আইনজীবী সিরাজুল ইসলাম বলেন, ‘আদালত নারাজির ওপর তিন দফা সময় পিছিয়ে দীর্ঘ শুনানি শেষ আজ করেছেন। আদেশের দিন পরবর্তীতে জানাবেন আদালত।’
আলোচিত তিন সাঁওতাল নাগরিক হত্যার বিচার, বসতবাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট ও সাঁওতালদের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সাঁওতাল ও স্থানীয় জনগোষ্ঠীর যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির আয়োজনে বুধবার দুপুর ১২টা থেকে ঘণ্টাব্যাপী গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল আদালত সংলগ্ন উপজেলার সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ‘সাঁওতাল হত্যাকাণ্ডে জড়িতরা প্রকাশ্যে ঘুরে বেড়ায় কিন্তু তাঁদের গ্রেপ্তার করা হয় না। উল্টো তাঁরা ঘটনার এলাকায় গিয়ে বিভিন্ন সভা-সমাবেশ করেন। তাদের অবাধ বিচরণে সাঁওতালদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। হত্যাকাণ্ডের ৭ বছর পেরিয়ে গেলেও ঘটনার সঙ্গে জড়িতদের আজও গ্রেপ্তার করা হয়নি। মামলার মূল ১১ আসামিকে বাদ দিয়ে চার্জশিট দেওয়া হয়েছে। আসামিরা দম্ভের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন।’
সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন—গাইবান্ধা আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ আহ্বায়ক আইনজীবী সিরাজুল ইসলাম বাবু, আইনজীবী ফারুক কবির, সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম মাস্টার, সাংগঠনিক সম্পাদক স্বপন শেখ, সহ সাংগঠনিক সম্পাদক সুফল হেমব্রম, কোষাধ্যক্ষ প্রিসিলা মুরমু ও মামলার বাদী থমাস হেমব্রম প্রমুখ।
উল্লেখ্য, ২০১৬ সালের ৬ নভেম্বর চিনিকল কর্তৃপক্ষ পুলিশকে সঙ্গে নিয়ে সাহেবগঞ্জ বাগদা ফার্ম ইক্ষু খামারে আখ কাটতে যান। এ সময় সাঁওতালেরা তাদের পৈতৃক সম্পত্তি দাবি করে বাধা দিলে পুলিশ সাঁওতালদের ওপর গুলি চালায়। এতে শ্যামল হেমব্রম, মঙ্গল মার্ডি ও রমেশ টুডু নামে তিন সাঁওতাল জনগোষ্ঠীর যুবক নিহত হন।
মাত্র সাড়ে পাঁচ বছর বয়সী খুদে ফুটবলার সোহানের অসাধারণ প্রতিভা দেখে তার পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় দলের সাবেক সাফজয়ী অধিনায়ক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক সোহানের বাড়িতে গিয়ে ফুটবল খেলার সরঞ্জা
৩৪ মিনিট আগেনাটোরের লালপুরের গোপালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুলের পাশে প্রাইভেট কারে সাইদুর রহমান (৩৫) নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সাইদুর কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বামনগ্রামের আলতাফ হোসেনের ছেলে। পুলিশের ধারণা, নিহত সাইদুর একজন পেশাদার গাড়িচালক।
১ ঘণ্টা আগেআল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে চাকরিচ্যুত কর্মকর্তা ও ব্যাংকের নিরাপত্তাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জনের আহতের খবর পাওয়া গেছে। ব্যাংক কর্তৃপক্ষের দাবি, তারা সবাই ব্যাংকের বর্তমান কর্মকর্তা ও কর্মচারী। তবে হামলার সময় নিরাপত্তাকর্মীদের লাঠিপেটায় কতজন কর্মকর্তা আহত হয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
২ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে পঞ্চম শ্রেণির ছাত্র ইরফান ওরফে আরমান আলী বাবুর (১১) গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় র্যাব তিনজনকে গ্রেপ্তার করার কথা জানালেও স্থানীয় থানা-পুলিশের বক্তব্যে এসেছে ভিন্ন সুর। র্যাব যেখানে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দাবি করছে, সেখানে থানা-পুলিশ বলছে—গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা অন্য
২ ঘণ্টা আগে