Ajker Patrika

বাস ডাকাতির মামলায় গ্রেপ্তার ৫ জন জেলহাজতে, স্বর্ণলংকার উদ্ধার

রংপুর প্রতিনিধি
বাস ডাকাতির মামলায় গ্রেপ্তার ৫ জন জেলহাজতে, স্বর্ণলংকার উদ্ধার

রংপুরের পীরগঞ্জে বাস ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় ১১ ঘণ্টার মধ্যে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় পীরগঞ্জ ও গাইবান্ধার পলাশবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আটক ৫ জনের মধ্যে ৪ জন ডাকাতির সঙ্গে সরাসরি জড়িত ও একজন ডাকাতির মালামাল ক্রয়কারী।

গ্রেপ্তারের পর আজ মঙ্গলবার দুপুরে পীরগঞ্জ থানায় একটি প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পীরগঞ্জের চতরা ইউনিয়নের আগা চতরা গ্রামের ফিরোজ মিয়া (২৮), জয়পুর গ্রামের মেহেদী হাসান (২৫), বড় আলমপুর ইউনিয়নের স্কুলপাড়া গ্রামের মোহাম্মদ আলী (৩৮), টুকুরিয়া ইউনিয়নের বড় গোপীনাথপুর গ্রামের শাহজাহান আলী (৩০) ও ডাকাতির স্বর্ণ ক্রয়কারী চতরা ইউনিয়নের মনোয়ার হোসেন (৩৮)।

পুলিশ জানায়, গত শুক্রবার (১২ জানুয়ারি) ডাকাতির উদ্দেশ্যে রাতে গাজীপুরের চান্দুরা বাসস্ট্যান্ডে রংপুরগামী একটি বাসে যাত্রী হিসেবে ছদ্মবেশে ওঠে ওই ডাকাত দল। পরদিন শনিবার (১৩ জানুয়ারি) রাত ১টায় বগুড়ার শেরপুর ফুড ভিলেজে যাত্রাবিরতিতে তাঁদের সঙ্গে আরও ৪ জন ডাকাত যোগ দেন। রাত ৩টার দিকে বাস পীরগঞ্জ থানার লালদীঘি ওভারব্রিজ পার হলে ডাকাত দলের সদস্যরা বাসের চালক ও সুপারভাইজারসহ যাত্রীদের ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে।

এরপর বাসের চালককে স্টিয়ারিং থেকে উঠিয়ে ডাকাত মেহেদী বাসটি চালিয়ে রংপুর অভিমুখে যেতে থাকে। পথিমধ্যে ডাকাত ফিরোজ, মোহাম্মাদ আলী, শাহজাহানসহ অন্যান্য ডাকাতেরা ধারালো অস্ত্র দিয়ে বাসের যাত্রীদের অনেককে আঘাত করে। এতে অনেক যাত্রী আহত হয়। ডাকাতেরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ৮টি স্মার্টফোন, নগদ ৪২ হাজার টাকা ও স্বর্ণালংকার লুণ্ঠন করে নিয়ে যায়।

এ ঘটনায় সোমবার (১৫ জানুয়ারি) রাত ২টা ৩০ মিনিটের দিকে পীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়। এরপর পুলিশ অভিযান শুরু করে। তথ্য প্রযুক্তির সহায়তায় ১১ ঘণ্টার মধ্যে রংপুরের পীরগঞ্জ ও গাইবান্ধার পলাশবাড়ি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ডাকাতির সময় ব্যবহৃত ৬টি ধারালো চাকু,৩টি স্মার্ট ফোন,৫টি বাটন ফোন, লুণ্ঠিত স্বর্ণ ও এক জোড়া কানের দুল উদ্ধার করা হয়। গ্রেপ্তার ডাকাতদের মঙ্গলবার বেলা দেড়টার দিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, ‘বাস ডাকাতির ঘটনায় মামলা রুজু হওয়ার সঙ্গে সঙ্গেই অভিযান শুরু করা হয়। পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারের (ক্রাইম) নেতৃত্বে মাত্র ১১ ঘণ্টার ব্যবধানে ডাকাতির সঙ্গে জড়িত ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধার করা হয়। ফিরোজ মিয়ার বিরুদ্ধে পীরগঞ্জ থানায় ৩টি ডাকাতির মামলা, মেহেদীর বিরুদ্ধে বিভিন্ন থানায় দুটি ডাকাতির মামলা ও দুটি ডাকাতির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি আছে। গ্রেপ্তার ডাকাতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

এলাকার খবর
Loading...