Ajker Patrika

পুলিশ হেফাজতে সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ১০: ৩৮
পুলিশ হেফাজতে সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন

সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে হেফাজতে নিয়েছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার রুহিয়া সেনপাড়ার বাড়ি থেকে তাঁকে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। 

পুলিশ হেফাজতে নেওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মণ্ডল ও রমেশ চন্দ্র সেনের স্বজনেরা। 

ওসি গুলফামুল বলেন, ‘গতকাল রাতে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে দুটি গাড়ি সাবেক সংসদ সদস্যের বাড়িতে প্রবেশ করে। আমরা জানতে পেরে সেখানে যাই। এ সময় দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা আমাদের জানান, সাবেক সংসদ সদস্যকে তাঁরা নিরাপত্তার স্বার্থে নিজেদের হেফাজতে নিয়েছেন। তাঁকে কোনো মামলায় গ্রেপ্তার বা আটক দেখানো হয়নি। 

রমেশ সেনের স্ত্রী অঞ্জলি রাণী সেন জানান, রমেশ সেন গতকাল রাতে খাবার খেয়ে ওষুধ খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় কয়েকজন বাড়িতে এসে তাঁর খোঁজ করেন। ৮-১০ জন শোয়ার ঘরে প্রবেশ করে তাঁদের সঙ্গে রমেশ সেনকে যেতে বাধ্য করেন। এ সময় বাড়ি দেখাশোনা করে এমন বেশ কয়েকজনের মোবাইল ফোনসেট জব্দ করা হয়। রমেশ সেনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেওয়া হবে বলে জানান তাঁরা। তবে রমেশ সেনকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, সে বিষয়ে পরিবারকে জানানো হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত