Ajker Patrika

ফুলবাড়ীতে কাভার্ড ভ্যান-রিকশা ভ্যান সংঘর্ষে জেলে নিহত, আহত ৩

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ০৯ মে ২০২৪, ১৫: ১৯
ফুলবাড়ীতে কাভার্ড ভ্যান-রিকশা ভ্যান সংঘর্ষে জেলে নিহত, আহত ৩

দিনাজপুরের ফুলবাড়ীতে কাভার্ড ভ্যানের সঙ্গে রিকশা ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শামছুল আলম (৬৫) নামের এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানচালকসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী পৌর এলাকার বারোকোনা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামছুল আলম পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের বারঘরিয়া গ্রামের বাসিন্দা। আহত ব্যক্তিরা হলেন পার্বতীপুর উপজেলার উত্তরা আনন্দবাজার গ্রামের রফিকুল ইসলাম (৬০), মাবুদ (৪২) ও শফিকুর রহমান (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ফুলবাড়ী-ঢাকা মোড় এলাকা থেকে ভ্যানযোগে জাল নিয়ে মাছ ধরতে যাচ্ছিলেন কয়েকজন। এ সময় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ফুলবাড়ী পৌর এলাকার বারোকোনা নামক স্থানে বিরামপুর থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যানের (ঢাকা-মেট্রো-ন-২০২৪০১) সঙ্গে রিকশা-ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে রিকশা-ভ্যানটি দুমড়ে-মুচড়ে গিয়ে ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে যায়। তাতে ভ্যানে থাকা শামছুল আলম ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় ভ্যানচালকসহ তিনজন গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ বিষয়ে জানতে চাইলে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে আহতদের উদ্ধার করা হয়েছে। তা ছাড়া ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। কাভার্ড ভ্যান থানায় নিয়ে আসা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। সড়ক পরিবহন আইনে একটি মামলার প্রক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্বর

আবদুল হামিদের দেশত্যাগে এবার কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

গতকাল রাতে ৪৮টি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত