প্রতিনিধি, রংপুর সদর (রংপুর)
বর্তমানে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের পাঁচটি মেডিসিন ইউনিটে রোগী ভর্তি রয়েছে ৩১৯ জন। এসব রোগীর ৭০ ভাগেরই করোনার উপসর্গ রয়েছে। এ ছাড়া প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছে। নতুন ভর্তি হওয়া অধিকাংশ রোগীই করোনার উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে বলে জানিয়েছে মেক হাসপাতাল কর্তৃপক্ষ।
সূত্রে জানা যায়, গত এক সপ্তাহে মেডিসিন বিভাগের পাঁচটি ইউনিটে মারা গেছে ৬০ জন রোগী। এদের অনেকেরই অন্যান্য রোগের সঙ্গে করোনার উপসর্গ ছিল।
দায়িত্বরত চিকিৎসকেরা জানিয়েছেন, হাসপাতালে তাৎক্ষণিকভাবে শ্বাসকষ্ট, জ্বর নিয়ে ভর্তি হওয়া রোগীদের শুরুতেই করোনার চিকিৎসা দেওয়া হচ্ছে। পরে তাঁদের পরীক্ষা–নিরীক্ষা করে করোনা পজিটিভ ধরা পড়ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিটি রোগীর সঙ্গেই একাধিক স্বজন রয়েছেন। যাঁরা রোগীকে ঘিরে বসে বা শুয়ে আছেন। এসব ওয়ার্ডে চিকিৎসকেরা ঝুঁকি নিয়ে চিকিৎসা দিচ্ছেন। শুধু সার্জিক্যাল মাস্ক পরিধান করে রোগীদের খুব কাছাকাছি থেকে চিকিৎসা দিচ্ছেন তাঁরা। নার্সদের ক্ষেত্রেও একই অবস্থা। তাঁরাও ঝুঁকি নিয়ে সেবা দিচ্ছেন।
নাম প্রকাশ না করার শর্তে মেডিসিন ওয়ার্ডে ইন্টার্ন চিকিৎসক বলেন, এখানে যাঁরা ভর্তি হন তাঁদের আরটিপিসিআর টেস্ট করালে করোনা নেগেটিভ আসে ৪০ শতাংশ। এইচআরসিটি পরীক্ষা করালে সঠিক রিপোর্ট পাওয়া যায়। সেখানে করোনায় শনাক্ত হন। অনেকেই আবার সিজনাল জ্বরে আক্রান্ত হয়ে আসছেন। এ ক্ষেত্রে চিকিৎসা নেওয়ার সাত বা দশ দিন পরেই সুস্থ হয়ে উঠছেন তাঁরা।
নীলফামারীর সৈয়দপুর থেকে আসা সাবিনা ইয়াসমিন এবং গাইবান্ধার পলাশবাড়ী থেকে আসা ফিরোজা বেগম দুজনই নিজ নিজ স্বামীকে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি করিয়েছেন। তাঁরা জানান, সাত দিন ধরে স্বামী জ্বরে ভুগছেন। ওষুধ খাওয়াচ্ছেন কিন্তু জ্বর ভালো হচ্ছে না। কী করবেন এ নিয়ে দিশেহারা তাঁরা।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. রেজাউল করিম জানান, এখন জ্বর–সর্দি–কাশির রোগীর সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেশি। এর মধ্যে কারও সিজনাল জ্বর, আবার কারও করোনা। এ ক্ষেত্রে প্রথমেই তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। পরীক্ষার পর যাদের করোনা পজিটিভ হচ্ছে, তাঁদের আলাদা চিকিৎসা দেওয়া হচ্ছে।
বর্তমানে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের পাঁচটি মেডিসিন ইউনিটে রোগী ভর্তি রয়েছে ৩১৯ জন। এসব রোগীর ৭০ ভাগেরই করোনার উপসর্গ রয়েছে। এ ছাড়া প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছে। নতুন ভর্তি হওয়া অধিকাংশ রোগীই করোনার উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে বলে জানিয়েছে মেক হাসপাতাল কর্তৃপক্ষ।
সূত্রে জানা যায়, গত এক সপ্তাহে মেডিসিন বিভাগের পাঁচটি ইউনিটে মারা গেছে ৬০ জন রোগী। এদের অনেকেরই অন্যান্য রোগের সঙ্গে করোনার উপসর্গ ছিল।
দায়িত্বরত চিকিৎসকেরা জানিয়েছেন, হাসপাতালে তাৎক্ষণিকভাবে শ্বাসকষ্ট, জ্বর নিয়ে ভর্তি হওয়া রোগীদের শুরুতেই করোনার চিকিৎসা দেওয়া হচ্ছে। পরে তাঁদের পরীক্ষা–নিরীক্ষা করে করোনা পজিটিভ ধরা পড়ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিটি রোগীর সঙ্গেই একাধিক স্বজন রয়েছেন। যাঁরা রোগীকে ঘিরে বসে বা শুয়ে আছেন। এসব ওয়ার্ডে চিকিৎসকেরা ঝুঁকি নিয়ে চিকিৎসা দিচ্ছেন। শুধু সার্জিক্যাল মাস্ক পরিধান করে রোগীদের খুব কাছাকাছি থেকে চিকিৎসা দিচ্ছেন তাঁরা। নার্সদের ক্ষেত্রেও একই অবস্থা। তাঁরাও ঝুঁকি নিয়ে সেবা দিচ্ছেন।
নাম প্রকাশ না করার শর্তে মেডিসিন ওয়ার্ডে ইন্টার্ন চিকিৎসক বলেন, এখানে যাঁরা ভর্তি হন তাঁদের আরটিপিসিআর টেস্ট করালে করোনা নেগেটিভ আসে ৪০ শতাংশ। এইচআরসিটি পরীক্ষা করালে সঠিক রিপোর্ট পাওয়া যায়। সেখানে করোনায় শনাক্ত হন। অনেকেই আবার সিজনাল জ্বরে আক্রান্ত হয়ে আসছেন। এ ক্ষেত্রে চিকিৎসা নেওয়ার সাত বা দশ দিন পরেই সুস্থ হয়ে উঠছেন তাঁরা।
নীলফামারীর সৈয়দপুর থেকে আসা সাবিনা ইয়াসমিন এবং গাইবান্ধার পলাশবাড়ী থেকে আসা ফিরোজা বেগম দুজনই নিজ নিজ স্বামীকে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি করিয়েছেন। তাঁরা জানান, সাত দিন ধরে স্বামী জ্বরে ভুগছেন। ওষুধ খাওয়াচ্ছেন কিন্তু জ্বর ভালো হচ্ছে না। কী করবেন এ নিয়ে দিশেহারা তাঁরা।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. রেজাউল করিম জানান, এখন জ্বর–সর্দি–কাশির রোগীর সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেশি। এর মধ্যে কারও সিজনাল জ্বর, আবার কারও করোনা। এ ক্ষেত্রে প্রথমেই তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। পরীক্ষার পর যাদের করোনা পজিটিভ হচ্ছে, তাঁদের আলাদা চিকিৎসা দেওয়া হচ্ছে।
গোপন সংবাদের ভিত্তিতে অপারেশন ডেভিলহান্ট পরিচালনা করে রাঙামাটি জেলা যুবলীগ নেতা মো মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করেছে রাঙামাটি কোতোয়ালি থানা-পুলিশ। গ্রেপ্তার মিজান রাঙামাটি জেলা যুবলীগের সহসাধারণ সম্পাদক ও রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি।
৬ মিনিট আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশের চট্টগ্রামমুখী সার্ভিস লেনে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে চিটাগাংরোড থেকে মৌচাক এলাকা পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে মহাসড়কের আমিজউদদীন পেট্রল পাম্পের উল্টো পাশে চট্টগ্রামমুখী লেনে এ
১ ঘণ্টা আগেভোলার চরফ্যাশনে গ্রামীণ অবকাঠামো সংস্কারে ২০২৪-২৫ অর্থবছরে নেওয়া ১৮৮টি প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অধিকাংশ ক্ষেত্রে কাজ না করেই বরাদ্দের টাকা ও গম উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে। কিছু কিছু জায়গায় নামমাত্র কাজ করা হয়েছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নে
২ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল।
৮ ঘণ্টা আগে