Ajker Patrika

পাটগ্রামে ১৭ মামলার আসামি গ্রেপ্তার

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
পাটগ্রামে ১৭ মামলার আসামি গ্রেপ্তার

লালমনিরহাটের পাটগ্রামে ১৭ মামলার ও এক মাদক মামলায় এক বছরের সাজা পাওয়া ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আরিফুল ইসলাম তানজিতকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ এই তথ্য জানিয়েছেন।

পাটগ্রাম থানা–পুলিশ জানায়, উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা গ্রামের বাসিন্দা তানজিত এলাকায় শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে চুরি, ছিনতাই, অপহরণ, মারামারি, প্রতারণা ও মাদক মামলাসহ বিভিন্ন অপরাধের ১৭টি মামলা রয়েছে। এলাকার ভুক্তভোগী লোকজন ভয়ে তানজিতের বিরুদ্ধে কোথাও অভিযোগ দেন না। টাকার বিনিময়ে তিনি যে কোনো সন্ত্রাসী কাজ করতেন।

পুলিশ আরও জানায়, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তানিজতকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এরপর গতকাল সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তানজিতের অবস্থান নিশ্চিত হয়ে বুড়িমারী ইউনিয়নের খিরাআজ্জারবাড়ি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশের একটি দল।

ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘তানজিত বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আজ আদালতে তোলা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত