Ajker Patrika

মাঙ্কিপক্স প্রতিরোধে হিলি চেকপোস্টে নেই বাড়তি সতর্কতার নির্দেশনা

হিলি স্থলবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ২৩ মে ২০২২, ১৬: ৪৩
মাঙ্কিপক্স প্রতিরোধে হিলি চেকপোস্টে নেই বাড়তি সতর্কতার নির্দেশনা

মাঙ্কিপক্স প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে দেশের বিমান ও স্থলবন্দরগুলোকে সতর্কতা জারি করা হলেও দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট সতর্কতার বিষয়ে এখনো কোনো লিখিত চিঠি দেওয়া হয়নি। আগের মতোই চলছে হিলি ইমিগ্রেশনের কার্যক্রম। 

তবে কোনো পাসপোর্টধারী যাত্রীর মধ্যে অস্বাভাবিক লক্ষণ দেখা গেলে মেডিকেল টিমের শরণাপন্ন করা হবে বলে জানিয়েছেন হিলি ইমিগ্রেশন চেকপোস্টে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান। 

ওসি বদিউজ্জামান জানান, তাদের কর্মকর্তাদের কাছ থেকে মাঙ্কিপক্স ভাইরাসের সতর্কতার বিষয়ে তারা এখনো কোনো চিঠি বা নির্দেশনা পাননি। তবে তারা ব্যক্তিগতভাবে সতর্ক রয়েছেন, পাসপোর্টধারী কোনো যাত্রী মধ্যে অস্বাভাবিক লক্ষণ দেখা গেলে, সেই যাত্রীকে নিয়ে মেডিকেল টিমের কাছে শরণাপন্ন হবেন বলে জানান তিনি। 

এই চেকপোস্ট দিয়ে প্রতিদিন দুই থেকে আড়াই শ পাসপোর্টধারী যাত্রী ভারত-বাংলাদেশের মধ্যে যাওয়া-আসা করে থাকেন। পূর্বের ন্যায় যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে বলে জানান ওসি। 

মাঙ্কিপক্স সম্পর্কিত সবশেষ সংবাদ পেতে - এখানে ক্লিক করুন

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শ্যামল কুমার দাস জানান, করোনার সময় থেকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট একটি মেডিকেল টিম কাজ করছে। মেডিকেল টিমকে নির্দেশনা দেওয়া হয়েছে, ভারত থেকে আগত কোনো যাত্রীর মধ্যে অস্বাভাবিক কোনো কিছু দেখতে পেলে তাঁরা যেন ভালোভাবে সে যাত্রীকে পরীক্ষা-নিরীক্ষা করেন। 

এই সম্পর্কিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত