ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
গত দুই দিনে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমা অতিক্রম করলেও এখন তা কমতে শুরু করেছে। ফলে নীলফামারীর ডিমলায় বন্যা পরিস্থিতির উন্নতি ঘটছে। আজ বুধবার দুপুরে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ৫০ সেন্টিমিটার, যা স্বাভাবিকের (৫২ দশমিক ৬০ সেন্টিমিটার) চেয়ে দশমিক ১০ সেন্টিমিটার নিচে। পানি উন্নয়ন বোর্ড ডালিয়া বিভাগের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে গত সপ্তাহে পানির প্রবাহ কয়েক দফা বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩০ সেন্টিমিটার অতিক্রম করেছিল। গত দুই দিন একটানা বিপৎসীমা অতিক্রম করার ফলে উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রায় ১০ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়ে। পানিবন্দী এসব পরিবারের কেউ কেউ বাঁধের ওপর মানবেতর জীবনযাপন করছেন। বর্তমানে তিস্তার পানির প্রবাহ বিপৎসীমার নিচে নেমে আসায় বন্যা পরিস্থিতিরও কিছুটা উন্নতি ঘটেছে। ঘর-বাড়ি থেকে নেমে যেতে শুরু করেছে বন্যার পানি।
এদিকে বন্যাকবলিত পরিবারগুলোর মধ্যে সরকারিভাবে ত্রাণ বিতরণ করা হয়েছে। খালিশা চাপানি ইউনিয়নের চেয়ারম্যান শহীদুজ্জামান কিঞ্জল জানান, বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো অনেক পরিবার পানিবন্দী অবস্থায় পড়ে আছে। মানুষের দুর্ভোগ বেড়ে গেছে। নিম্ন আয়ের লোকজনের কাজ না থাকায় তারা বিপাকে পড়েছে। গোখাদ্যের সংকট দেখা দিয়েছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আসফাউদদৌলা বলেন, মঙ্গলবার রাত থেকে কমতে শুরু করে তিস্তার পানির প্রবাহ। বুধবার সকাল ৬টায় বিপৎসীমার ৫ সেন্টিমিটার ও দুপুর ১২টায় আরও কমে গিয়ে বিপৎসীমার ১০ সেন্টিমিটার নিচে তিস্তার পানির প্রবাহ রেকর্ড করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলায়েত হোসেন বলেন, ‘পানিবন্দী পরিবারগুলোর মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। প্রতিমুহূর্তে বন্যা পরিস্থিতির খোঁজ নেওয়া হচ্ছে।’
গত দুই দিনে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমা অতিক্রম করলেও এখন তা কমতে শুরু করেছে। ফলে নীলফামারীর ডিমলায় বন্যা পরিস্থিতির উন্নতি ঘটছে। আজ বুধবার দুপুরে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ৫০ সেন্টিমিটার, যা স্বাভাবিকের (৫২ দশমিক ৬০ সেন্টিমিটার) চেয়ে দশমিক ১০ সেন্টিমিটার নিচে। পানি উন্নয়ন বোর্ড ডালিয়া বিভাগের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে গত সপ্তাহে পানির প্রবাহ কয়েক দফা বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩০ সেন্টিমিটার অতিক্রম করেছিল। গত দুই দিন একটানা বিপৎসীমা অতিক্রম করার ফলে উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রায় ১০ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়ে। পানিবন্দী এসব পরিবারের কেউ কেউ বাঁধের ওপর মানবেতর জীবনযাপন করছেন। বর্তমানে তিস্তার পানির প্রবাহ বিপৎসীমার নিচে নেমে আসায় বন্যা পরিস্থিতিরও কিছুটা উন্নতি ঘটেছে। ঘর-বাড়ি থেকে নেমে যেতে শুরু করেছে বন্যার পানি।
এদিকে বন্যাকবলিত পরিবারগুলোর মধ্যে সরকারিভাবে ত্রাণ বিতরণ করা হয়েছে। খালিশা চাপানি ইউনিয়নের চেয়ারম্যান শহীদুজ্জামান কিঞ্জল জানান, বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো অনেক পরিবার পানিবন্দী অবস্থায় পড়ে আছে। মানুষের দুর্ভোগ বেড়ে গেছে। নিম্ন আয়ের লোকজনের কাজ না থাকায় তারা বিপাকে পড়েছে। গোখাদ্যের সংকট দেখা দিয়েছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আসফাউদদৌলা বলেন, মঙ্গলবার রাত থেকে কমতে শুরু করে তিস্তার পানির প্রবাহ। বুধবার সকাল ৬টায় বিপৎসীমার ৫ সেন্টিমিটার ও দুপুর ১২টায় আরও কমে গিয়ে বিপৎসীমার ১০ সেন্টিমিটার নিচে তিস্তার পানির প্রবাহ রেকর্ড করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলায়েত হোসেন বলেন, ‘পানিবন্দী পরিবারগুলোর মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। প্রতিমুহূর্তে বন্যা পরিস্থিতির খোঁজ নেওয়া হচ্ছে।’
কক্সবাজার সাগরপারের সুগন্ধা পয়েন্টে হোটেল-মোটেল জোনের ২০০ কোটি টাকা মূল্যের ২ একর ৩০ শতক খাসজমি দখল করে শতাধিক দোকান নির্মাণ করা হয়েছে। অভিযোগ উঠেছে, জাল কাগজ বানিয়ে একটি সংঘবদ্ধ চক্র ৫ আগস্ট পরবর্তী প্রশাসনিক শিথিলতার সুযোগে হোটেল-মোটেল জোনের বাতিল করা প্লটের এই জমি দখল করেছে।
১ ঘণ্টা আগেসাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি আত্মহত্যা করেননি, তাঁরা খুন হয়েছেন। এই হত্যাকাণ্ডে অংশ নেয় দুজন। প্রথমে সাগর ও পরে রুনিকে ছুরিকাঘাত করা হয়। তবে ডিএনএ রিপোর্টে অস্পষ্টতা থাকায় হত্যাকারীদের শনাক্ত করা এখনো সম্ভব হয়নি।
৪ ঘণ্টা আগেবরগুনার বিষখালী, বলেশ্বর ও পায়রা নদীতে নির্বিচারে মারা পড়ছে ইলিশের পোনা বা জাটকা। নিষিদ্ধ বাঁধা, গোপ, বেহেন্দি ও কারেন্ট জালে এগুলো শিকার করা হচ্ছে। দেড়-দুই ইঞ্চি লম্বা এসব মাছকে এলাকার হাট-বাজারে ‘চাপিলা’ বলে বিক্রি করছেন জেলেরা। সেই সঙ্গে শুঁটকি বানানো হচ্ছে।
৪ ঘণ্টা আগেঝিনাইদহ সদর উপজেলার করিমপুর গ্রামের হাসিনা বেগম নামের এক বৃদ্ধা বেশ কিছুদিন ঠান্ডা জ্বরে ভুগছেন। এসেছেন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে। ডাক্তার তাঁকে দেখেশুনে কিছু ওষুধ কেনার পরামর্শ দিয়েছেন।
৪ ঘণ্টা আগে