Ajker Patrika

শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির পদযাত্রা শুরু

রংপুর প্রতিনিধি
আপডেট : ০১ জুলাই ২০২৫, ১৫: ৩৪
রংপুরের পীরগঞ্জে বামনপুর গ্রামে আজ সকালে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতে এনসিপির নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা
রংপুরের পীরগঞ্জে বামনপুর গ্রামে আজ সকালে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতে এনসিপির নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘একটি নতুন বাংলাদেশ গড়তে হলে অবশ্যই বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দিকে যেতে হবে। জুলাই সনদ নিয়ে টালবাহানা শুরু হয়েছে। আমরা স্পষ্টভাবে হুঁশিয়ারি দিতে চাই। যদি সরকার মনে করে থাকেন হাজারো-লক্ষ মানুষ যারা রাজপথে নেমে এসেছিল। তাঁরা ঘরে ফিরে গিয়েছে। তাহলে আপনারা ভুল ভাবছেন। আমরা আবু সাঈদের কবর থেকে ঘোষণা করছি। আমরা বাংলার প্রতিটি পথে প্রান্তরে যাব। আমরা বাংলার ছাত্রজনতা তরুণ শ্রমিক আবারও রাজপথে নেমে আসতে আহ্বান জানাব। ৩ আগস্ট ঢাকা আসছি, বাংলাদেশের জনগণ, শ্রমিক, ছাত্রদের সঙ্গে নিয়ে ঢাকায় ঢুকব এবং আমাদের জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ আদায় করে ছাড়ব।’

জুলাই পদযাত্রা শুরুর আগে আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে রংপুরের পীরগঞ্জে বামনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে এসব কথা বলেন নাহিদ ইসলাম। এর আগে এ দিন সকাল ১০টার দিকে শহীদ আবু সাঈদের বাড়িতে পৌঁছে এনসিপির কেন্দ্রীয় নেতারা তার কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।

নাহিদ ইসলাম বলেন, ‘নতুন দেশ গড়ার যে উদ্যম দরকার। রাষ্ট্র গঠনের জন্য আমাদের কাজ করা দরকার। সেই রাষ্ট্র গঠনের জন্য জুলাই পদযাত্রা। যেখানে আমরা সারা বাংলাদেশের মানুষের সাথে, ৬৪ জেলার মানুষের সাথে কথা বলব, কথা শুনব। আবু সাঈদেরা যে কারণে, সেই স্বপ্ন, সেই আকাঙ্ক্ষা, আমরা তাদের কাছে তুলে ধরব। তাই আজকে আমরা পদযাত্রা শুরু করেছি রংপুর পীরগঞ্জে যেখানে আবু সাঈদ শায়িত রয়েছেন, সেই আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে।’

‘২৪-এর ছাত্র গণ-আন্দোলন শুধু একটি ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ছিল না, এটি ছিল নতুন রাষ্ট্রীয় বন্দোবস্তের সংগ্রাম, জুলাই সনদ তার রূপরেখা’— জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘ঠিক এক বছর আগে পহেলা জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা একটি গণতান্ত্রিক আন্দোলন শুরু করেছিলাম। যে আন্দোলনে আবু সাঈদসহ শরিক হয়েছিল হাজারো তরুণ, ছাত্র-জনতা। আমরা দেখেছি, কোটা সংস্কার আন্দোলন থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে, এই আন্দোলন গণবিস্ফোরণে রূপ নেয়। স্বৈরাচারী, ফ্যাসিবাদী সরকারে পতন ঘটনায়।’

শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে আজ এনসিপির জুলাই পদযাত্রা শুরু হয়। ছবি: আজকের পত্রিকা
শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে আজ এনসিপির জুলাই পদযাত্রা শুরু হয়। ছবি: আজকের পত্রিকা

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘নতুন বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত সাম্য, ন্যায়বিচার এবং ন্যায্যতা প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে।’

আবু সাঈদের পরিবারের পক্ষ থেকেও জানানো হয়, তাঁর শাহাদত যেন একটি নতুন বাংলাদেশ গঠনের পথপ্রদর্শক হয়, যেখানে থাকবে সকল নাগরিকের সমান অধিকার ও মর্যাদা। পরিবারের ভাই আবু হোসেন বলেন, ‘আমরা চাই সাঈদের রক্ত যেন বৃথা না যায়, এই রাষ্ট্র যেন প্রতিটি মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করে।

এ সময় উপস্থিত ছিলেন, এনসিপি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারাসহ বিভিন্ন জেলার নেতা-কর্মীরা। পীরগঞ্জের কর্মসূচি শেষে এনসিপির নেতা-কর্মীরা গাইবান্ধায় যান, যেখানে পথসভা ও পদযাত্রা অনুষ্ঠিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাকিব খানের নামের সঙ্গে ‘মেগাস্টার’ শব্দ নিয়ে জাহিদ হাসানের আপত্তি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তির পরই অস্ত্রের লাইসেন্স পান উপদেষ্টা আসিফ

স্ত্রী-সন্তানসহ প্রবাসীর মৃত্যু ‘বিষক্রিয়ায়’, কেয়ারটেকার চাচাকে সন্দেহ

দুদকের আতশ কাচের নিচে ছয় সাবেক মুখ্য সচিব

ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যানের ব্যাংক হিসাব স্থগিত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত