Ajker Patrika

লাফিয়ে ভটভটিতে উঠতে গিয়ে শিশুর মৃত্যু

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১০ মে ২০২৪, ১৫: ৫৮
লাফিয়ে ভটভটিতে উঠতে গিয়ে শিশুর মৃত্যু

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে লাফিয়ে ভটভটিতে উঠতে গিয়ে ছিটকে পড়ে বিপুল (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

আজ শুক্রবার সকাল ৯টার দিকে ভূরুঙ্গামারী ইউনিয়নের দেওয়ানের খামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিশুটি দেওয়ানের খামার এলাকার পাভেল মিয়ার ছেলে। 

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে একটি ভটভটি বিপুলের বাড়ির পাশের সড়ক দিয়ে যাচ্ছিল। খেলার ছলে বিপুল লাফিয়ে ওই ভটভটিতে ওঠার চেষ্টা করে। এ সময় সে ভটভটি থেকে ছিটকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পায়। পরে তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি দেখে হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে নেওয়ার পথে বিপুল মারা যায়। 

ভূরুঙ্গামারী হাসপাতালের জরুরি বিভাগে উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা তৌহিদুর রহমান বলেন, শিশুটিকে যখন জরুরি বিভাগে আনা হয়, তখন তার বাঁ কান দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত