রংপুর প্রতিনিধি
রংপুর সিটি করপোরেশনের (রাসিক) মেয়র-কাউন্সিলরদের পুনর্বহালের ৭ দিনের আলটিমেটাম ঘোষণাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি বিক্ষোভ হয়েছে। আজ বুধবার রাত ৯টায় দিকে রংপুর প্রেসক্লাব এলাকায় পাল্টা বিক্ষোভ করেন জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) ও বৈষম্যবিরোধী নেতা-কর্মীরা।
বিক্ষোভে সংগঠনের নেতারা জাতীয় পার্টিকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে স্লোগান দেন। তাঁরা সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে তাঁদের প্রতিহত করতে আন্দোলনের ঘোষণা দেন।
এনসিপি ও বৈছাআর নেতা-কর্মীরা রাত সাড়ে ৮টায় রংপুর প্রেসক্লাব জড়ো হন। সেখান থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি নগর ভবনের দিকে অগ্রসর হয়ে পরে জাহাজ কোম্পানি মোড়ে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য দেন নেতারা।
সমাবেশে জাতীয় নাগরিক কমিটি সংগঠক আলমগীর নয়ন বলেন, ‘আওয়ামী লীগ সরকারের সঙ্গে লিয়াজোঁ করে যাঁরা ক্ষমতায় ছিলেন, তাঁরা আজকে রংপুরে মিছিল করেছেন। মিছিলে তাঁরা আজকে বলেছেন, আগামী সাত দিনের মধ্যে তাঁকে মেয়র পদে বহাল রাখতে হবে। আমরা বলতে চাই, এই সাহস উনি কোথায় পেয়েছেন।’
প্রশাসনকে আলটিমেটাম দিয়ে আলমগীর নয়ন বলেন, ‘আমরা প্রশাসনকে বলতে চাই, তারা আবু সাঈদের রংপুরে কীভাবে মিছিল, বিক্ষোভ করার সাহস পায়। আমরা প্রশাসনকে আলটিমেটাম দিতে চাই, এই মিছিলে যারা আওয়ামী লীগের দোসর ছিল, বিগত ১৭ বছর যারা চামচামি করে ক্ষমতায় ছিল, তাদের গ্রেপ্তার করতে হবে। তাদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি বলেন, ‘শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। এই ফ্যাসিস্ট সরকারের অন্যতম দোসর ছিল এই জাতীয় পার্টি। তারা ১৬ বছর আওয়ামী লীগের সঙ্গে থেকে গুম, খুন, অন্যায়ের সহযোগী হয়েছে। জাতীয় পার্টির রাজনীতি করার আর কোনো অধিকার নেই।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগের মতো অবিলম্বে এই যাত্রা পার্টিকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে। আমরা দেখতে পেয়েছি, রংপুরের যাত্রা পার্টির একজন নেতা, যিনি রংপুরের মেয়র ছিলেন। এই মেয়র তাকে পুনর্বহাল করতে আন্দোলন করছে। আন্দোলন-পরবর্তী আমরা দেখতে পেয়েছি, এই ফ্যাসিস্টের দোসররা আন্দোলনে আমাদের বিভিন্ন নেতাকে নিয়ে কটু কথা বলেছে। গণ-অভ্যুত্থানের মাধ্যমে যে অন্তর্বর্তী সরকার হয়েছে, এই সরকারকে তারা অবৈধ বলেছে। আমরা রংপুর সিটি করপোরেশনে কোনো আওয়ামী লীগের দোসরকে আর বসতে দেব না। আবারও বলে দিতে চাই, তারা যদি রংপুরকে অস্থিতিশীল করার কোনো চিন্তাভাবনা করে, রংপুরের বিপ্লবীরা তার দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত আছি।’
এর আগে দুপুরে বিক্ষোভ সমাবেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও স্থানীয় সরকার উপদেষ্টাকে বলব, আগামী ৭ দিনের মধ্যে সিটি পরিষদকে আগের মতো কার্যকর করবেন বলে প্রত্যাশা করি। আর যদি না করেন, তাহলে ঈদের পরে ১২ অথবা ১৩ জুন থেকে নগর ভবনের মূল ফটকের সামনে মঞ্চ বসিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি পালন করা হবে।’
রংপুর সিটি করপোরেশনের (রাসিক) মেয়র-কাউন্সিলরদের পুনর্বহালের ৭ দিনের আলটিমেটাম ঘোষণাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি বিক্ষোভ হয়েছে। আজ বুধবার রাত ৯টায় দিকে রংপুর প্রেসক্লাব এলাকায় পাল্টা বিক্ষোভ করেন জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) ও বৈষম্যবিরোধী নেতা-কর্মীরা।
বিক্ষোভে সংগঠনের নেতারা জাতীয় পার্টিকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে স্লোগান দেন। তাঁরা সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে তাঁদের প্রতিহত করতে আন্দোলনের ঘোষণা দেন।
এনসিপি ও বৈছাআর নেতা-কর্মীরা রাত সাড়ে ৮টায় রংপুর প্রেসক্লাব জড়ো হন। সেখান থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি নগর ভবনের দিকে অগ্রসর হয়ে পরে জাহাজ কোম্পানি মোড়ে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য দেন নেতারা।
সমাবেশে জাতীয় নাগরিক কমিটি সংগঠক আলমগীর নয়ন বলেন, ‘আওয়ামী লীগ সরকারের সঙ্গে লিয়াজোঁ করে যাঁরা ক্ষমতায় ছিলেন, তাঁরা আজকে রংপুরে মিছিল করেছেন। মিছিলে তাঁরা আজকে বলেছেন, আগামী সাত দিনের মধ্যে তাঁকে মেয়র পদে বহাল রাখতে হবে। আমরা বলতে চাই, এই সাহস উনি কোথায় পেয়েছেন।’
প্রশাসনকে আলটিমেটাম দিয়ে আলমগীর নয়ন বলেন, ‘আমরা প্রশাসনকে বলতে চাই, তারা আবু সাঈদের রংপুরে কীভাবে মিছিল, বিক্ষোভ করার সাহস পায়। আমরা প্রশাসনকে আলটিমেটাম দিতে চাই, এই মিছিলে যারা আওয়ামী লীগের দোসর ছিল, বিগত ১৭ বছর যারা চামচামি করে ক্ষমতায় ছিল, তাদের গ্রেপ্তার করতে হবে। তাদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি বলেন, ‘শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। এই ফ্যাসিস্ট সরকারের অন্যতম দোসর ছিল এই জাতীয় পার্টি। তারা ১৬ বছর আওয়ামী লীগের সঙ্গে থেকে গুম, খুন, অন্যায়ের সহযোগী হয়েছে। জাতীয় পার্টির রাজনীতি করার আর কোনো অধিকার নেই।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগের মতো অবিলম্বে এই যাত্রা পার্টিকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে। আমরা দেখতে পেয়েছি, রংপুরের যাত্রা পার্টির একজন নেতা, যিনি রংপুরের মেয়র ছিলেন। এই মেয়র তাকে পুনর্বহাল করতে আন্দোলন করছে। আন্দোলন-পরবর্তী আমরা দেখতে পেয়েছি, এই ফ্যাসিস্টের দোসররা আন্দোলনে আমাদের বিভিন্ন নেতাকে নিয়ে কটু কথা বলেছে। গণ-অভ্যুত্থানের মাধ্যমে যে অন্তর্বর্তী সরকার হয়েছে, এই সরকারকে তারা অবৈধ বলেছে। আমরা রংপুর সিটি করপোরেশনে কোনো আওয়ামী লীগের দোসরকে আর বসতে দেব না। আবারও বলে দিতে চাই, তারা যদি রংপুরকে অস্থিতিশীল করার কোনো চিন্তাভাবনা করে, রংপুরের বিপ্লবীরা তার দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত আছি।’
এর আগে দুপুরে বিক্ষোভ সমাবেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও স্থানীয় সরকার উপদেষ্টাকে বলব, আগামী ৭ দিনের মধ্যে সিটি পরিষদকে আগের মতো কার্যকর করবেন বলে প্রত্যাশা করি। আর যদি না করেন, তাহলে ঈদের পরে ১২ অথবা ১৩ জুন থেকে নগর ভবনের মূল ফটকের সামনে মঞ্চ বসিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি পালন করা হবে।’
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর (চলতি দায়িত্ব) জাহাঙ্গীর আলমকে একাধিক মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে ফাতেমাতুজ্জোহুরা নামের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। উপজেলা রিসোর্স সেন্টার কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ওই শিক্ষকের বাড়ি নওগাঁ জেলার ধামইরহাট
১ সেকেন্ড আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) রোকেয়া হলের ৩৪ লাখ টাকা এক দিনে ব্যাংক থেকে তুলে হল প্রভোস্ট তাঁর পারিবারিক কাজে ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে। এ খবর জানাজানি হওয়ার পর আগামী ৬ মাসের মধ্যে এই টাকা হলে ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
৪ মিনিট আগেমধ্যনগর উপজেলার কৃষক লীগের আহ্বায়ক মো. রুহুল আমিন তালুকদার রব রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ঘোষণা দেন তিনি।
২৭ মিনিট আগেরাজধানীর মগবাজারের দিলু রোড এলাকায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ সোমবার (১১ আগস্ট) শিশুর নানা বাদী হয়ে থানায় মামলা করেছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪০ মিনিট আগে