রংপুর প্রতিনিধি
রংপুর সিটি করপোরেশনের (রাসিক) মেয়র-কাউন্সিলরদের পুনর্বহালের ৭ দিনের আলটিমেটাম ঘোষণাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি বিক্ষোভ হয়েছে। আজ বুধবার রাত ৯টায় দিকে রংপুর প্রেসক্লাব এলাকায় পাল্টা বিক্ষোভ করেন জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) ও বৈষম্যবিরোধী নেতা-কর্মীরা।
বিক্ষোভে সংগঠনের নেতারা জাতীয় পার্টিকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে স্লোগান দেন। তাঁরা সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে তাঁদের প্রতিহত করতে আন্দোলনের ঘোষণা দেন।
এনসিপি ও বৈছাআর নেতা-কর্মীরা রাত সাড়ে ৮টায় রংপুর প্রেসক্লাব জড়ো হন। সেখান থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি নগর ভবনের দিকে অগ্রসর হয়ে পরে জাহাজ কোম্পানি মোড়ে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য দেন নেতারা।
সমাবেশে জাতীয় নাগরিক কমিটি সংগঠক আলমগীর নয়ন বলেন, ‘আওয়ামী লীগ সরকারের সঙ্গে লিয়াজোঁ করে যাঁরা ক্ষমতায় ছিলেন, তাঁরা আজকে রংপুরে মিছিল করেছেন। মিছিলে তাঁরা আজকে বলেছেন, আগামী সাত দিনের মধ্যে তাঁকে মেয়র পদে বহাল রাখতে হবে। আমরা বলতে চাই, এই সাহস উনি কোথায় পেয়েছেন।’
প্রশাসনকে আলটিমেটাম দিয়ে আলমগীর নয়ন বলেন, ‘আমরা প্রশাসনকে বলতে চাই, তারা আবু সাঈদের রংপুরে কীভাবে মিছিল, বিক্ষোভ করার সাহস পায়। আমরা প্রশাসনকে আলটিমেটাম দিতে চাই, এই মিছিলে যারা আওয়ামী লীগের দোসর ছিল, বিগত ১৭ বছর যারা চামচামি করে ক্ষমতায় ছিল, তাদের গ্রেপ্তার করতে হবে। তাদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি বলেন, ‘শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। এই ফ্যাসিস্ট সরকারের অন্যতম দোসর ছিল এই জাতীয় পার্টি। তারা ১৬ বছর আওয়ামী লীগের সঙ্গে থেকে গুম, খুন, অন্যায়ের সহযোগী হয়েছে। জাতীয় পার্টির রাজনীতি করার আর কোনো অধিকার নেই।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগের মতো অবিলম্বে এই যাত্রা পার্টিকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে। আমরা দেখতে পেয়েছি, রংপুরের যাত্রা পার্টির একজন নেতা, যিনি রংপুরের মেয়র ছিলেন। এই মেয়র তাকে পুনর্বহাল করতে আন্দোলন করছে। আন্দোলন-পরবর্তী আমরা দেখতে পেয়েছি, এই ফ্যাসিস্টের দোসররা আন্দোলনে আমাদের বিভিন্ন নেতাকে নিয়ে কটু কথা বলেছে। গণ-অভ্যুত্থানের মাধ্যমে যে অন্তর্বর্তী সরকার হয়েছে, এই সরকারকে তারা অবৈধ বলেছে। আমরা রংপুর সিটি করপোরেশনে কোনো আওয়ামী লীগের দোসরকে আর বসতে দেব না। আবারও বলে দিতে চাই, তারা যদি রংপুরকে অস্থিতিশীল করার কোনো চিন্তাভাবনা করে, রংপুরের বিপ্লবীরা তার দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত আছি।’
এর আগে দুপুরে বিক্ষোভ সমাবেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও স্থানীয় সরকার উপদেষ্টাকে বলব, আগামী ৭ দিনের মধ্যে সিটি পরিষদকে আগের মতো কার্যকর করবেন বলে প্রত্যাশা করি। আর যদি না করেন, তাহলে ঈদের পরে ১২ অথবা ১৩ জুন থেকে নগর ভবনের মূল ফটকের সামনে মঞ্চ বসিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি পালন করা হবে।’
রংপুর সিটি করপোরেশনের (রাসিক) মেয়র-কাউন্সিলরদের পুনর্বহালের ৭ দিনের আলটিমেটাম ঘোষণাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি বিক্ষোভ হয়েছে। আজ বুধবার রাত ৯টায় দিকে রংপুর প্রেসক্লাব এলাকায় পাল্টা বিক্ষোভ করেন জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) ও বৈষম্যবিরোধী নেতা-কর্মীরা।
বিক্ষোভে সংগঠনের নেতারা জাতীয় পার্টিকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে স্লোগান দেন। তাঁরা সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে তাঁদের প্রতিহত করতে আন্দোলনের ঘোষণা দেন।
এনসিপি ও বৈছাআর নেতা-কর্মীরা রাত সাড়ে ৮টায় রংপুর প্রেসক্লাব জড়ো হন। সেখান থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি নগর ভবনের দিকে অগ্রসর হয়ে পরে জাহাজ কোম্পানি মোড়ে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য দেন নেতারা।
সমাবেশে জাতীয় নাগরিক কমিটি সংগঠক আলমগীর নয়ন বলেন, ‘আওয়ামী লীগ সরকারের সঙ্গে লিয়াজোঁ করে যাঁরা ক্ষমতায় ছিলেন, তাঁরা আজকে রংপুরে মিছিল করেছেন। মিছিলে তাঁরা আজকে বলেছেন, আগামী সাত দিনের মধ্যে তাঁকে মেয়র পদে বহাল রাখতে হবে। আমরা বলতে চাই, এই সাহস উনি কোথায় পেয়েছেন।’
প্রশাসনকে আলটিমেটাম দিয়ে আলমগীর নয়ন বলেন, ‘আমরা প্রশাসনকে বলতে চাই, তারা আবু সাঈদের রংপুরে কীভাবে মিছিল, বিক্ষোভ করার সাহস পায়। আমরা প্রশাসনকে আলটিমেটাম দিতে চাই, এই মিছিলে যারা আওয়ামী লীগের দোসর ছিল, বিগত ১৭ বছর যারা চামচামি করে ক্ষমতায় ছিল, তাদের গ্রেপ্তার করতে হবে। তাদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি বলেন, ‘শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। এই ফ্যাসিস্ট সরকারের অন্যতম দোসর ছিল এই জাতীয় পার্টি। তারা ১৬ বছর আওয়ামী লীগের সঙ্গে থেকে গুম, খুন, অন্যায়ের সহযোগী হয়েছে। জাতীয় পার্টির রাজনীতি করার আর কোনো অধিকার নেই।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগের মতো অবিলম্বে এই যাত্রা পার্টিকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে। আমরা দেখতে পেয়েছি, রংপুরের যাত্রা পার্টির একজন নেতা, যিনি রংপুরের মেয়র ছিলেন। এই মেয়র তাকে পুনর্বহাল করতে আন্দোলন করছে। আন্দোলন-পরবর্তী আমরা দেখতে পেয়েছি, এই ফ্যাসিস্টের দোসররা আন্দোলনে আমাদের বিভিন্ন নেতাকে নিয়ে কটু কথা বলেছে। গণ-অভ্যুত্থানের মাধ্যমে যে অন্তর্বর্তী সরকার হয়েছে, এই সরকারকে তারা অবৈধ বলেছে। আমরা রংপুর সিটি করপোরেশনে কোনো আওয়ামী লীগের দোসরকে আর বসতে দেব না। আবারও বলে দিতে চাই, তারা যদি রংপুরকে অস্থিতিশীল করার কোনো চিন্তাভাবনা করে, রংপুরের বিপ্লবীরা তার দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত আছি।’
এর আগে দুপুরে বিক্ষোভ সমাবেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও স্থানীয় সরকার উপদেষ্টাকে বলব, আগামী ৭ দিনের মধ্যে সিটি পরিষদকে আগের মতো কার্যকর করবেন বলে প্রত্যাশা করি। আর যদি না করেন, তাহলে ঈদের পরে ১২ অথবা ১৩ জুন থেকে নগর ভবনের মূল ফটকের সামনে মঞ্চ বসিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি পালন করা হবে।’
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ছয় দিনের ছুটি শেষে আগামীকাল শনিবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হবে। আজ শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান।
১৪ মিনিট আগেসাংবাদিকতা ও মিডিয়ায় অবদানের স্বীকৃতিস্বরূপ দ্বিতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে ‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫’। ২৫ অক্টোবর (শনিবার) রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে ১৯টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে।
১৭ মিনিট আগেপ্রত্যক্ষদর্শীর বরাতে হাইওয়ে পুলিশ জানায়, আজ সকাল ৯টায় মহাসড়কের ছোট কুমিরা ইলিয়াস পেট্রলপাম্পের কাছ দিয়ে সাইকেল চালিয়ে কাজে যাচ্ছিলেন আরোহী আবদুল খালেক।
৩৪ মিনিট আগেবান্দরবানের লামা উপজেলার মাতামুহুরি নদীতে ডুবে নিখোঁজ হওয়া পর্যটক সোহানের (২৭) লাশ উদ্ধার হয়েছে। নিখোঁজের ২২ ঘণ্টা পর শুক্রবার সকাল ১১টায় ঘটনাস্থলের প্রায় ৪০ ফুট পানির নিচ থেকে সোহানের লাশ উদ্ধার করা হয়। সোহান ঢাকা জেলার মিরপুরের ইউসিবি চত্বর এলাকার বাসিন্দা আবু হান্নান সরকারের ছেলে।
১ ঘণ্টা আগে