রংপুর প্রতিনিধি
রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ৩ ঘণ্টা ধরে চলা এই অভিযানে অবৈধভাবে গড়ে ওঠা ১৩টি দোকানপাট, বসতঘরসহ স্থাপনা ভেঙে ফেলা হয়।
অভিযানে নেতৃত্ব দেন রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হাসান তাহসিন। অভিযানে অংশ নেন ৩০ ইস্ট বেঙ্গলের সদস্যরা এবং ফায়ার সার্ভিসের একটি দল। জানা গেছে, ছাত্রদের ধারাবাহিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন পর প্রশাসনের এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন কারমাইকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হাসান তাহসিন বলেন, ‘শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা কলেজের সরকারি জমি অবৈধ দখলমুক্ত করতে অভিযান শুরু করেছি। এ ধারা চলমান থাকবে।’
এ বিষয়ে ৩০ ইস্ট বেঙ্গলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ বলেন, ‘জনস্বার্থে, সরকারি সম্পত্তি রক্ষা এবং শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য আমাদের এ সমন্বিত অভিযান। ভবিষ্যতেও যেকোনো অনিয়মের বিরুদ্ধে আমরা প্রশাসনকে সহযোগিতা করব।’
অভিযান চলাকালে শিক্ষার্থীদের অনেকেই কলেজ গেটের সামনে জড়ো হয়ে উচ্ছেদের দৃশ্য প্রত্যক্ষ করেন এবং উচ্ছ্বাস প্রকাশ করেন। শিক্ষার্থী সাজ্জাদ হোসেন বলেন, ‘অবৈধ দখল উচ্ছেদ আমাদের ৩৭ দফা দাবির একটি। আমরা নিজেদের জন্য কোনো আন্দোলন-লড়াই করেনি। প্রতিষ্ঠানের স্বার্থে, শিক্ষার স্বার্থে আন্দোলন করেছি।’
এ বিষয়ে কারমাইকেল কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বলেন, কলেজের বিভিন্ন প্লটসহ প্রায় ৪ একর জমি এখনো অবৈধ দখলে রয়েছে। দফায় দফায় অভিযান চালিয়ে পর্যায়ক্রমে সব স্থাপনাই উচ্ছেদ করা হবে।
রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ৩ ঘণ্টা ধরে চলা এই অভিযানে অবৈধভাবে গড়ে ওঠা ১৩টি দোকানপাট, বসতঘরসহ স্থাপনা ভেঙে ফেলা হয়।
অভিযানে নেতৃত্ব দেন রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হাসান তাহসিন। অভিযানে অংশ নেন ৩০ ইস্ট বেঙ্গলের সদস্যরা এবং ফায়ার সার্ভিসের একটি দল। জানা গেছে, ছাত্রদের ধারাবাহিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন পর প্রশাসনের এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন কারমাইকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হাসান তাহসিন বলেন, ‘শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা কলেজের সরকারি জমি অবৈধ দখলমুক্ত করতে অভিযান শুরু করেছি। এ ধারা চলমান থাকবে।’
এ বিষয়ে ৩০ ইস্ট বেঙ্গলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ বলেন, ‘জনস্বার্থে, সরকারি সম্পত্তি রক্ষা এবং শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য আমাদের এ সমন্বিত অভিযান। ভবিষ্যতেও যেকোনো অনিয়মের বিরুদ্ধে আমরা প্রশাসনকে সহযোগিতা করব।’
অভিযান চলাকালে শিক্ষার্থীদের অনেকেই কলেজ গেটের সামনে জড়ো হয়ে উচ্ছেদের দৃশ্য প্রত্যক্ষ করেন এবং উচ্ছ্বাস প্রকাশ করেন। শিক্ষার্থী সাজ্জাদ হোসেন বলেন, ‘অবৈধ দখল উচ্ছেদ আমাদের ৩৭ দফা দাবির একটি। আমরা নিজেদের জন্য কোনো আন্দোলন-লড়াই করেনি। প্রতিষ্ঠানের স্বার্থে, শিক্ষার স্বার্থে আন্দোলন করেছি।’
এ বিষয়ে কারমাইকেল কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বলেন, কলেজের বিভিন্ন প্লটসহ প্রায় ৪ একর জমি এখনো অবৈধ দখলে রয়েছে। দফায় দফায় অভিযান চালিয়ে পর্যায়ক্রমে সব স্থাপনাই উচ্ছেদ করা হবে।
বগুড়ার শাজাহানপুরে মামলা তুলে না নেওয়া ও চাঁদা না দেওয়ায় হাতুড়িপেটায় আহত আল আমিন (৩৫) নামের এক ব্যবসায়ী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শনিবার রাত ১১টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তিনি মারা যান।
২ মিনিট আগেনাটোর চিনিকলে দুর্ধর্ষ ডাকাতি ঘটেছে। রাতভর কারখানার নিরাপত্তা প্রহরীদের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে বিপুল পরিমাণ সরঞ্জাম ও যন্ত্রাংশ লুট করেছে ৪০ থেকে ৫০ জনের একটি ডাকাতদল। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টা থেকে ভোর পর্যন্ত এ ডাকাতির ঘটনা ঘটে। চিনিকলের নিরাপত্তা প্রহরীদের বরাত দিয়ে নাটোর সদর থানার ভারপ্র
১০ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে পুড়িয়ে মেরেছে এক স্বামী। স্ত্রীকে ঘরের ভেতর রেখে বাইরে তালাবদ্ধ করে পেট্রল ঢেলে আগুন দিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় ঘাতক স্বামী। স্থানীয়রা বসতবাড়িতে আগুন দেখতে পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে পুড়ে অঙ্গার গার্মেন্টস কর্মী গৃহবধূর শরীর। গতকাল শনিবার দিবাগ
৪০ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদ উপজেলায় মোসা. আইমিন (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বিন্না গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আইমিন একই গ্রামের ফাইজুল হক ও আখতারুননাহারের মেয়ে। তিনি মো. রাজু মাঝির স্ত্রী।
১ ঘণ্টা আগে