Ajker Patrika

কাঁথা-কম্বল নিয়ে মাঠে অবস্থান বিএনপির নেতা-কর্মীদের

শিপুল ইসলাম ও আব্দুর রহিম পায়েল রংপুর থেকে
আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ১৮: ২৩
কাঁথা-কম্বল নিয়ে মাঠে অবস্থান বিএনপির নেতা-কর্মীদের

রাত পোহালেই আগামীকাল শনিবার (২৯ অক্টোবর) রংপুরে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। বিভিন্ন জেলা, উপজেলা থেকে এরই মধ্যে কয়েক হাজার নেতা-কর্মী রংপুরে এসে উপস্থিত হয়েছেন। নেতা-কর্মীদের অনেকেই সমাবেশ সফল করতে আশপাশের বিভিন্ন মাঠে শুকনো খাবার, কাঁথা-কম্বল নিয়ে তাঁবু গেড়ে অবস্থান নিয়েছেন।

আজ শুক্রবার বিকেল ৪টায় নগরীর জুম্মাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গিয়ে দেখা যায়, সেখানে বিএনপির নেতা-কর্মীরা অবস্থান করছেন। তাঁরা মূলত লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলা থেকে এসেছেন। এ ছাড়া সিও বাজার, মডার্ন, রেলস্টেশনসহ আশপাশের স্কুল-কলেজ ও ফাঁকা মাঠে নেতা-কর্মীরা মোটরসাইকেলসহ অবস্থান করছেন বলে জানিয়েছেন সম্মেলন কমিটির লোকজন।

জুম্মাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অবস্থান নেওয়া পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলামের বলেন, ‘গাড়িঘোড়া বন্ধ হবে, এর জন্য গতকাল বৃহস্পতিবারই আমরা এখানে এসেছি। আমরা ২ হাজারের বেশি লোক অবস্থান করছি। লোকজন এখনো আসছে।’

ওই বিদ্যালয়ের মাঠেই অবস্থান নেওয়া হাতীবান্ধার সজীব বলেন, ‘আজ সকালে এখানে এসেছি। চিড়া-মুড়ি খেয়ে আছি। আমরা একসঙ্গে ৩০০ জন রিকশাভ্যানে করে রাতে এসেছি। সমাবেশ শেষ করেই ঘরে ফিরব।’

সমাবেশ উপলক্ষে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ছবি: আজকের পত্রিকাবিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদীয় সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেন, ‘পাটগ্রাম, হাতীবান্ধা উপজেলা বিএনপির নেতা-কর্মী, সমর্থকসহ সাধারণ মানুষ এরই মধ্যে প্রমাণ করে দিয়েছেন যে তাঁরা এই সরকারকে চান না। সমাবেশের দুই দিন আগেই মানুষ রংপুরে আসতে শুরু করেছে। তাদের জন্য আমরা জুম্মাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তাঁবু করে দিয়েছি।’

সমাবেশ কমিটির সভাপতি ও রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু আজকের পত্রিকাকে বলেন, ‘আপনারা এরই মধ্যে দেখেছেন সমাবেশের মাঠ লোকজনে ভরে গেছে। মানুষ এই ফ্যাসিবাদী সরকারকে চায় না। তাই স্বতঃস্ফূর্তভাবে তারা সমাবেশ শুরুর আগেই এখানে এসেছে। তবে এই মাঠ আমাদের জন্য অপ্রতুল। কালকে নগরীসহ আশপাশের কয়েক কিলোমিটার লোকজনে ভরে যাবে। নেতা-কর্মীরা মাঠ ও আশপাশের মাঠ, স্কুল-কলেজে অবস্থান নিয়েছেন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত