কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় ঝোড়ো বাতাসে ভেঙে পড়া খেজুরগাছের নিচে চাপা পড়ে মোফাজ্জল হোসেন মেলেটারী (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার হারাগাছ পৌরসভার হকবাজার নয়াটারি গ্ৰামে এ ঘটনা ঘটে।
নিহত মোফাজ্জল ওই গ্ৰামের মৃত আজান উদ্দিনের ছেলে।
নিহত মোফাজ্জলের বড়ভাই মানা মিয়া জানান, গতকাল রাত সাড়ে ১০টার দিকে মোফাজ্জল বাড়ির বাইরে অটোরিকশা পরিষ্কার করছিলেন। হঠাৎ প্রবল বেগে ঝোড়ো বাতাস শুরু হয়। এ সময় বাড়ির আঙিনায় থাকা খেজুরগাছের মাথা ভেঙে তাঁর ওপরে পড়ে। পরে তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।
রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম সোহেল বলেন, ‘এইমাত্র জানতে পারলাম, খোঁজ নিচ্ছি।’
খোঁজ নিয়ে জানা গেছে, ঝোড়ো বাতাসে উপজেলার চর চতুরা, মুন্সিপাড়া, নয়াটারি, খোরদভুতছাড়াসহ বিভিন্ন এলাকায় আম, লিচু, ভুট্টা, ধানসহ উঠতি ফসলের ক্ষতি হয়েছে। ঝড়ের স্থায়িত্ব কম হলেও কোথাও কোথাও বাতাসের বেগে ঘরবাড়ি ও গাছগাছালির ক্ষতির পাশাপাশি ভেঙে গেছে স্থাপনা। বিভিন্ন স্থানে বৈদ্যুতিক তার ছিঁড়ে যাওয়ায় রাত থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মেজবাউল হাসান জানান, উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা করার জন্য ইউনিয়ন জনপ্রতিনিধিদের বলা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আক্তার জানান, ঝোড়ো বাতাসে ধান ও ভুট্টা আবাদের বেশ কিছু এলাকায় ক্ষতি হয়েছে।
রংপুরের কাউনিয়ায় ঝোড়ো বাতাসে ভেঙে পড়া খেজুরগাছের নিচে চাপা পড়ে মোফাজ্জল হোসেন মেলেটারী (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার হারাগাছ পৌরসভার হকবাজার নয়াটারি গ্ৰামে এ ঘটনা ঘটে।
নিহত মোফাজ্জল ওই গ্ৰামের মৃত আজান উদ্দিনের ছেলে।
নিহত মোফাজ্জলের বড়ভাই মানা মিয়া জানান, গতকাল রাত সাড়ে ১০টার দিকে মোফাজ্জল বাড়ির বাইরে অটোরিকশা পরিষ্কার করছিলেন। হঠাৎ প্রবল বেগে ঝোড়ো বাতাস শুরু হয়। এ সময় বাড়ির আঙিনায় থাকা খেজুরগাছের মাথা ভেঙে তাঁর ওপরে পড়ে। পরে তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।
রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম সোহেল বলেন, ‘এইমাত্র জানতে পারলাম, খোঁজ নিচ্ছি।’
খোঁজ নিয়ে জানা গেছে, ঝোড়ো বাতাসে উপজেলার চর চতুরা, মুন্সিপাড়া, নয়াটারি, খোরদভুতছাড়াসহ বিভিন্ন এলাকায় আম, লিচু, ভুট্টা, ধানসহ উঠতি ফসলের ক্ষতি হয়েছে। ঝড়ের স্থায়িত্ব কম হলেও কোথাও কোথাও বাতাসের বেগে ঘরবাড়ি ও গাছগাছালির ক্ষতির পাশাপাশি ভেঙে গেছে স্থাপনা। বিভিন্ন স্থানে বৈদ্যুতিক তার ছিঁড়ে যাওয়ায় রাত থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মেজবাউল হাসান জানান, উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা করার জন্য ইউনিয়ন জনপ্রতিনিধিদের বলা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আক্তার জানান, ঝোড়ো বাতাসে ধান ও ভুট্টা আবাদের বেশ কিছু এলাকায় ক্ষতি হয়েছে।
ফরিদপুরে কুমার নদে গোসল করতে গিয়ে দুই নাতিসহ দাদি পানিতে ডুবে যাওয়ার পর দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সোয়াদ নামের সাত বছরের এক শিশু নিখোঁজ রয়েছে। ফায়ার সার্ভিস বলছে, সন্ধ্যা হওয়ায় উদ্ধার কার্যক্রম বন্ধ করা হয়েছে।
৩৬ মিনিট আগেশেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যালয়ের টিফিনের সময় খাবার কিনতে গিয়ে অটোরিকশার চাপায় আতিকুর রহমান আতিক (৭) নামের এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনার পর রাতে তার মৃত্যু হয়।
১ ঘণ্টা আগেযশোর শহরে এক নারীকে স্ত্রী দাবি করে টানাটানি ও হাতাহাতিতে জড়ানো সেই দুই পুরুষ জামিনে মুক্তি পেয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ও দুপুরে তাঁরা যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এদিকে ওই নারীর ছেলে, ছেলের বউসহ স্বজনেরা দ্বিতীয় স্বামী দাবি করা ব্যক্তিকে শায়েস্তা করতে কারাফটকে অবস্থান নিলে চরম
১ ঘণ্টা আগেসাতক্ষীরার শ্যামনগরে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী জলজ উদ্ভিদ বৈচিত্র্য মেলা। জলজ উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণ ও স্থায়িত্বশীল ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পশ্চিম জেলেখালীতে এ মেলার আয়োজন করা হয়।
১ ঘণ্টা আগে