কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে গ্রাম্য সালিসে এক নারীর চুল কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। গত ৬ মে উপজেলার তবকপুর ইউনিয়নের উত্তর সাদুল্যা রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল বিষয়টি এলাকায় জানাজানি হয়। স্থানীয় একাধিক নিরপেক্ষ সূত্র সালিস বৈঠক ও তাতে নারীর চুল কেটে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
ওই নারীর অভিযোগ, তাকে কোনও ব্যাখ্যা দেওয়ার সুযোগ না দিয়ে সালিসের জুরিবোর্ড আর্থিক জরিমানা করে চুল কেটে দেয়। তার সঙ্গে অন্যায় হয়েছে। তিনি অন্যায়ের বিচার চান।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই নারীর সঙ্গে তার দেবরের শারীরিক সম্পর্কের ভিডিও চিত্র ধরে ঘটনার সূত্রপাত। বিষয়টি প্রকাশ হলে ওই নারী এবং তার দেবরের পরিবারে কলহ শুরু হয়। মাইদুল নামে স্থানীয় প্রভাবশালী এক ব্যক্তি বিষয়টি নিয়ে গ্রাম্য সালিসের ডাক দেন। গত মঙ্গলবার রাতে স্থানীয়ভাবে সালিস অনুষ্ঠিত হয়।
এলাকাবাসী জানায়, সালিসে মাইদুলের নেতৃত্বে সেকেন্দার আলী, শাহীন মিয়াসহ পাঁচজনের জুরিবোর্ড গঠন করা হয়। দেবর ভাবির অনৈতিক সম্পর্কের অভিযোগ ‘প্রমাণ হওয়ায়’ দেবরকে ২০ বেত্রাঘাত এবং ভাবিকে আর্থিক জরিমানাসহ মাথার চুল কেটে দেওয়ার সিদ্ধান্ত দেয় জুড়ি বোর্ড। সিদ্ধান্ত মোতাবেক যুবককে বেত্রাঘাত করে ওই নারীর চুল কেটে দেওয়া হয়। তবে নারীকে কত টাকা জরিমানা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
জানতে চাইলে ভুক্তভোগী নারী বলেন, ‘স্থানীয় মাতবররা অন্যায় ভাবে আমার চুল কেটে দিয়ে আমাকে সমাজে হেয় করেছে। আমার সঙ্গে জুলুম করা হইছে। কেউ আমার কাছে শুনতেও আসে নাই কী করি কী হইলো! ওরায় ওরায় বুদ্ধি করি এমন করছে। আমি সঠিক বিচার চাই।’
ঘটনার পর সাংবাদিকদের উপস্থিতির খবর পেয়ে ওই নারীর দেবরসহ সালিসে নেতৃত্বদানকারী মাইদুল গা ঢাকা দিয়েছেন। তাদের মোবাইল নম্বরও বন্ধ পাওয়া গেছে। ফলে এ নিয়ে তাদের কারও বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠিয়েছিলাম। সালিসে চুল কেটে দেওয়ার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তবে ওই নারী এখনো থানায় কোনও অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনি সহায়তা দেওয়া হবে।’
কুড়িগ্রামের উলিপুরে গ্রাম্য সালিসে এক নারীর চুল কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। গত ৬ মে উপজেলার তবকপুর ইউনিয়নের উত্তর সাদুল্যা রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল বিষয়টি এলাকায় জানাজানি হয়। স্থানীয় একাধিক নিরপেক্ষ সূত্র সালিস বৈঠক ও তাতে নারীর চুল কেটে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
ওই নারীর অভিযোগ, তাকে কোনও ব্যাখ্যা দেওয়ার সুযোগ না দিয়ে সালিসের জুরিবোর্ড আর্থিক জরিমানা করে চুল কেটে দেয়। তার সঙ্গে অন্যায় হয়েছে। তিনি অন্যায়ের বিচার চান।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই নারীর সঙ্গে তার দেবরের শারীরিক সম্পর্কের ভিডিও চিত্র ধরে ঘটনার সূত্রপাত। বিষয়টি প্রকাশ হলে ওই নারী এবং তার দেবরের পরিবারে কলহ শুরু হয়। মাইদুল নামে স্থানীয় প্রভাবশালী এক ব্যক্তি বিষয়টি নিয়ে গ্রাম্য সালিসের ডাক দেন। গত মঙ্গলবার রাতে স্থানীয়ভাবে সালিস অনুষ্ঠিত হয়।
এলাকাবাসী জানায়, সালিসে মাইদুলের নেতৃত্বে সেকেন্দার আলী, শাহীন মিয়াসহ পাঁচজনের জুরিবোর্ড গঠন করা হয়। দেবর ভাবির অনৈতিক সম্পর্কের অভিযোগ ‘প্রমাণ হওয়ায়’ দেবরকে ২০ বেত্রাঘাত এবং ভাবিকে আর্থিক জরিমানাসহ মাথার চুল কেটে দেওয়ার সিদ্ধান্ত দেয় জুড়ি বোর্ড। সিদ্ধান্ত মোতাবেক যুবককে বেত্রাঘাত করে ওই নারীর চুল কেটে দেওয়া হয়। তবে নারীকে কত টাকা জরিমানা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
জানতে চাইলে ভুক্তভোগী নারী বলেন, ‘স্থানীয় মাতবররা অন্যায় ভাবে আমার চুল কেটে দিয়ে আমাকে সমাজে হেয় করেছে। আমার সঙ্গে জুলুম করা হইছে। কেউ আমার কাছে শুনতেও আসে নাই কী করি কী হইলো! ওরায় ওরায় বুদ্ধি করি এমন করছে। আমি সঠিক বিচার চাই।’
ঘটনার পর সাংবাদিকদের উপস্থিতির খবর পেয়ে ওই নারীর দেবরসহ সালিসে নেতৃত্বদানকারী মাইদুল গা ঢাকা দিয়েছেন। তাদের মোবাইল নম্বরও বন্ধ পাওয়া গেছে। ফলে এ নিয়ে তাদের কারও বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠিয়েছিলাম। সালিসে চুল কেটে দেওয়ার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তবে ওই নারী এখনো থানায় কোনও অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনি সহায়তা দেওয়া হবে।’
কারাগারে থাকা সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন ও মামলার কার্যক্রম বাতিল আবেদনের শুনানিতে আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। আজ সোমবার বিচারপতি জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চে এ ঘটনা ঘটে। পরে আদালত এই বিষয়ে শুনানির জন্য আগামী ১৭ আগস্ট দিন...
৭ মিনিট আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের সংঘর্ষে শাহ আলম (২০) এক তরুণ নিহত হওয়ার পর পুরো এলাকা ঘিরে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এতে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে দুপুরে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। তাদের মোহাম্মদপুর থানা হেফাজতে রাখা হয়েছে।
৯ মিনিট আগেমিয়ানমারের রাখাইনের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির এক বাংলাদেশি সদস্য পালিয়ে দেশে চলে এসেছেন। আজ সোমবার সকালে কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে আত্মসমর্পণ করেন তিনি।
১০ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে সংঘবদ্ধ পিটুনিতে রিপন মিয়া (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে। রিপন মিয়া ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আহম্মদাবাদ গ্রামের আব্দুল খালেকের ছেলে। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ...
১৩ মিনিট আগে