Ajker Patrika

ট্রাক্টরের চাকায় হাওয়া দিতে গিয়ে বিস্ফোরণ, কিশোরের মৃত্যু

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
আপডেট : ০৮ মার্চ ২০২৩, ১৫: ২৫
ট্রাক্টরের চাকায় হাওয়া দিতে গিয়ে বিস্ফোরণ, কিশোরের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাহেন্দ্র ট্রাক্টরের চাকা অতিরিক্ত হাওয়ার চাপে বিস্ফোরণ ঘটে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বুধবার ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গী বাজারের এক ইঞ্জিনিয়ারিং দোকানে এ ঘটনা ঘটেছে।

নিহত কিশোরের নাম আলামিন (১৬)। সে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের রাউতনগর ফুলপাড় গ্রামের জালাল উদ্দীনের ছেলে। পার্শ্ববর্তী হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল আল আমিন। পড়াশোনার পাশাপাশি সে ওই দোকানে কাজ করত।

প্রত্যক্ষদর্শীরা বলছে, প্রতিদিনের মতো সকালে ওয়ার্কশপের দোকান খুলে একটি মাহেন্দ্র ট্রাক্টরের পেছনের চাকায় হাওয়া দিচ্ছিল ওই কিশোর। এমন সময় হঠাৎ করেই হাওয়া দেওয়া চাকাটি বিস্ফোরিত হয়। এতে ওই কিশোর আলামিন ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে দ্রুত দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে নেওয়ার পথে সেতাবগঞ্জ নামক স্থানে তার মৃত্যু হয়।

ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামের ওই দোকানের মালিক রবিউল ইসলাম আজকের পত্রিকাকে জানান, টায়ার বিস্ফোরিত হয়ে হাসপাতালে নেওয়ার পথে আলামিন মারা গেছে। বিষয়টি খুব দুঃখজনক।

এ বিষয়ে হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি জেনেছি। তবে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত