খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে দিনাজপুরের খানসামা উপজেলায় চলছে ভোট গ্রহণ। আজ বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল ১০টা পর্যন্ত কেন্দ্রে ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কায় থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্টে গেছে চিত্র। সরেজমিনে বিভিন্ন কেন্দ্র ঘুরে নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা গেছে।
দুপুর ১২টার দিকে কায়েমপুর উচ্চবিদ্যালয়, জোয়ার প্রাথমিক বিদ্যালয় ও খামারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, কেন্দ্রে পুরুষ ভোটারের পাশাপাশি নারী ভোটারের সংখ্যা বাড়ছে। স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারে খুশি নারী ভোটাররা।
খামারপাড়া ইউনিয়নের শাহাপাড়ার বাসিন্দা আলেয়া খাতুনের সঙ্গে কথা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ভোটের মাইকিং শুনে নাতনির বায়না ভোটকেন্দ্র দেখতে যাবে, তাই নাতনিকে নিয়ে ভোটকেন্দ্র এসেছি। সেই সঙ্গে নিজের ভোটও দিলাম।’
ভোট দেওয়া শেষে মমতাজ বেগম নামে আরেক ভোটার বলেন, ‘আধ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই পছন্দের প্রার্থীদের ভোট দিয়েছি।’
জোয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রর প্রিসাইডিং কর্মকর্তা আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, চার ঘণ্টায় সাতটি বুথে ৫৭২টির মতো ভোট পড়েছে। এই কেন্দ্রে ভোটার ২ হাজার ৫৮৪ জন। কাস্টিং ভোটের মধ্যে নারী ভোটার অর্ধেক।
জানা গেছে, খানসামা উপজেলায় ছয়টি ইউনিয়নে ৫৭টি ভোটকেন্দ্রে মোট ১ লাখ ৪৭ হাজার ৫১৯ জন ভোটার ব্যালটে ভোট প্রদান করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৪ হাজার ৭৩৬ জন ও নারী ৭২ হাজার ৭৮২ জন।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে দিনাজপুরের খানসামা উপজেলায় চলছে ভোট গ্রহণ। আজ বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল ১০টা পর্যন্ত কেন্দ্রে ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কায় থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্টে গেছে চিত্র। সরেজমিনে বিভিন্ন কেন্দ্র ঘুরে নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা গেছে।
দুপুর ১২টার দিকে কায়েমপুর উচ্চবিদ্যালয়, জোয়ার প্রাথমিক বিদ্যালয় ও খামারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, কেন্দ্রে পুরুষ ভোটারের পাশাপাশি নারী ভোটারের সংখ্যা বাড়ছে। স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারে খুশি নারী ভোটাররা।
খামারপাড়া ইউনিয়নের শাহাপাড়ার বাসিন্দা আলেয়া খাতুনের সঙ্গে কথা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ভোটের মাইকিং শুনে নাতনির বায়না ভোটকেন্দ্র দেখতে যাবে, তাই নাতনিকে নিয়ে ভোটকেন্দ্র এসেছি। সেই সঙ্গে নিজের ভোটও দিলাম।’
ভোট দেওয়া শেষে মমতাজ বেগম নামে আরেক ভোটার বলেন, ‘আধ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই পছন্দের প্রার্থীদের ভোট দিয়েছি।’
জোয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রর প্রিসাইডিং কর্মকর্তা আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, চার ঘণ্টায় সাতটি বুথে ৫৭২টির মতো ভোট পড়েছে। এই কেন্দ্রে ভোটার ২ হাজার ৫৮৪ জন। কাস্টিং ভোটের মধ্যে নারী ভোটার অর্ধেক।
জানা গেছে, খানসামা উপজেলায় ছয়টি ইউনিয়নে ৫৭টি ভোটকেন্দ্রে মোট ১ লাখ ৪৭ হাজার ৫১৯ জন ভোটার ব্যালটে ভোট প্রদান করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৪ হাজার ৭৩৬ জন ও নারী ৭২ হাজার ৭৮২ জন।
দীর্ঘ ১৫ বছর পর নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। সাধারণ সম্পাদক হয়েছেন যুগ্ম আহ্বায়ক মামুনুর রহমান রিপন। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা...
৯ মিনিট আগেময়মনসিংহের তারাকান্দায় ছাত্রদল নেতা হিজবুল আলম জিয়েসের একটি টর্চার সেলের সন্ধান মিলেছে। সেখানে সাধারণ মানুষকে ধরে এনে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনার প্রতিবাদ করায় মহানগর ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক মামুন সরকার হামলার শিকার হন এবং থানায় মামলা করেন।
৩২ মিনিট আগেগাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় সরাসরি জড়িত থাকার অভিযোগে আরেক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল সোমবার রাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম তুহিন। গাজীপুর মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) মো. রবিউল হা
৪০ মিনিট আগেমাদারীপুরের শিবচরে নিখোঁজের ১২ দিন পরে মিজান শেখ (৪৫) নামের এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবারর (১২ আগস্ট) ভোরে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকায় মাটি চাপা অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।
৪০ মিনিট আগে