Ajker Patrika

খানসামায় বেলা বাড়ার সঙ্গে বেড়েছে নারী ভোটারদের উপস্থিতি

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ২৯ মে ২০২৪, ১৪: ৫৭
খানসামায় বেলা বাড়ার সঙ্গে বেড়েছে নারী ভোটারদের উপস্থিতি

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে দিনাজপুরের খানসামা উপজেলায় চলছে ভোট গ্রহণ। আজ বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল ১০টা পর্যন্ত কেন্দ্রে ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কায় থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্টে গেছে চিত্র। সরেজমিনে বিভিন্ন কেন্দ্র ঘুরে নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা গেছে। 

দুপুর ১২টার দিকে কায়েমপুর উচ্চবিদ্যালয়, জোয়ার প্রাথমিক বিদ্যালয় ও খামারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, কেন্দ্রে পুরুষ ভোটারের পাশাপাশি নারী ভোটারের সংখ্যা বাড়ছে। স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারে খুশি নারী ভোটাররা। 

খামারপাড়া ইউনিয়নের শাহাপাড়ার বাসিন্দা আলেয়া খাতুনের সঙ্গে কথা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ভোটের মাইকিং শুনে নাতনির বায়না ভোটকেন্দ্র দেখতে যাবে, তাই নাতনিকে নিয়ে ভোটকেন্দ্র এসেছি। সেই সঙ্গে নিজের ভোটও দিলাম।’ 

ভোট দেওয়া শেষে মমতাজ বেগম নামে আরেক ভোটার বলেন, ‘আধ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই পছন্দের প্রার্থীদের ভোট দিয়েছি।’ 

জোয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রর প্রিসাইডিং কর্মকর্তা আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, চার ঘণ্টায় সাতটি বুথে ৫৭২টির মতো ভোট পড়েছে। এই কেন্দ্রে ভোটার ২ হাজার ৫৮৪ জন। কাস্টিং ভোটের মধ্যে নারী ভোটার অর্ধেক। 

জানা গেছে, খানসামা উপজেলায় ছয়টি ইউনিয়নে ৫৭টি ভোটকেন্দ্রে মোট ১ লাখ ৪৭ হাজার ৫১৯ জন ভোটার ব্যালটে ভোট প্রদান করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৪ হাজার ৭৩৬ জন ও নারী ৭২ হাজার ৭৮২ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত