Ajker Patrika

ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় সাজিদা খাতুন (১২) নামের এক শিশু নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী রেল সেতুর ওপর এই দুর্ঘটনা ঘটে। সাজিদা ভূরুঙ্গামারী উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের হুচারবালা এলাকার শহিদুল ইসলামের মেয়ে। 

দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, ‘এই ঘটনায় একটি ট্রাক আটক করা হয়েছে।’ 

ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, মেয়ে সাজিদাকে নিয়ে বাইসাইকেলে করে পাটেশ্বরী রেল সেতু পার হচ্ছিলেন শহিদুল ইসলাম। এ সময় বাইসাইকেলের ভারসাম্য হারিয়ে গেলে সাজিদা সাইকেল থেকে ছিটকে গিয়ে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে নাক, মুখ ও কান দিয়ে রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয়। 

ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রবিউল ইসলাম বলেন, ‘সড়ক দুর্ঘটনার শিকার শিশুটির নাক, মুখ ও কান দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। জরুরি বিভাগে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত