তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গত ৪৮ ঘণ্টায় ২২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ। আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় তেঁতুলিয়ায় বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে ১১৮ মিলিমিটার। গত সোমবার ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আজ মঙ্গলবার সকালে দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অফিস আরও জানায়, মৌসুমি বায়ুর অক্ষ বিহার, পশ্চিম বঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
এদিকে গত দুদিনের বৃষ্টিপাতের কারণে দুর্ভোগে পড়েছেন সাধারণ খেটে-খাওয়া মানুষ। অনেকেই বৃষ্টির কারণে কাজে যেতে পারছেন না। এ ছাড়া বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকার নিম্নাঞ্চলের কৃষিজমি পানিতে ডুবে গেছে। উপজেলার ভজনপুর এলাকার বাসিন্দা সাইদার রহমান তিনি বলেন, ‘গত দুদিন ধরে কখনো গুঁড়ি গুঁড়ি, আবার কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমরা বৃষ্টির কারণে কাজে যেতে পারছি না।’
একই কথা বলেন উপজেলার শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া এলাকার কৃষক নুর ইসলাম। তিনি বলেন, ‘বৃষ্টিতে আমার বাদাম ও মরিচ খেত ডুবে গেছে। এ কারণে বাদাম ও মরিচও শুকাতে পারছি না।’সার্বিক বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, ‘দুদিন ধরে এ উপজেলায় বৃষ্টি হচ্ছে। যেহেতু আষাঢ় মাস চলছে তাই বৃষ্টির পরিমাণ বেড়েছে। মাঝে মাঝে বজ্রপাতও হচ্ছে।’
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গত ৪৮ ঘণ্টায় ২২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ। আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় তেঁতুলিয়ায় বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে ১১৮ মিলিমিটার। গত সোমবার ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আজ মঙ্গলবার সকালে দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অফিস আরও জানায়, মৌসুমি বায়ুর অক্ষ বিহার, পশ্চিম বঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
এদিকে গত দুদিনের বৃষ্টিপাতের কারণে দুর্ভোগে পড়েছেন সাধারণ খেটে-খাওয়া মানুষ। অনেকেই বৃষ্টির কারণে কাজে যেতে পারছেন না। এ ছাড়া বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকার নিম্নাঞ্চলের কৃষিজমি পানিতে ডুবে গেছে। উপজেলার ভজনপুর এলাকার বাসিন্দা সাইদার রহমান তিনি বলেন, ‘গত দুদিন ধরে কখনো গুঁড়ি গুঁড়ি, আবার কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমরা বৃষ্টির কারণে কাজে যেতে পারছি না।’
একই কথা বলেন উপজেলার শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া এলাকার কৃষক নুর ইসলাম। তিনি বলেন, ‘বৃষ্টিতে আমার বাদাম ও মরিচ খেত ডুবে গেছে। এ কারণে বাদাম ও মরিচও শুকাতে পারছি না।’সার্বিক বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, ‘দুদিন ধরে এ উপজেলায় বৃষ্টি হচ্ছে। যেহেতু আষাঢ় মাস চলছে তাই বৃষ্টির পরিমাণ বেড়েছে। মাঝে মাঝে বজ্রপাতও হচ্ছে।’
শিশুদের কলকাকলিতে মুখর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারি। গ্যালারির দেয়ালজুড়ে সাজানো তাদেরই পছন্দের অনেক ছবি। বইয়ে যে ছবি দেখে পড়া শিখেছে, সেগুলোই ঝুলছিল দেয়ালে। কী নেই সেখানে! নানা নকশায় লেখা বাংলা বর্ণমালা। গাছের ছবি, প্রাণীর ছবি, ফুলের ছবি, পাখির ছবি। বাচ্চারা সেগুলো দেখছে, পরস্পর আলাপ করছে।
৬ ঘণ্টা আগেসংস্কার শুরু হয়েছে রাজশাহী মহানগরীর জামালপুর-চকপাড়া ও হড়গ্রাম এলাকায় সাবেক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার বাড়ির সামনের সড়ক। পুরোনো ইট-খোয়া সরিয়ে নতুন উপকরণ দিয়ে করার কথা কাজ। কিন্তু ঠিকাদার সড়ক দুটি খুঁড়ে পাওয়া পুরোনো ইট-খোয়া দিয়েই কাজ করছেন। এ নিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করলেও পরিদর্শনেই যাননি
৬ ঘণ্টা আগেবান্দরবানের আলীকদম উপজেলা সদর ইউনিয়নে ভুয়া কাগজপত্রে ভোটার হচ্ছেন রোহিঙ্গারা। রোহিঙ্গাদের কাছ থেকে জনপ্রতি ২০ থেকে ৫০ হাজার টাকা নিয়ে জনপ্রতিনিধিরা ভুয়া নাগরিক সনদ ও ‘রোহিঙ্গা নয়’ মর্মে প্রত্যয়নপত্র দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
৭ ঘণ্টা আগেইতিহাস, ঐতিহ্য আর মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বাংলাদেশ বেতারের পুরোনো সদর দপ্তর ভবন। রাজধানীর শাহবাগে অবস্থিত এই ভবনের অবস্থা এখন করুণ। বেতারের স্মৃতি-ঐতিহ্যের কিছুই আর অবশিষ্ট নেই। প্রায় পরিত্যক্ত এই ভবন এখন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক বিএসএমএমইউ/পিজি) জন্য কাজ করা আনসার সদস্যদের
৭ ঘণ্টা আগে