Ajker Patrika

জুলাই ঘোষণাপত্র অবশ্যই সংবিধানে যুক্ত করতে হবে: নাহিদ ইসলাম

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর ইনস্টিটিউট মাঠে পথসভায় বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: আজকের পত্রিকা
দিনাজপুর ইনস্টিটিউট মাঠে পথসভায় বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা ২৪-এর গণ-অভ্যুত্থানের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্যই মাঠে নেমেছি। সেই ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ করে নতুন রাষ্ট্রকাঠামো, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্যই আমাদের এই যাত্রা। আমরা বাংলাদেশ থেকে চিরতরে অর্থনৈতিক ও আঞ্চলিক বৈষম্য বিতাড়িত করতে চাই।’

দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার সন্ধ্যায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা হচ্ছে। আমরা জানিয়ে দিতে চাই, জুলাই ঘোষণাপত্র অবশ্যই সংবিধানে যুক্ত করতে হবে। যারা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদের মর্যাদা ও স্বীকৃতি দিতে হবে। একই সঙ্গে তাদের রাজনৈতিক নিরাপত্তার কথা জুলাই ঘোষণাপত্রে ও বাংলাদেশের নতুন সংবিধানে থাকতে হবে। আগামী ৩ আগস্ট জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র সনদের দাবিতে বিশাল জমায়েত থেকে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আমাদের প্রাপ্য বুঝে নেবে।’

দিনাজপুর জেলা উত্তরাঞ্চলের অর্থনৈতিক ও সাংস্কৃতিক রাজধানী মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, ‘দিনাজপুরের মাটি ইতিহাসের সাক্ষী। সেই ব্রিটিশ আমলের নীল বিদ্রোহ থেকে শুরু করে ২৪-এর গণ-অভ্যুত্থানে দিনাজপুরের মানুষ সংগ্রাম গড়ে তুলেছিল। এই জেলা বাংলাদেশের মধ্যে শস্য উৎপাদনে একটি গুরুত্বপূর্ণ জেলা। কিন্তু আমরা দেখি, যে কৃষক শস্য ফলান, তিনি শস্যের ন্যায্যমূল্য পান না। সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের দুর্নীতির কারণে কৃষকেরা তাঁদের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন। এই বৈষম্যের দেশ আমরা চাই না। আমরা চাই, যেখানে উৎপাদন হবে, সেখানে সুষম বণ্টন হতে হবে।’

এ সময় আরও ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘অপারেশন সিঁদুরে’ তিন শত্রুর মোকাবিলা করেছে ভারত, অন্য দেশের নাম জানালেন সেনা কর্মকর্তা

যুবলীগ নেতাকে ধরতে নয়, বাসাটি ঘেরাওয়ের নেপথ্যে অন্য কারণ

‘একটা মার্ডার করেছি, আরও ১০০টা মার্ডার করব’, ভিডিও ভাইরাল

মহাকাশে হারিয়ে গেল ৯ কোটি ডলারের স্যাটেলাইট, জলবায়ু গবেষণায় বড় ধাক্কা

ভুল করার পর জাদেজাকে কী বলে সতর্ক করেছেন বাংলাদেশের আম্পায়ার

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত