Ajker Patrika

ভুল করার পর জাদেজাকে কী বলে সতর্ক করেছেন বাংলাদেশের আম্পায়ার

ক্রীড়া ডেস্ক    
রবীন্দ্র জাদেজাকে সতর্ক করেছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ছবি: ক্রিকইনফো
রবীন্দ্র জাদেজাকে সতর্ক করেছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ছবি: ক্রিকইনফো

হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে রবীন্দ্র জাদেজা ছিলেন নিজের ছায়া হয়ে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—কোথাও তাঁকে খুঁজে পাওয়া যায়নি। সেই জাদেজা এবার এজবাস্টন টেস্টে ফিরে এলেন পুরোনো ফর্মে।

এজবাস্টনে সিরিজের দ্বিতীয় টেস্টে জাদেজা ৮৯ রানের ইনিংস খেলেছেন। ২০৮ মিনিট ব্যাটিং করেছেন। দুর্দান্ত এই ব্যাটিংয়ের মাঝে গতকাল টেস্টের দ্বিতীয় দিনে একটি ঘটনায় তাঁকে নিয়ে চলছে আলোচনা। ভারতের ইনিংসের ৮৭তম ওভারের প্রথম বলে ক্রিস ওকসকে চার মারেন জাদেজা। বাউন্ডারি মারার পর ভারতের বাঁহাতি ব্যাটার পিচের সংরক্ষিত এলাকার ওপর দিয়ে হাঁটতে থাকেন। এই এলাকার ওপর দিয়ে বোলার, ব্যাটার কেউ হাঁটতে পারেন না। একই ওভারের দ্বিতীয় বলে জাদেজা এক রান নিতে গিয়েও নেননি। ব্যাপারটি দেখে এগিয়ে যান মাঠের আম্পায়ারের দায়িত্বে থাকা শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। কী কথাবার্তা হয়েছে, সেটা জানা যায়নি। যত দূর বোঝা গেল, জাদেজাকে রান নেওয়ার সময় সংরক্ষিত এলাকার ব্যাপারে সতর্ক করেন সৈকত।

৮৯তম ওভারে আবারও বোলিংয়ে আসেন ওকস। এবারও সংরক্ষিত এলাকার ওপর দিয়ে জাদেজা হেঁটেছেন। ওকসের মতো ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসও রেগে যান জাদেজার এমন কাণ্ডে। ভারতের তারকা অলরাউন্ডারকে ভুল শুধরে দেওয়ার চেষ্টা করেন ওকস। তখন জাদেজা বোঝাতে চেয়েছেন, তিনি পিচের পাশ দিয়ে দৌড়েছেন। শুধু এই আলোচিত ঘটনাই নয়, টেস্ট ক্যারিয়ারের ২৩তম ফিফটি তুলে নেওয়ার পর তিনি তরবারির মতো ব্যাট ঘুরিয়ে উদযাপন করেছেন। ১৩৭ বলে ১০ চার ও ১ ছক্কায় করেন ৮৯ রান। ষষ্ঠ উইকেটে ভারতীয় টেস্ট অধিনায়ক শুবমান গিলের সঙ্গে ২৭৯ বলে ২০৩ রানের জুটি গড়তে অবদান রাখেন জাদেজা। ভারত এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে সব উইকেট খুইয়ে করেছে ৫৮৭ রান।

ভারতের ইনিংসে প্রায় অর্ধেক রানই এসেছে গিলের ব্যাট থেকে। ৩৮৭ বলে ৩০ চার ও ৩ ছক্কায় করেন ২৬৯ রান। টেস্টে এটা তাঁর প্রথম ডাবল সেঞ্চুরি। ইংল্যান্ড এরপর ব্যাটিংয়ে নেমে বেশ চাপে পড়ে। ৭.১ ওভারে ২৫ রানে হারিয়ে ফেলে ৩ উইকেট। চতুর্থ উইকেটে ৮১ বলে ৫২ রানের জুটি গড়ে ফেলেছেন হ্যারি ব্রুক ও জো রুট। ২০ ওভারে ৩ উইকেটে ৭৭ রানে শেষ করেছে দ্বিতীয় দিনের খেলা।

আরও পড়ুন:

গাভাস্কারের ৪৬ বছরের রেকর্ড ভেঙে দিলেন গিল

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘অপারেশন সিঁদুরে’ তিন শত্রুর মোকাবিলা করেছে ভারত, অন্য দেশের নাম জানালেন সেনা কর্মকর্তা

যুবলীগ নেতাকে ধরতে নয়, বাসাটি ঘেরাওয়ের নেপথ্যে অন্য কারণ

‘একটা মার্ডার করেছি, আরও ১০০টা মার্ডার করব’, ভিডিও ভাইরাল

মহাকাশে হারিয়ে গেল ৯ কোটি ডলারের স্যাটেলাইট, জলবায়ু গবেষণায় বড় ধাক্কা

ভুল করার পর জাদেজাকে কী বলে সতর্ক করেছেন বাংলাদেশের আম্পায়ার

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত