নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনিকে ধরতে গত বুধবার একটি ভবন ঘেরাও করা হয়। তবে অভিযোগ উঠেছে, রনিকে ধরার জন্য নয়, পারিবারিক বিরোধের জেরে ‘মব’ চালিয়ে সেখানে লুটপাট চালানো হয়েছে। এর জেরে থানায় মামলা করেছেন এক নারী।
গত বুধবার দুপুরে রাজশাহী নগরের পদ্মা পারিজাত এলাকার একটি আটতলা ভবন ঘেরাও করেন স্থানীয় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। সেখানে উপস্থিত নেতা-কর্মীরা দাবি করেন, এ ভবনেই আছেন নগর যুবলীগের সাধারণ সম্পাদক।
ভবনটির মালিক জাবেদ আক্তার বেবীর স্ত্রী হাবিবা আক্তার নগরের চন্দ্রিমা থানায় একটি মামলা করেছেন। তিনি অভিযোগ করেছেন, তাঁর ফ্ল্যাট থেকে ২ লাখ টাকা ও ১২ লাখ টাকার স্বর্ণালংকার লুট করা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি মাহমুদ হাসান শিশিলকে। কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮-১০ জনকে এতে আসামি করা হয়।
নেপথ্যে যা আছে
মামলার বাদী হাবিবা আক্তার দাবি করেন, তাঁর জামাতা মেহেদী হাসান সিজারের আপন ভাই মাহমুদ হাসান শিশিল। সম্পদের বণ্টন নিয়ে তাঁদের মধ্যে পারিবারিক বিরোধ রয়েছে। সিজার শ্বশুরবাড়িতে থাকতে পারেন—এমন সন্দেহে ‘মব’ সৃষ্টি করা হয়েছিল। ঘটনা ভিন্ন খাতে নিতে যুবলীগ নেতা রনিকে ধরার অভিযান বলে প্রচার করা হয়।
এ নিয়ে কথা হয় মেহেদী হাসান সিজারের সঙ্গেও। তিনি বলেন, ‘যুবলীগ নেতা-টেতা কোনো বিষয় নয়। প্রকৃতপক্ষে মব তৈরি করে তারা আমাদের ভয় দেখাতে চাইছিল। এর নেপথ্যে আমারই ভাই।’
এদিকে গত বুধবার ভবনটি ঘেরাওয়ের পর পুলিশ যাওয়ার আগেই যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা হাবিবা আক্তারের ফ্ল্যাটে তল্লাশি চালান। অভিযোগ, এ সময় লুটপাটের ঘটনা ঘটে। এ বিষয়ে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, বাড়ি ঘেরাও এবং ভেতরে ঢুকে টাকা ও স্বর্ণালংকার লুটপাট করার অভিযোগে মামলা করা হয়েছে। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে যুবলীগ নেতা রনিকে ‘ধরা’র ঘটনা সে সময় ফেসবুকে প্রচার করা হয়। তা নজরে আসে রনির। সূত্র জানিয়েছে, এ নিয়ে ঘটনাস্থলে থাকা জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকোর সঙ্গে কথা বলেন রনি। মোবাইলে কল করে রনি দাবি করেন, তিনি ‘অনেক দূরে’ আছেন। সময় হলে নিজেই আসবেন। এরপর রনিকে ধরার ওই অভিযান শেষ করে পুলিশ।
এ বিষয়ে মাহমুদ হাসান শিশিল বলেন, ‘আমার ভাই আওয়ামী লীগ আমলে আমাকে নানাভাবে হেনস্তা করেছেন। তাঁর সঙ্গে যুবলীগ নেতা রনিরও সম্পর্ক আছে। তা না হলে রনি কেন যুবদল নেতা ডিকোকে ফোন করলেন? তাঁরা সবাই মিলে আমাকে এখন মামলা দিয়ে ফাঁসাচ্ছেন।’
রাজশাহী মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনিকে ধরতে গত বুধবার একটি ভবন ঘেরাও করা হয়। তবে অভিযোগ উঠেছে, রনিকে ধরার জন্য নয়, পারিবারিক বিরোধের জেরে ‘মব’ চালিয়ে সেখানে লুটপাট চালানো হয়েছে। এর জেরে থানায় মামলা করেছেন এক নারী।
গত বুধবার দুপুরে রাজশাহী নগরের পদ্মা পারিজাত এলাকার একটি আটতলা ভবন ঘেরাও করেন স্থানীয় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। সেখানে উপস্থিত নেতা-কর্মীরা দাবি করেন, এ ভবনেই আছেন নগর যুবলীগের সাধারণ সম্পাদক।
ভবনটির মালিক জাবেদ আক্তার বেবীর স্ত্রী হাবিবা আক্তার নগরের চন্দ্রিমা থানায় একটি মামলা করেছেন। তিনি অভিযোগ করেছেন, তাঁর ফ্ল্যাট থেকে ২ লাখ টাকা ও ১২ লাখ টাকার স্বর্ণালংকার লুট করা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি মাহমুদ হাসান শিশিলকে। কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮-১০ জনকে এতে আসামি করা হয়।
নেপথ্যে যা আছে
মামলার বাদী হাবিবা আক্তার দাবি করেন, তাঁর জামাতা মেহেদী হাসান সিজারের আপন ভাই মাহমুদ হাসান শিশিল। সম্পদের বণ্টন নিয়ে তাঁদের মধ্যে পারিবারিক বিরোধ রয়েছে। সিজার শ্বশুরবাড়িতে থাকতে পারেন—এমন সন্দেহে ‘মব’ সৃষ্টি করা হয়েছিল। ঘটনা ভিন্ন খাতে নিতে যুবলীগ নেতা রনিকে ধরার অভিযান বলে প্রচার করা হয়।
এ নিয়ে কথা হয় মেহেদী হাসান সিজারের সঙ্গেও। তিনি বলেন, ‘যুবলীগ নেতা-টেতা কোনো বিষয় নয়। প্রকৃতপক্ষে মব তৈরি করে তারা আমাদের ভয় দেখাতে চাইছিল। এর নেপথ্যে আমারই ভাই।’
এদিকে গত বুধবার ভবনটি ঘেরাওয়ের পর পুলিশ যাওয়ার আগেই যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা হাবিবা আক্তারের ফ্ল্যাটে তল্লাশি চালান। অভিযোগ, এ সময় লুটপাটের ঘটনা ঘটে। এ বিষয়ে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, বাড়ি ঘেরাও এবং ভেতরে ঢুকে টাকা ও স্বর্ণালংকার লুটপাট করার অভিযোগে মামলা করা হয়েছে। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে যুবলীগ নেতা রনিকে ‘ধরা’র ঘটনা সে সময় ফেসবুকে প্রচার করা হয়। তা নজরে আসে রনির। সূত্র জানিয়েছে, এ নিয়ে ঘটনাস্থলে থাকা জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকোর সঙ্গে কথা বলেন রনি। মোবাইলে কল করে রনি দাবি করেন, তিনি ‘অনেক দূরে’ আছেন। সময় হলে নিজেই আসবেন। এরপর রনিকে ধরার ওই অভিযান শেষ করে পুলিশ।
এ বিষয়ে মাহমুদ হাসান শিশিল বলেন, ‘আমার ভাই আওয়ামী লীগ আমলে আমাকে নানাভাবে হেনস্তা করেছেন। তাঁর সঙ্গে যুবলীগ নেতা রনিরও সম্পর্ক আছে। তা না হলে রনি কেন যুবদল নেতা ডিকোকে ফোন করলেন? তাঁরা সবাই মিলে আমাকে এখন মামলা দিয়ে ফাঁসাচ্ছেন।’
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে তীব্র যানজট দেখা দিয়েছে। সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফওজুল কবির খানের পরিদর্শনের ঠিক আগে বুধবার (৮ অক্টোবর) সকাল থেকে এই যানজট সৃষ্টি হয়। আশুগঞ্জের সোহাগপুর থেকে শুরু করে সরাইল উপজেলার শাহবাজপুর পর্যন্ত মহাসড়কের দীর্ঘ অংশে যানবাহন আটকে রয়েছ
১ ঘণ্টা আগেটাঙ্গাইল-তোরাপগঞ্জ সড়কে ধলেশ্বরী নদীর উপর নির্মিত ব্রিজের অ্যাপ্রোচ সড়ক ভেঙে পাঁচটি ইউনিয়নের লক্ষাধিক মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মঙ্গলবার দিবাগত রাতে নদীর পানির চাপ বেড়ে যাওয়ায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে পুকুরে ডুবে তাসলিমা খানম (১৫) ও কাওসার শেখ (৮) নামের দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার শিবানন্দপুর গ্রামের দাউদ মীরের বাড়ির পেছনের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। মৃত ভাই-বোন উপজেলার নড়াগাতী থানার শিবানন্দপুর
১ ঘণ্টা আগেসভায় আরও জানানো হয়, শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রাক-প্রাথমিক হতে ৯ম শ্রেণি/সমমান সকল শিক্ষার্থী নিজ প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু বিদ্যমান ইপিআই টিকাদান কেন্দ্রে ১ ডোজ টাইফয়েড-এর টিকা গ্রহণ করতে পারবে। এছাড়া পূর্বে টাইফয়েড টিকা গ্রহণ করে থাকলেও
২ ঘণ্টা আগে