Ajker Patrika

জামিন নিতে এসে কারাগারে বিএনপি নেতা

রংপুর ও গঙ্গাচড়া প্রতিনিধি
জামিন নিতে এসে কারাগারে বিএনপি নেতা

রংপুরের গঙ্গাচড়ায় পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি ওয়াহেদুজ্জামান মাবুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে রংপুরের গঙ্গাচড়া আমলি আদালতে এ নিয়ে করা মামলায় জামিন চাইতে গেলে বিচারক হাসিনুর রহমান মিলন তাঁকে কারাগারে পাঠান। এর আগে ওয়াহেদুজ্জামান মাবু এই মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে আদালত পরিদর্শক মীর আতাহার আলী বলেন, ‘গত ৯ সেপ্টেম্বর গঙ্গাচড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় গঙ্গাচড়া থানার উপপরিদর্শক (এসআই) বুলবুল আহমেদ বাদী হয়ে একটি মামলা করেন। ওই মামলায় বিএনপির ৫০ নেতা-কর্মীর নামসহ অজ্ঞাতনামা আরও দেড় থেকে দুই হাজার মানুষকে আসামি করা হয়েছে। সেই মামলায় আসামি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ওয়াহেদুজ্জামান মাবু। 

মীর আতাহার আলী আরও বলেন, মাবু এত দিন উচ্চ আদালতে জামিন নিয়ে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হলে তিনি আদালতে জামিন নিতে আসেন। এ সময় শুনানি শেষে জামিন না মঞ্জুর করে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত