Ajker Patrika

লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু

রংপুরের বদরগঞ্জে লিচুর বিচি গলায় আটকে ৬ বছরের এক শারীরিক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। তবে এক্স-রে করে শিশুটির গলায় লিচুর বিচি পাওয়া যায়নি। 

আজ শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের দক্ষিণ বাওচন্ডি খিয়ারপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। শিশুটির নাম হযরত আলী। সে ওই গ্রামের মৃত আসাদুল হকের ছেলে। 

দুপুর ১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে ওই শিশুর নিথর দেহ পড়েছিল। সন্তানের মৃত্যুর খবর শুনে হাসপাতাল চত্বরে মা কোহিনুর বেগম জ্ঞান হারিয়ে ফেলেন। হাসপাতালে শিশুটিকে নিয়ে আসেন তার চাচা আশরাফ আলী। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বাড়িতে আমি ধানের কাজ করছিলাম। এ সময় পাশে হযরতকে নিয়ে তার মাসহ কয়েকজন ঘিরে কান্নাকাটি করছে। তারা বলে হজরতের গলা লিচুর বিচি আটকিছে। আমি দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসক দেখে তাকে মৃত ঘোষণা করে।’ 

আশরাফ আলী আরও বলেন, ‘শিশুটি জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী ছিল।’ 

শিশুটির মৃত্যু নিশ্চিত করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মৌরিন সেন গুপ্ত আজকের পত্রিকাকে বলেন, ‘শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। পরিবার দাবি করছে শিশুটি গলায় লিচুর বিচি আটকে মারা গেছে। তাৎক্ষণিক এক্স-রে রিপোর্টে গলায় লিচুর বিচি দেখা যায়নি। শিশুটির মুখে রক্ত ছিল। বিষয়টি রহস্যজনক হওয়ায় থানা-পুলিশকে খবর দেওয়া হয়েছে।’ 

জ্ঞান ফিরলে শিশুটির মা কোহিনুর বেগম আজকের পত্রিকাকে দাবি করে বলেন, ‘হযরত আলী লিচু খাইতে গলায় বিচি আটকে গেছিল। বাড়িতে আঙুল দিয়ে গলা থাকি বিচি বাইর করার চেষ্টা করছিলাম। এ কারণে মুখ দিয়ে রক্ত বের হইছিল।’ 

এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘ঘটনাটি জানার পর হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। পরে শিশুটির মা, চাচা এবং চিকিৎসকের সঙ্গে কথা বলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত