রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাল্যবিবাহ করার দায়ে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। আজ সোমবার স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখা থেকে পাঠানো পত্রে এ তথ্য জানানো হয়।
রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আজ স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখা থেকে সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার স্বাক্ষরিত একটি পত্র পাওয়া যায়। সেখানে উপজেলার বাচোর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য তুলা রাম রায়কে ১৪ বছরের এক স্কুলছাত্রীকে বিয়ে করার অপরাধে ইউনিয়ন পরিষদ আইন ২০০৯-এর ৩৪ (৪) (ঘ) ধারা অনুযায়ী বহিষ্কার করা হয়েছে।’
ইউএনও আরও বলেন, ‘পত্র পাওয়ার পরপরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
এর আগে গত ২৫ ডিসেম্বর ইউপি সদস্য তুলা রাম উপজেলার রাতোর ইউনিয়নের গপিনাথপুর এলাকার সুঠিন চন্দ্র রায়ের নবম শ্রেণি পড়ুয়া মেয়েকে নিয়ে পালিয়ে যান। পরে বিয়ে করেন। বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে এলাকায় সমালোচনা ঝড় বইতে থাকে। এটি তুলা রামের দ্বিতীয় বিয়ে। আগের ঘরে তাঁর দুই সন্তান রয়েছে।
ঘটনাটি জানা জানি হলে উপজেলা ও জেলা প্রশাসন বাল্যবিবাহ করার অপরাধে ইউপি সদস্য তুলা রামের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগকে পত্র দেন। সেই পত্রের পরাপ্রেক্ষিতে তাঁকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বাচোর ইউপি চেয়ারম্যান জিতেন্দ্র নাথ রায় আজকের পত্রিকাকে বলেন, ‘বহিষ্কারের বিষয়টি শুনেছি। অপরাধ করলে তো শাস্তি পেতে হবে।’
এ বিষয়ে কথা বলতে ইউপি সদস্য তুলা রামের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি তাতে সাড়া দেননি। স্কুলছাত্রীর বাবা সুঠিন চন্দ্র রায় বলেন, ‘আমার মেয়ে পছন্দ করে বিয়ে করেছে। এতে আমার কোনো অভিযোগ নেই।’
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাল্যবিবাহ করার দায়ে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। আজ সোমবার স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখা থেকে পাঠানো পত্রে এ তথ্য জানানো হয়।
রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আজ স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখা থেকে সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার স্বাক্ষরিত একটি পত্র পাওয়া যায়। সেখানে উপজেলার বাচোর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য তুলা রাম রায়কে ১৪ বছরের এক স্কুলছাত্রীকে বিয়ে করার অপরাধে ইউনিয়ন পরিষদ আইন ২০০৯-এর ৩৪ (৪) (ঘ) ধারা অনুযায়ী বহিষ্কার করা হয়েছে।’
ইউএনও আরও বলেন, ‘পত্র পাওয়ার পরপরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
এর আগে গত ২৫ ডিসেম্বর ইউপি সদস্য তুলা রাম উপজেলার রাতোর ইউনিয়নের গপিনাথপুর এলাকার সুঠিন চন্দ্র রায়ের নবম শ্রেণি পড়ুয়া মেয়েকে নিয়ে পালিয়ে যান। পরে বিয়ে করেন। বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে এলাকায় সমালোচনা ঝড় বইতে থাকে। এটি তুলা রামের দ্বিতীয় বিয়ে। আগের ঘরে তাঁর দুই সন্তান রয়েছে।
ঘটনাটি জানা জানি হলে উপজেলা ও জেলা প্রশাসন বাল্যবিবাহ করার অপরাধে ইউপি সদস্য তুলা রামের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগকে পত্র দেন। সেই পত্রের পরাপ্রেক্ষিতে তাঁকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বাচোর ইউপি চেয়ারম্যান জিতেন্দ্র নাথ রায় আজকের পত্রিকাকে বলেন, ‘বহিষ্কারের বিষয়টি শুনেছি। অপরাধ করলে তো শাস্তি পেতে হবে।’
এ বিষয়ে কথা বলতে ইউপি সদস্য তুলা রামের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি তাতে সাড়া দেননি। স্কুলছাত্রীর বাবা সুঠিন চন্দ্র রায় বলেন, ‘আমার মেয়ে পছন্দ করে বিয়ে করেছে। এতে আমার কোনো অভিযোগ নেই।’
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৬ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৬ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৮ ঘণ্টা আগে